Dosa at Rs.1,000: এক প্লেট ধোসার দাম ১০০০ টাকা ! দাম বেশি হলেও এই রেস্তোরাঁয় খেতে দৌড়চ্ছেন প্রত্যেকেই

Last Updated:
হায়দরাবাদের ‘হাউজ অফ ধোসা’ রেস্তোরাঁয় এখন ‘গোল্ডেন কোটেড’ ধোসা দারুণ জনপ্রিয় ৷ যার দাম প্রতি প্লেট ১০০০ টাকা ৷
1/5
Medabayani Balakrishna | ১০০০ টাকার একটা ধোসা ! দাম শুনলে ভিরমি খাওয়াটাই স্বাভাবিক ৷ কিন্তু নিশ্চয় কোনও বিশেষত্ব আছে বলেই এই ধোসার এত দাম ৷ হায়দরাবাদের ‘হাউজ অফ ধোসা’ রেস্তোরাঁয় এখন ‘গোল্ডেন কোটেড’ ধোসা দারুণ জনপ্রিয় ৷ যার দাম প্রতি প্লেট ১০০০ টাকা ৷
Medabayani Balakrishna | ১০০০ টাকার একটা ধোসা ! দাম শুনলে ভিরমি খাওয়াটাই স্বাভাবিক ৷ কিন্তু নিশ্চয় কোনও বিশেষত্ব আছে বলেই এই ধোসার এত দাম ৷ হায়দরাবাদের ‘হাউজ অফ ধোসা’ রেস্তোরাঁয় এখন ‘গোল্ডেন কোটেড’ ধোসা দারুণ জনপ্রিয় ৷ যার দাম প্রতি প্লেট ১০০০ টাকা ৷
advertisement
2/5
হায়দরাবাদের বাঞ্জারা হিলসে রয়েছে এই রেস্তোরাঁ ৷ এমনিতে ৩০ টাকা থেকে শুরু করে ১৫০ টাকাতেই দক্ষিণ ভারতের অধিকাংশ জায়গায় ধোসা আপনি পেয়ে যাবেন ৷ এর থেকে দামি ধোসা অবশ্যই আছে ৷ তবে পাঁচ তারা হোটেল বাদে সাধারণ একটি রেস্তোরাঁয় ১০০০ টাকা দামের ধোসা বিক্রি হচ্ছে, তা এককথায় ভাবাই যায় না !
হায়দরাবাদের বাঞ্জারা হিলসে রয়েছে এই রেস্তোরাঁ ৷ এমনিতে ৩০ টাকা থেকে শুরু করে ১৫০ টাকাতেই দক্ষিণ ভারতের অধিকাংশ জায়গায় ধোসা আপনি পেয়ে যাবেন ৷ এর থেকে দামি ধোসা অবশ্যই আছে ৷ তবে পাঁচ তারা হোটেল বাদে সাধারণ একটি রেস্তোরাঁয় ১০০০ টাকা দামের ধোসা বিক্রি হচ্ছে, তা এককথায় ভাবাই যায় না !
advertisement
3/5
ঘি দিয়ে ধোসাটি সোনালী কাগজ দিয়ে মোড়ানো ৷ যা দেখে খাওয়ার থেকে আগে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ইচ্ছে করবে আপনার ৷
ঘি দিয়ে ধোসাটি সোনালী কাগজ দিয়ে মোড়ানো ৷ যা দেখে খাওয়ার থেকে আগে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ইচ্ছে করবে আপনার ৷
advertisement
4/5
এরই পাশাপাশি কাজু বাদাম, আমন্ড, দেশি ঘি, চাটনি এবং আরও অনেক কিছুর স্বাদই পাওয়া যাবে এই ধোসা অর্ডার করলে ৷
এরই পাশাপাশি কাজু বাদাম, আমন্ড, দেশি ঘি, চাটনি এবং আরও অনেক কিছুর স্বাদই পাওয়া যাবে এই ধোসা অর্ডার করলে ৷
advertisement
5/5
দাম অনেকটাই বেশি হলেও সাধারণ ধোসার পাশাপাশি এই বিশেষ ‘গোল্ড কোটেড’ ধোসার চাহিদা এই রেস্তোরাঁয় অনেক ৷ ১০০০ টাকার এই স্পেশ্যাল ধোসার পাশাপাশি ৩০০ টাকা দামের ডবল ডেকার পিৎজা ধোসা, ১৭০ টাকার ড্রাই ফ্রুটস ধোসা এবং ১৫০ টাকার পিৎজা ধোসাও পাওয়া যায় হায়দরাবাদের এই রেস্তোরাঁয় ৷
দাম অনেকটাই বেশি হলেও সাধারণ ধোসার পাশাপাশি এই বিশেষ ‘গোল্ড কোটেড’ ধোসার চাহিদা এই রেস্তোরাঁয় অনেক ৷ ১০০০ টাকার এই স্পেশ্যাল ধোসার পাশাপাশি ৩০০ টাকা দামের ডবল ডেকার পিৎজা ধোসা, ১৭০ টাকার ড্রাই ফ্রুটস ধোসা এবং ১৫০ টাকার পিৎজা ধোসাও পাওয়া যায় হায়দরাবাদের এই রেস্তোরাঁয় ৷
advertisement
advertisement
advertisement