মিসাইল হানায় শত্রুকে ধ্বংস করে, আমেরিকার থেকে Predator-B ড্রোন কিনছে ভারত

Last Updated:
যে ধরনের Predator-B ড্রোন ভারত কেনার কথা ভাবছে, সে গুলি মিসাইল এবং লেসার গাইডেড বোমা দিয়ে শত্রু শিবিরের উপরে আক্রমণ হানতে সক্ষম৷
1/6
পূর্ব লাদাখে চিনের সঙ্গে উত্তেজনার মধ্যেই আমেরিকার কাছ থেকে Predator-B Drone কেনার প্রস্তুতি নিচ্ছে ভারত৷ চিন পাকিস্তানকে চারটি সশস্ত্র ড্রোন দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরই পাল্টা এই পদক্ষেপ করছে ভারতও৷ বর্তমান পরিস্থিতিতে যা অত্যন্ত তাৎপর্য্যপূর্ণ৷
পূর্ব লাদাখে চিনের সঙ্গে উত্তেজনার মধ্যেই আমেরিকার কাছ থেকে Predator-B Drone কেনার প্রস্তুতি নিচ্ছে ভারত৷ চিন পাকিস্তানকে চারটি সশস্ত্র ড্রোন দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরই পাল্টা এই পদক্ষেপ করছে ভারতও৷ বর্তমান পরিস্থিতিতে যা অত্যন্ত তাৎপর্য্যপূর্ণ৷
advertisement
2/6
যে ধরনের Predator-B ড্রোন ভারত কেনার কথা ভাবছে, সেগুলি মিসাইল এবং লেসার গাইডেড বোমা দিয়ে শত্রু শিবিরের উপরে আক্রমণ হানতে সক্ষম৷ শুধু তাই নয়, নজরদারির মাধ্যমে শত্রুপক্ষের গতিবিধির উপরে লক্ষ্য রেখে নির্ভুল নিশানায় হামলা চালাতেও এর জুড়ি মেলা ভার৷ প্রতীকী চিত্র৷
যে ধরনের Predator-B ড্রোন ভারত কেনার কথা ভাবছে, সেগুলি মিসাইল এবং লেসার গাইডেড বোমা দিয়ে শত্রু শিবিরের উপরে আক্রমণ হানতে সক্ষম৷ শুধু তাই নয়, নজরদারির মাধ্যমে শত্রুপক্ষের গতিবিধির উপরে লক্ষ্য রেখে নির্ভুল নিশানায় হামলা চালাতেও এর জুড়ি মেলা ভার৷ প্রতীকী চিত্র৷
advertisement
3/6
নজরদারির জন্য আমেরিকার থেকে ড্রোন কেনার কথাবার্তা চালাচ্ছিল ভারতীয় নৌবাহিনী৷ কিন্তু বর্তমান পরিস্থিতিতে নজরদারির পাশাপাশি হামলা চালাতে সক্ষম ড্রোন কেনাই বেশি কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে৷ প্রতীকী চিত্র৷
নজরদারির জন্য আমেরিকার থেকে ড্রোন কেনার কথাবার্তা চালাচ্ছিল ভারতীয় নৌবাহিনী৷ কিন্তু বর্তমান পরিস্থিতিতে নজরদারির পাশাপাশি হামলা চালাতে সক্ষম ড্রোন কেনাই বেশি কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে৷ প্রতীকী চিত্র৷
advertisement
4/6
ইরাক, আফগানিস্তান এবং সিরিয়ায় এই ধরনের Male Armed Predator-B ড্রোন ব্যবহার করেছে আমেরিকা৷ এই ড্রোনগুলি চারটি হেল-ফায়ার মিসাইল এবং ৫০০ পাউন্ড লেজার গাইডেড বোমা বহনে সক্ষম৷ প্রতীকী চিত্র৷
ইরাক, আফগানিস্তান এবং সিরিয়ায় এই ধরনের Male Armed Predator-B ড্রোন ব্যবহার করেছে আমেরিকা৷ এই ড্রোনগুলি চারটি হেল-ফায়ার মিসাইল এবং ৫০০ পাউন্ড লেজার গাইডেড বোমা বহনে সক্ষম৷ প্রতীকী চিত্র৷
advertisement
5/6
ভারত নিজেই এই ধরনের অ্যাটাক ড্রোন তৈরি করার চেষ্টা করছে৷ কিন্তু চিন পাকিস্তানকে চারটি ড্রোন দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরই দ্রুত আমেরিকার থেকে এই ধরনের ড্রোন কিনতে তৎপর হয়েছে ভারত৷ গদার বন্দরে চিন- পাকিস্তান অর্থনৈতিক করিডরের নিরাপত্তার জন্য এই ড্রোনগুলি চিন পাকিস্তানকে দিচ্ছে বলে জানা গিয়েছে৷ এর পাশাপাশি পাক বিমান বাহিনীকে দেওয়ার জন্য GJ-2 ড্রোন তৈরি করছে চিন, যা Wing Loong II ড্রোনের মিলিটারি ভার্সন৷ প্রতীকী চিত্র৷
ভারত নিজেই এই ধরনের অ্যাটাক ড্রোন তৈরি করার চেষ্টা করছে৷ কিন্তু চিন পাকিস্তানকে চারটি ড্রোন দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরই দ্রুত আমেরিকার থেকে এই ধরনের ড্রোন কিনতে তৎপর হয়েছে ভারত৷ গদার বন্দরে চিন- পাকিস্তান অর্থনৈতিক করিডরের নিরাপত্তার জন্য এই ড্রোনগুলি চিন পাকিস্তানকে দিচ্ছে বলে জানা গিয়েছে৷ এর পাশাপাশি পাক বিমান বাহিনীকে দেওয়ার জন্য GJ-2 ড্রোন তৈরি করছে চিন, যা Wing Loong II ড্রোনের মিলিটারি ভার্সন৷ প্রতীকী চিত্র৷
advertisement
6/6
Wing Loong II ড্রোন চিনের বাণিজ্যিক ভাবেই বিক্রি করা হয়৷ এশিয়ার বিভিন্ন দেশকে চিন তা বিক্রিও করেছে৷ তার মধ্যে রয়েছে সৌদি আরব, কাজাখস্তান, সংযুক্ত আরব আমিরশাহি, তুর্কমেনিস্তানের মতো একাধিক দেশ৷ প্রতীকী চিত্র৷
Wing Loong II ড্রোন চিনের বাণিজ্যিক ভাবেই বিক্রি করা হয়৷ এশিয়ার বিভিন্ন দেশকে চিন তা বিক্রিও করেছে৷ তার মধ্যে রয়েছে সৌদি আরব, কাজাখস্তান, সংযুক্ত আরব আমিরশাহি, তুর্কমেনিস্তানের মতো একাধিক দেশ৷ প্রতীকী চিত্র৷
advertisement
advertisement
advertisement