এবার লিপুলেখে সেনা বাড়াচ্ছে চিন, চলছে ক্ষেপনাস্ত্র বসানোর প্রস্তুতি! ধরা পড়ল উপগ্রহ চিত্রে

Last Updated:
লিপুলেখ এমন একটি এলাকা, যেখানে ভারত, নেপাল এবং চিন- এই তিন দেশেরই সীমানা রয়েছে৷
1/6
লিপুলেখ এলাকা নিয়ে ভারতের সঙ্গে নেপালের বিবাদ চলছেই৷ নতুন বিতর্কিত মানচিত্রে কালাপানি এবং লিম্পুয়াধুরার সঙ্গে উত্তরাখণ্ডের লিপুলেখকেও নিজেদের এলাকা বলে দাবি করেছে নেপাল৷ এবার সেই লিপুলেখেও ধীরে ধীরে নিজেদের বাহিনীর সংখ্যা বাড়াচ্ছে চিন৷ PHOTO- FILE
লিপুলেখ এলাকা নিয়ে ভারতের সঙ্গে নেপালের বিবাদ চলছেই৷ নতুন বিতর্কিত মানচিত্রে কালাপানি এবং লিম্পুয়াধুরার সঙ্গে উত্তরাখণ্ডের লিপুলেখকেও নিজেদের এলাকা বলে দাবি করেছে নেপাল৷ এবার সেই লিপুলেখেও ধীরে ধীরে নিজেদের বাহিনীর সংখ্যা বাড়াচ্ছে চিন৷ PHOTO- FILE
advertisement
2/6
ওপেন সোর্স ইন্টেলিজেন্স detresfa উপগ্রহ চিত্র প্রকাশ করে দাবি করেছে, লিপুলেখের ট্রাই জংশন এলাকায় সেনা মোতায়েন করার পাশাপাশি ক্ষেপনাস্ত্র বসানোর জন্য নির্মাণকাজ শুরু করেছে চিন৷ PHOTO- TWITTER
ওপেন সোর্স ইন্টেলিজেন্স detresfa উপগ্রহ চিত্র প্রকাশ করে দাবি করেছে, লিপুলেখের ট্রাই জংশন এলাকায় সেনা মোতায়েন করার পাশাপাশি ক্ষেপনাস্ত্র বসানোর জন্য নির্মাণকাজ শুরু করেছে চিন৷ PHOTO- TWITTER
advertisement
3/6
শুধু বাহিনী মোতায়েন করাই নয়, চিন লিপুলেখে মিসাইল বসানোর প্রস্তুতিও শুরু করে দিয়েছে বলে বেশ কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে৷
শুধু বাহিনী মোতায়েন করাই নয়, চিন লিপুলেখে মিসাইল বসানোর প্রস্তুতিও শুরু করে দিয়েছে বলে বেশ কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে৷
advertisement
4/6
ওপেন সোর্স ইন্টেলিজেন্স detresfa উপগ্রহ চিত্র প্রকাশ করে দাবি করেছে, লিপুলেখের ট্রাই জংশন এলাকায় সেনা মোতায়েন করার পাশাপাশি ক্ষেপনাস্ত্র বসানোর জন্য নির্মাণকাজ শুরু করেছে চিন৷ PHOTO- Reuters
ওপেন সোর্স ইন্টেলিজেন্স detresfa উপগ্রহ চিত্র প্রকাশ করে দাবি করেছে, লিপুলেখের ট্রাই জংশন এলাকায় সেনা মোতায়েন করার পাশাপাশি ক্ষেপনাস্ত্র বসানোর জন্য নির্মাণকাজ শুরু করেছে চিন৷ PHOTO- Reuters
advertisement
5/6
সেনা মোতায়েন বাড়িয়েছে চিন৷ ইতিমধ্যেই সেখানে এক ব্যাটেলিয়ন বা ১ হাজার সেনা মোতায়েন করেছে চিন৷PHOTO- REPRESENTATIVE
সেনা মোতায়েন বাড়িয়েছে চিন৷ ইতিমধ্যেই সেখানে এক ব্যাটেলিয়ন বা ১ হাজার সেনা মোতায়েন করেছে চিন৷PHOTO- REPRESENTATIVE
advertisement
6/6
এই লিপুলেখ পাসেই মানস সরোবর যাত্রার জন্য নতুন রুট তৈরি করছে ভারত৷ এই এলাকাতেই ভারতের তৈরি ৮০ কিলোমিটার দীর্ঘ নতুন রাস্তা নিয়ে আপত্তি জানায় নেপাল৷ তার পরেই লিপুলেখ, লিম্পুয়াধুরা এবং কালাপানিকে নিজেদের এলাকা বলে দাবি করে মানচিত্র প্রকাশ করে নেপাল৷ photo- file
এই লিপুলেখ পাসেই মানস সরোবর যাত্রার জন্য নতুন রুট তৈরি করছে ভারত৷ এই এলাকাতেই ভারতের তৈরি ৮০ কিলোমিটার দীর্ঘ নতুন রাস্তা নিয়ে আপত্তি জানায় নেপাল৷ তার পরেই লিপুলেখ, লিম্পুয়াধুরা এবং কালাপানিকে নিজেদের এলাকা বলে দাবি করে মানচিত্র প্রকাশ করে নেপাল৷ photo- file
advertisement
advertisement
advertisement