কার সূত্রে প্রথম আলাপ নিক-প্রিয়াঙ্কার ?

Last Updated:
1/7
 বলিউডের 'দেশিগার্ল' প্রিয়াঙ্কা চোপড়া এখন মিসেস জোনাস। যাবতীয় গুঞ্জনের অবসান ঘটিয়ে, শনিবার আমেরিকান পপ গায়ক নিক জোনাসের সঙ্গে রোকা ও এনগেজমেন্ট সেরে ফেললেন প্রিয়াঙ্কা।  Photo Source: Collected
বলিউডের 'দেশিগার্ল' প্রিয়াঙ্কা চোপড়া এখন মিসেস জোনাস। যাবতীয় গুঞ্জনের অবসান ঘটিয়ে, শনিবার আমেরিকান পপ গায়ক নিক জোনাসের সঙ্গে রোকা ও এনগেজমেন্ট সেরে ফেললেন প্রিয়াঙ্কা। Photo Source: Collected
advertisement
2/7
সকালে রোকা অনুষ্ঠান আয়োজিত হয়েছিল প্রিয়াঙ্কার বাংলোয়। অনুষ্ঠান জুড়ে ছিল পাঞ্জাবি সংস্কৃতির ছোঁয়া। সকাল থেকেই বাংলোর নীচে ভিড় জমিয়েছিলেন পিগি চপস-এর অসংখ্য ভক্ত।  Photo Source: Collected
সকালে রোকা অনুষ্ঠান আয়োজিত হয়েছিল প্রিয়াঙ্কার বাংলোয়। অনুষ্ঠান জুড়ে ছিল পাঞ্জাবি সংস্কৃতির ছোঁয়া। সকাল থেকেই বাংলোর নীচে ভিড় জমিয়েছিলেন পিগি চপস-এর অসংখ্য ভক্ত। Photo Source: Collected
advertisement
3/7
প্রিয়াঙ্কা-নিক...দু'জনেই ফ্যাশনিস্তা! রোকার সময়ে প্রিয়াঙ্কা বেছেছিলেন হলুদ শিফনে লখনউ কাজের কুর্তি । আইভরি কালারের কুর্তা-তে নিক পুরো 'দেশি দামাত'! Photo Source: Collected
প্রিয়াঙ্কা-নিক...দু'জনেই ফ্যাশনিস্তা! রোকার সময়ে প্রিয়াঙ্কা বেছেছিলেন হলুদ শিফনে লখনউ কাজের কুর্তি । আইভরি কালারের কুর্তা-তে নিক পুরো 'দেশি দামাত'! Photo Source: Collected
advertisement
4/7
রাতে মুম্বইয়ের জুহুতে প্রিয়াঙ্কার বাসভবনে ছিল এনগেজমেন্ট পার্টি। পরিবারের সদস্যরা ছাড়া হাজির ছিলেন বলিটাউনের প্রিয়াঙ্কার ঘনিষ্ঠরা। এসেছিলেন আলিয়া ভাট, সলমন খানের বোন অর্পিতা খান শর্মা ও তাঁর স্বামী আয়ুষ শর্মা ৷ Photo Source: Collected
রাতে মুম্বইয়ের জুহুতে প্রিয়াঙ্কার বাসভবনে ছিল এনগেজমেন্ট পার্টি। পরিবারের সদস্যরা ছাড়া হাজির ছিলেন বলিটাউনের প্রিয়াঙ্কার ঘনিষ্ঠরা। এসেছিলেন আলিয়া ভাট, সলমন খানের বোন অর্পিতা খান শর্মা ও তাঁর স্বামী আয়ুষ শর্মা ৷ Photo Source: Collected
advertisement
5/7
রোকা থেকে এনগেজমেন্ট-- সকাল থেকেই দিদির সঙ্গে ছিলেন বোন পরিনীতি চোপড়া। Photo Source: Collected
রোকা থেকে এনগেজমেন্ট-- সকাল থেকেই দিদির সঙ্গে ছিলেন বোন পরিনীতি চোপড়া। Photo Source: Collected
advertisement
6/7
কিন্তু কীভাবে দেখা হল নিক প্রিয়াঙ্কার? নায়িকার বক্তব্য, ২০১৭-এ 'মেট গালা'-য় তাঁদের আলাপ। দু'জনেরই পছন্দ ছিল 'র‍্যালফ লরেন'-এর পোশাক, কাজেই দু'জনে অনুষ্ঠানে একসঙ্গে গিয়েছিলেন।  Photo Source: Collected
কিন্তু কীভাবে দেখা হল নিক প্রিয়াঙ্কার? নায়িকার বক্তব্য, ২০১৭-এ 'মেট গালা'-য় তাঁদের আলাপ। দু'জনেরই পছন্দ ছিল 'র‍্যালফ লরেন'-এর পোশাক, কাজেই দু'জনে অনুষ্ঠানে একসঙ্গে গিয়েছিলেন। Photo Source: Collected
advertisement
7/7
নিক অবশ্য IANS-এ দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন, '' 'কোয়ান্টিকো'-র অভিনেতা গ্রাহাম রজারস আমাদের দু'জনেরই বন্ধু। ওঁর সূত্রেই নিউ ইয়র্ক-এ আমাদের প্রথম দেখা। গল্প করতে করতে জানতে পারি, সেদিন আমরা দু'জনেই 'মেট গালা'য় যাচ্ছি, আর দু'জনেই 'র‍্যালফ লরেন'-এর আউটফিট বেছেছি।'' Photo Source: Collected
নিক অবশ্য IANS-এ দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন, '' 'কোয়ান্টিকো'-র অভিনেতা গ্রাহাম রজারস আমাদের দু'জনেরই বন্ধু। ওঁর সূত্রেই নিউ ইয়র্ক-এ আমাদের প্রথম দেখা। গল্প করতে করতে জানতে পারি, সেদিন আমরা দু'জনেই 'মেট গালা'য় যাচ্ছি, আর দু'জনেই 'র‍্যালফ লরেন'-এর আউটফিট বেছেছি।'' Photo Source: Collected
advertisement
advertisement
advertisement