Rasgulla and Pantua : ফণীভূষণের রসগোল্লা, পান্তুয়া বাজিমাত করেছে দেশের বাইরে বিদেশেও

Last Updated:
Rasgulla and Pantua : ফণীভূষণ কুন্ডুর বিখ্যাত রসগোল্লা ও পান্তুয়া দেশ ও দেশের বাইরেও জনপ্রিয় মিষ্টি এই মিষ্টি, এই মিষ্টিতে রয়েছে সাবেকি আনার ছোঁয়া, পৌঁছেছে সুদূর বাংলাদেশেও
1/7
ফনি ভূষণ কুন্ডুর বিখ্যাত রসগোল্লা ও পান্তুয়া।
ফনি ভূষণ কুন্ডুর বিখ্যাত রসগোল্লা ও পান্তুয়া।
advertisement
2/7
জেলায় ফণি কুন্ডুর রসগোল্লার জুড়ি নেই। রসে টুম্বুর ছানার রসগোল্লার সঙ্গে বেশ মানানসই পান্তুয়া।
জেলায় ফণি কুন্ডুর রসগোল্লার জুড়ি নেই। রসে টুম্বুর ছানার রসগোল্লার সঙ্গে বেশ মানানসই পান্তুয়া।
advertisement
3/7
প্রায় ১৩৫ বছর ধরে জেলার মিষ্টি প্রিয় মানুষের কাছে বিশ্বস্ত নাম ফণি কুন্ডুর মিষ্টি।
প্রায় ১৩৫ বছর ধরে জেলার মিষ্টি প্রিয় মানুষের কাছে বিশ্বস্ত নাম ফণি কুন্ডুর মিষ্টি।
advertisement
4/7
বাংলার এই মিষ্টির সুনাম দেশ ও দেশের বাইরে। পৌঁছেছে সুদূর বাংলাদেশ।
বাংলার এই মিষ্টির সুনাম দেশ ও দেশের বাইরে। পৌঁছেছে সুদূর বাংলাদেশ।
advertisement
5/7
প্রায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মিষ্টি নিতে খরিদ্দারের ভিড় জমে হাওড়া মুন্সির হাটের ফণি ভূষণ দোকানে
প্রায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মিষ্টি নিতে খরিদ্দারের ভিড় জমে হাওড়া মুন্সির হাটের ফণি ভূষণ দোকানে
advertisement
6/7
বর্তমানে ছয় টাকা ও দশ টাকা মূল্যে রসগোল্লা ও পান্তুয়া পাওয়া যায়।
বর্তমানে ছয় টাকা ও দশ টাকা মূল্যে রসগোল্লা ও পান্তুয়া পাওয়া যায়।
advertisement
7/7
খরিদ্দারদের কথায় ফণি কুন্ডুর মিষ্টিতে রয়েছে সাবেকি আনার ছোঁয়া। স্থানীয়দের পাশাপাশি আত্মীয়দের পছন্দের এই মিষ্টি।
খরিদ্দারদের কথায় ফণি কুন্ডুর মিষ্টিতে রয়েছে সাবেকি আনার ছোঁয়া। স্থানীয়দের পাশাপাশি আত্মীয়দের পছন্দের এই মিষ্টি।
advertisement
advertisement
advertisement