হেঁশেলে সমসময়ই মজুত থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন তেরঙা স্যান্ডউইচ পকোড়া ! ২ জনের জন্য লাগবে ৩ স্লাইস পাউরুটি, ৩ টেবিল চামচ মেয়োনিজ, ৩ টেবিল চামচ বেসন, অর্ধেক চা চামচ হলুদগুঁড়ো, ২ টেবিল চামচ গ্রিন মিন্ট মেয়োনিজ, ১ চা চামচ লাললঙ্কাগুঁড়ো, ১ চা চামচ নুন, পরিমাণমতো জল, সাদা তেল
Photo Source: Collected