সরল চিনা সেনা, ভারত-চিন সীমান্তে নতুন স্টার কমান্ডার নিয়োগ করলেন চিনের রাষ্ট্রপতি শি জিনপিন

Last Updated:
যেহেতু সীমান্তে উত্তেজনা বাড়ছে, তাই নেতৃত্বের জন্য প্রয়োজন এক তরুণ সেনা কমান্ডারের৷ যিনি কড়া হাতে বিষয়টি মোকাবিলা করতে সক্ষম হবেন
1/6
▪️লাদাখে ভারত-চিন সীমান্ত থেকে কিছুটা সরেছে সেনা বাহিনী৷ দুপক্ষই এই ব্যাপারে উদ্যোগী হয়েছে৷ তবে এর মধ্যেই সীমান্তে চিনা সেনাকে নেতৃত্ব দিতে নিযুক্ত করা হল স্টার কমান্ডার লেফটান্ট জেনারেল শু কিলিংকে৷
▪️লাদাখে ভারত-চিন সীমান্ত থেকে কিছুটা সরেছে সেনা বাহিনী৷ দুপক্ষই এই ব্যাপারে উদ্যোগী হয়েছে৷ তবে এর মধ্যেই সীমান্তে চিনা সেনাকে নেতৃত্ব দিতে নিযুক্ত করা হল স্টার কমান্ডার লেফটান্ট জেনারেল শু কিলিংকে৷
advertisement
2/6
▪️৫ জুন এই ঘোষণা করা হয়৷ হংকং-এর এক স্থানীয় সংবাদসংস্থায় জানানো হয় যে, জেনারেল শুর নজরে থাকবে ওয়েসর্টান থিয়েটার কমান্ড, যেখানে এখমও ভারত-চিন বর্ডারে সমস্যা রয়ে গিয়েছে৷
▪️৫ জুন এই ঘোষণা করা হয়৷ হংকং-এর এক স্থানীয় সংবাদসংস্থায় জানানো হয় যে, জেনারেল শুর নজরে থাকবে ওয়েসর্টান থিয়েটার কমান্ড, যেখানে এখমও ভারত-চিন বর্ডারে সমস্যা রয়ে গিয়েছে৷
advertisement
3/6
▪️যেহেতু সীমান্তে উত্তেজনা বাড়ছে, তাই নেতৃত্বের জন্য প্রয়োজন এক তরুণ সেনা কমান্ডারের৷ যিনি কড়া হাতে বিষয়টি মোকাবিলা করতে সক্ষম হবেন এবং যার নতুন চিন্তাভাবনা এতে সাহায্য করবে৷ জেনারেল শুকে সীমান্তের কাজে নিযুক্ত করে এমনই জানিয়েছে চিন৷ জেনারেল শু-এর বয়স ৫৭৷
▪️যেহেতু সীমান্তে উত্তেজনা বাড়ছে, তাই নেতৃত্বের জন্য প্রয়োজন এক তরুণ সেনা কমান্ডারের৷ যিনি কড়া হাতে বিষয়টি মোকাবিলা করতে সক্ষম হবেন এবং যার নতুন চিন্তাভাবনা এতে সাহায্য করবে৷ জেনারেল শুকে সীমান্তের কাজে নিযুক্ত করে এমনই জানিয়েছে চিন৷ জেনারেল শু-এর বয়স ৫৭৷
advertisement
4/6
▪️এর মধ্যেই ভারতীয় সেনার প্রসংশা করেছেন চিন৷ চিনের বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, ভারতের বিশাল সেনা বাহিনী অত্যন্ত দক্ষ৷ এবং পর্বত এলাকায় লড়াইয়ের জন্য তাদের প্রস্তুতি খুবই ভাল৷ ভারতীয় সেনার কাছে রয়েছে সেরা অস্ত্র, এমনও দাবি চিনের৷
▪️এর মধ্যেই ভারতীয় সেনার প্রসংশা করেছেন চিন৷ চিনের বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, ভারতের বিশাল সেনা বাহিনী অত্যন্ত দক্ষ৷ এবং পর্বত এলাকায় লড়াইয়ের জন্য তাদের প্রস্তুতি খুবই ভাল৷ ভারতীয় সেনার কাছে রয়েছে সেরা অস্ত্র, এমনও দাবি চিনের৷
advertisement
5/6
▪️চিনের মর্ডান ওয়েপেনারি ম্যাগাজিনের সিনিয়ার এডিটার হুয়াং ঘোউজু উল্লেখ করেছেন যে পার্বত্য এলাকা ও মালভূমিতে লড়াইয়ের জন্য বিশ্বের বহু দেশের মধ্যে সেরা ভারতীয় সেনা বাহিনী৷
▪️চিনের মর্ডান ওয়েপেনারি ম্যাগাজিনের সিনিয়ার এডিটার হুয়াং ঘোউজু উল্লেখ করেছেন যে পার্বত্য এলাকা ও মালভূমিতে লড়াইয়ের জন্য বিশ্বের বহু দেশের মধ্যে সেরা ভারতীয় সেনা বাহিনী৷
advertisement
6/6
▪️একই সঙ্গে ভারতের কাছে নতুন প্রযুক্তিযুক্ত অস্ত্রও রয়েছে, বলছেন ঘোউজু৷ এতে সেনার ক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে বলে জানাচ্ছেন তিনি৷
▪️একই সঙ্গে ভারতের কাছে নতুন প্রযুক্তিযুক্ত অস্ত্রও রয়েছে, বলছেন ঘোউজু৷ এতে সেনার ক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে বলে জানাচ্ছেন তিনি৷
advertisement
advertisement
advertisement