'সীমান্তে পরিস্থিতি গুরুতর, যে কোনও চ্যালেঞ্জ নিতে তৈরি বাহিনী', লাদাখে দাবি সেনাপ্রধানের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
লাদাখে চিনা সেনার সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর নতুন করে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে৷ এই আবহেই পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে এবং বাহিনীর মনোবল বৃদ্ধিতে লাদাখে পৌঁছেছেন সেনাপ্রধান৷
advertisement
লাদাখে চিনা সেনার সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর নতুন করে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে৷ এই আবহেই পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে এবং বাহিনীর মনোবল বৃদ্ধিতে লাদাখে পৌঁছেছেন সেনাপ্রধান৷ সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তাঁর দাবি, লেহর বিভিন্ন অঞ্চলে ঘুরে সেনাবাহিনীর জওয়ান এবং অফিসারদের সঙ্গে কথা বলেছেন তিনি৷ সেনাপ্রধানের দাবি, বাহিনীর মনোবল তুঙ্গে রয়েছে, যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলা করতে তাঁরা তৈরি৷
advertisement
advertisement
advertisement
সেনাপ্রধান অবশ্য বুঝিয়ে দিয়েছেন আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধানে আগ্রহী ভারত৷ তিনি বলেন, 'গত ২-৩ মাস সীমান্তে উত্তেজনা থাকলেও সামরিক এবং কূটনৈতিক স্তরে আমাদের ক্রমাগত আলোচনা চলছে৷ এবং তা ভবিষ্যতেও চলবে৷ আমরা নিশ্চিত, আলোচনার মধ্যেই যাবতীয় মতবিরোধ দূর হবে৷ তবে প্রকৃত নিয়ন্ত্রণরেখা স্থিতাবস্থা অপরিবর্তিত রাখার বিষয়ে আমরা বদ্ধপরিকর৷'