Durga Puja Travel 2023: নদীর কোলে সবুজ চরে সময় কাটাতে চান, পুজোর ছুটিতে ঢুঁ মারতে পারেন বেনাপুর চরে

Last Updated:
Durga Puja Travel 2023: একদিন ও এক বেলায় ঘোরার সেরা ঠিকানা, রোদ্দুরে চিকচিক নদীর জল সবুজে ঢাকা নদীর চর, চড়ে দাঁড়িয়ে বাবলা গাছ, খোলা আকাশে স্নিগ্ধ বাতাস, সূর্যাস্তের সময় আরও মায়াবী হয়ে ওঠে এই স্থান।
1/8
একদিন ও এক বেলার ঘোরার আদর্শ স্থান বেনাপুর নদীর চর।
একদিন ও এক বেলার ঘোরার আদর্শ স্থান বেনাপুর নদীর চর।
advertisement
2/8
নীল আকাশ রোদ্দুরে চিকচিক করছে নদীর জল। নদীর কোলে সবুজের ঢাকা খাড়া চর। সবুজের উপর দাঁড়িয়ে বাবলা গাছ। এক অপরূপ দৃশ্য।
নীল আকাশ রোদ্দুরে চিকচিক করছে নদীর জল। নদীর কোলে সবুজের ঢাকা খাড়া চর। সবুজের উপর দাঁড়িয়ে বাবলা গাছ। এক অপরূপ দৃশ্য।
advertisement
3/8
হাওড়ার বাগনান ব্লকের বেনাপুর গ্রামে রূপনারায়ণ নদীর জেগে ওঠা চর। এখন জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
হাওড়ার বাগনান ব্লকের বেনাপুর গ্রামে রূপনারায়ণ নদীর জেগে ওঠা চর। এখন জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
advertisement
4/8
রূপনারায়ণ নদীর পূর্ব পাড়ে হাওড়ার বেনাপুর গ্রাম। নদীর পশ্চিম পাড়ে মেদিনীপুর জেলা।
রূপনারায়ণ নদীর পূর্ব পাড়ে হাওড়ার বেনাপুর গ্রাম। নদীর পশ্চিম পাড়ে মেদিনীপুর জেলা।
advertisement
5/8
নদীর কোলে সবুজ চর। মাথার উপর খোলা আকাশ। এখানে মিলবে স্নিগ্ধ বাতাস। ভ্রমণ পিপাসু মানুষের কাছে ভীষণ আকর্ষণের এই স্থান।
নদীর কোলে সবুজ চর। মাথার উপর খোলা আকাশ। এখানে মিলবে স্নিগ্ধ বাতাস। ভ্রমণ পিপাসু মানুষের কাছে ভীষণ আকর্ষণের এই স্থান।
advertisement
6/8
বর্ষার শেষ থেকে শীতকাল ভর। শনি রবি ও ছুটির দিনগুলিতে অগণিত মানুষের ভিড়।
বর্ষার শেষ থেকে শীতকাল ভর। শনি রবি ও ছুটির দিনগুলিতে অগণিত মানুষের ভিড়।
advertisement
7/8
বিশেষ করে সূর্য অস্তের সময় আরও মায়াবী হয়ে ওঠে এই স্থান।
বিশেষ করে সূর্য অস্তের সময় আরও মায়াবী হয়ে ওঠে এই স্থান।
advertisement
8/8
বাস বা ট্রেনে বাগনান এসে অন্টিলা হয়ে বেনাপুর নদী চর প্রায় আধঘন্টা পথ।
বাস বা ট্রেনে বাগনান এসে অন্টিলা হয়ে বেনাপুর নদী চর প্রায় আধঘন্টা পথ।
advertisement
advertisement
advertisement