Bizzare Food: মুরগির ঠ্যাং তো অনেক খেলেন, নিতম্বও নাকি দারুণ টেস্ট, দুনিয়ার আজব ৭ খাবার
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Bizzare Food: টুনা মাছের চোখ থেকে মাকড়সা ভাজা , এমনকি পাথরও নাকি চুষে খাওয়া যায়...
7 Strange Snacks from Around the World: বাংলায় একটি বহুল প্রচলিত প্রবাদ রয়েছে, ‘আপ রুচি খানা, পর রুচি পহন না’ - অর্থাৎ নিজের পছন্দে খাওয়াদাওয়া আর অন্যের রুচিতে পোশাক পরিধান৷ সব সময়ে হয়ত মানা হয় না তাও এটা মোটের ওপর বলাই যায় এলাকাভিত্তিক খাওয়ার একটা প্রধান প্যাটার্ন থাকে৷ সেটা মেনেই প্রধানত খাওয়াদাওয়া হয়৷ কিন্তু বিভিন্ন জায়গায় এমন সব খাবার পাওয়া যাচ্ছে যা শুনলে অবাক হবেন এমনকি ঘেন্নাও করতে পারে৷ আবার ভাবতেও পারেন ‘পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়৷’ আজ আমরা আপনাকে বিশ্বের সবচেয়ে উদ্ভট ৭টি স্ন্যাকস সম্পর্কে বলতে যাচ্ছি, যা সারা বিশ্বে খাওয়া হয়।
advertisement
পাইনঅ্যাপেল স্যান্ডউইচ - প্রাতঃরাশ দিয়ে শুরু করা যাক, আমেরিকায় সকাল সকাল ব্রেকফাস্টে ফলের সঙ্গে যুক্ত পাইনঅ্যাপেল স্যান্ডউইচ ৷ পাঁউরুটির মধ্যে আনারস দিয়ে এটি খাওয়া হয়৷ খুবই অদ্ভুত এই ব্রেকফাস্ট৷ আমেরিকায় মানুষ আনারস ভরে স্যান্ডউইচ খায়। পাউরুটির দুই স্লাইসের মধ্যে আনারসের সঙ্গে মেয়োনিজ দিয়ে এই স্যান্ডুইচ খাওয়া হয়৷
advertisement
টুনা আইবলস- জাপান এবং চিন নানারকম আজব খাবারের জন্য বিখ্যাত। এরকমই একটি আজব খাবার হল টুনা আইবলস৷ এটা জাপানে পাওয়া যায় একটি অদ্ভুত স্ন্যাক রয়েছে। বাঙালিরা অবশ্য মাছের চোখ গুরুত্ব দিয়ে খেয়ে থাকেন৷ জাপানিরাও সেরকমই টুনা মাছের চোখ ভেজে তৈরি করেন এই খাবার। মোমোর মতো ভাপানো, রসুন, সয়া সস এবং লেবু দিয়ে পরিবেশন করা হয় এই টুনা আইবলস৷
advertisement
ফ্রায়াড ট্যারান্টুলা - কম্বোডিয়ায় আরও জঘন্য এক জিনিস জনপ্রিয় স্ন্যাকস৷ এতে সত্যি সত্যি ট্যারান্টুলা মাকড়সা ভেজে খাওয়া হয়। ১৯৭০এর দশকে, পল পট নামে একজন স্বৈরশাসক কম্বোডিয়ায় ছিলেন, তিনি প্রধানমন্ত্রীও ছিলেন। তাঁর সময়ে খাবার ও পানীয়ের এত অভাব ছিল যে মানুষ যা পেত তাই খেতেন। এই সময়েই এই মাকড়সা ভেজে খাওয়া শুরু হয়৷
advertisement
ক্যান্ডিড ক্র্যাবস- বিশ্বের অনেক জায়গায় কাঁকড়া খাওয়া হয় তবে জাপানে কাঁকড়া খুবই জঘন্য এবং অদ্ভুত। এখানে কাঁকড়া বাচ্চাদের ভাজা ক্যারামালাইড চিনিতে ডুবিয়ে দেওয়া হয়৷ তার ওপর কিছু মশলা অ্যাড করা হয়। আমাদের এখানে পটেটো চিপস যেরকম প্যাকেটে ভরে বিক্রি হয় ঠিক সেভাবেই জাপানে ক্যান্ডিড ক্র্যাবসও সেরকই প্যাকেটে ভরে বিক্রি করা হয়।
advertisement
advertisement
advertisement
ফ্রায়াড পেবল- এত আজব খাবার নিয়ে যদি খাবেন কী সব কাণ্ড তাহলে এই চাইনিজ খাবারটি সম্পর্কে জানুন, আপনি অবাক হয়ে পড়েও যেতে পারেন৷ এখানে নুড়ি (Fried Pebbles, China), অর্থাৎ ছোট পাথর ভাজা এবং খাওয়া হয়। এই নাস্তার নাম সুও ডিউ। এই প্ল্যাটারে নদীর তিরে পড়ে থাকা মসৃণ পাথরে রসুন, মরিচ ও অন্যান্য মসলা দিয়ে ভাজা হয়। তবে আপনাকে পাথর খেতে হবে না, বরং আপনাকে সেগুলি চুষে খেতে হবে এবং তারপরে সেগুলি ফেলে দেওয়া হবে। মদের চাট হিসেবে এই প্ল্যাটার দারুণ জনপ্রিয়৷
