মিসাইল হানায় শত্রুকে ধ্বংস করে, আমেরিকার থেকে Predator-B ড্রোন কিনছে ভারত
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
যে ধরনের Predator-B ড্রোন ভারত কেনার কথা ভাবছে, সে গুলি মিসাইল এবং লেসার গাইডেড বোমা দিয়ে শত্রু শিবিরের উপরে আক্রমণ হানতে সক্ষম৷
advertisement
advertisement
advertisement
advertisement
ভারত নিজেই এই ধরনের অ্যাটাক ড্রোন তৈরি করার চেষ্টা করছে৷ কিন্তু চিন পাকিস্তানকে চারটি ড্রোন দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরই দ্রুত আমেরিকার থেকে এই ধরনের ড্রোন কিনতে তৎপর হয়েছে ভারত৷ গদার বন্দরে চিন- পাকিস্তান অর্থনৈতিক করিডরের নিরাপত্তার জন্য এই ড্রোনগুলি চিন পাকিস্তানকে দিচ্ছে বলে জানা গিয়েছে৷ এর পাশাপাশি পাক বিমান বাহিনীকে দেওয়ার জন্য GJ-2 ড্রোন তৈরি করছে চিন, যা Wing Loong II ড্রোনের মিলিটারি ভার্সন৷ প্রতীকী চিত্র৷
advertisement