সন্ধিপুজোর বলির মাংস নবমীর দিন খাওয়ার রেওয়াজ দুর্গাপুজোয়৷ কিন্তু ভোগের মাংস, তাই পেঁয়াজ-রসুন ছাড়া রান্না হয় মাংস৷ নবমীর এই পাঁঠার মাংস তাই নিরামিষ মাংস৷ শিখে নিন সেই রেসিপি৷
advertisement
2/6
কী কী লাগবে-পাঁঠার মাংস: ৫০০ গ্রাম, টক দই: ৫০ গ্রাম, এলাচ: ২টো, লবঙ্গ: ২টো, দারচিনি: ২ টুকরো (মিহি করে বাটা), তেজপাতা: ৩টে, ধনে: ৬ চামচ বাটা, জিরে: ৬ চা চামচ বাটা, পোস্ত: ৮ চা চামচ বাটা, সর্ষে: ৪ চা চামচ বাটা, হলুদ: ৪ চা চামচ, শুকনো লঙ্কা বাটা: ১ চা চামচ, নুন: স্বাদ মতো, তেল: পরিমাণ মতো
advertisement
3/6
পাঁঠার মাংস এক টেবল চামচ তেল, হলুদ আর টক দই দিয়ে ম্যারিনেট করে অন্তত ৪ ঘণ্টা রেখে দিন।
advertisement
4/6
রান্নার শুরুতেই কড়াইতে তেল গরম করে প্রথমে তেজপাতা ফোড়ন দিয়ে মাংস দিয়ে দিন। আঁচ একদম কমিয়ে ঢাকা দিয়ে রেখে রেখে মাংস কষাতে থাকুন।
advertisement
5/6
জল বেরিয়ে মাংস শুকিয়ে এলে গরম-মশলা বাদে বাকি সব বাটা মশলা দিয়ে ভাল করে কষুন। মাংস নরম হয়ে গেলে নুন দিয়ে ২ কাপ গরম জল দিয়ে আঁচ বাড়িয়ে ৫ থেকে ৭ মিনিট ফুটিয়ে মাংস নামিয়ে নিন।
advertisement
6/6
সব শেষে একটা বড় হাতায় ২ চামচ তেলে গরম মশলা বাটা দিয়ে গরম করে মাংসের ঝোলে মিশিয়ে দিয়েই সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দিন৷