

অরুণাচল প্রদেশের সীমান্ত থেকে পাঁচ জন ভারতীয় যুবকের অপহরণের দাবিকে গুরুত্বই দিল না চিনা সেনা৷ চিনের তরফে উল্টে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, অরুণাচল প্রদেশকে স্বীকৃতিই দেয় না তারা৷ ভারতীয় সেনার তরফে চিনা সেনাকে এই ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছিল৷ চিনের সেনাবাহিনীর বিরুদ্ধেই ওই পাঁচ যুবককে অপহরণের অভিযোগ উঠেছিল৷


গত শুক্রবার অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলার নাচোতে জঙ্গলের মধ্যে শিকারে গিয়েছিলেনকয়েকজন যুবক৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছ থেকে চিনা সেনা তাঁদের মধ্যে থেকে পাঁচজনকে অপহরণ করেবলে অভিযোগ৷ ওই যুবকদের সঙ্গে থাকা আরও দুই যুবক কোনওক্রমে সেখান থেকে পালিয়ে এসে ঘটনারকথা পুলিশকে জানান৷ এর পরই ভারতীয় সেনার তরফে হটলাইনে চিনের সেনাবাহিনীকে বিষয়টি জানানো হয়৷


চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান সোমবার বেজিংয়ে দাবি করেন, 'চিনের পূর্বভাগে ভারত-চিনসীমান্ত এবং চিনের দক্ষিণ অংশে তিব্বত নিয়ে আমাদের অবস্থান বরাবরই স্পষ্ট এবং ধারাবাহিক৷ চিনকোনওদিনই চিনা ভূখণ্ডকে বেআইনি ভাবে দখল করে গড়ে ওঠা অরুণাচল প্রদেশকে স্বীকৃতি দেয়নি৷'


চিনের ওই সরকারি মুখপাত্র আরও দাবি করেন, পাঁচ ভারতীয়ের অপহরণ প্রসঙ্গে তাঁদের কাছে কোনও খবরই নেই৷ প্রতীকী ছবি৷


যে পাঁচজন ভারতীয় নাগরিককে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ, তাঁরা ভারতীয় সেনার হয়ে পোর্টারএবং গাইড হিসেবে কাজ করতেন বলে খবর৷ তাঁদের নাম তোচ সিংকাম, প্রসাত রিংলিং, ডংটু এবিয়া,তানু বেকার এবং এনগুরু দিরি৷ প্রতীকী ছবি৷


অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ হিসেবে দাবি করে চিন৷ গত ফেব্রুয়ারি মাসেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীঅমিত শাহের অরুণাচল সফরেরও তীব্র বিরোধিতা করেছিল বেজিং৷ তাদের অভিযোগ ছিল, ভারতেরস্বরাষ্ট্রমন্ত্রীর সফরের ফলে চিনের সার্বভৌমত্ব খর্ব হয়েছে এবং ভারত বিশ্বাসঘাতকতা করেছে৷ গত বছরনভেম্বর মাসে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অরুণাচল সীমান্ত পরিদর্শনে গেলে তাতেও তীব্র আপত্তি জানায় চিনের সেনাবাহিনী৷