ভাইদের হাতে ভুলেও পরাবেন না এই ধরনের রাখী, হবে অমঙ্গল

Last Updated:
অনেকেই নকশা করা রাখী কিনতে গিয়েই খেয়াল করেন না যে রাখীতে কোনও অশুভ চিহ্ন আছে কি না৷
1/6
ভাইদের হাতে কখনওই কালো রংয়ের রাখী বাঁধা উচিত নয়৷ কালো রংকে অশুভ বলে মনে করা হয়ে৷ শাস্ত্র মতে কালোকে শনি দেবের রং বলে মনে করা হয়৷ শনি দেব যে কোনও কাজে বিলম্ব করিয়ে দেন বিশ্বাস করা হয়৷ তাই ভাইয়ের হাতে কালো রংয়ের রাখি বাঁধা উচিত নয়৷
ভাইদের হাতে কখনওই কালো রংয়ের রাখী বাঁধা উচিত নয়৷ কালো রংকে অশুভ বলে মনে করা হয়ে৷ শাস্ত্র মতে কালোকে শনি দেবের রং বলে মনে করা হয়৷ শনি দেব যে কোনও কাজে বিলম্ব করিয়ে দেন বিশ্বাস করা হয়৷ তাই ভাইয়ের হাতে কালো রংয়ের রাখি বাঁধা উচিত নয়৷
advertisement
2/6
 ভাইদের হাতে কখনওই কালো রংয়ের রাখী বাঁধা উচিত নয়৷ কালো রংকে অশুভ বলে মনে করা হয়ে৷ শাস্ত্র মতে কালোকে শনি দেবের রং বলে মনে করা হয়৷ শনি দেব যে কোনও কাজে বিলম্ব করিয়ে দেন বিশ্বাস করা হয়৷ তাই ভাইয়ের হাতে কালো রংয়ের রাখি বাঁধা উচিত নয়৷
ভাইদের হাতে কখনওই কালো রংয়ের রাখী বাঁধা উচিত নয়৷ কালো রংকে অশুভ বলে মনে করা হয়ে৷ শাস্ত্র মতে কালোকে শনি দেবের রং বলে মনে করা হয়৷ শনি দেব যে কোনও কাজে বিলম্ব করিয়ে দেন বিশ্বাস করা হয়৷ তাই ভাইয়ের হাতে কালো রংয়ের রাখি বাঁধা উচিত নয়৷
advertisement
3/6
ভাইদের হাতে কখনও ছিঁড়ে যাওয়া রাখি পরানো উচিত নয়৷ একে অশুভ বলে মনে করা হয়৷
ভাইদের হাতে কখনও ছিঁড়ে যাওয়া রাখি পরানো উচিত নয়৷ একে অশুভ বলে মনে করা হয়৷
advertisement
4/6
ভাইদের হাতে প্লাস্টিকের রাখীও বাঁধা উচিত নয়৷ প্লাস্টিকের রাখীকে অশুদ্ধ বলে মনে করা হয়৷ যা দুর্ভাগ্য বয়ে আনতে পারে৷
ভাইদের হাতে প্লাস্টিকের রাখীও বাঁধা উচিত নয়৷ প্লাস্টিকের রাখীকে অশুদ্ধ বলে মনে করা হয়৷ যা দুর্ভাগ্য বয়ে আনতে পারে৷
advertisement
5/6
অনেকেই নকশা করা রাখী কিনতে গিয়েই খেয়াল করেন না যে রাখীতে কোনও অশুভ চিহ্ন আছে কি না৷ এই ধরনের রাখী কখনও ভাইদের হাতে পরানো উচিত নয়৷
অনেকেই নকশা করা রাখী কিনতে গিয়েই খেয়াল করেন না যে রাখীতে কোনও অশুভ চিহ্ন আছে কি না৷ এই ধরনের রাখী কখনও ভাইদের হাতে পরানো উচিত নয়৷
advertisement
6/6
এর পাশাপাশি ভগবানের ছবি দেওয়া রাখীও ভাইদের পরানো উচিত না৷ কারণ কোনওভাবে রাখী মাটিতে পরে গেলে তা পায়ে লাগতে পারে৷ ফলে ভগবানের ছবিতে কারও পা লাগলে ভাইয়েরই অমঙ্গল হবে৷
এর পাশাপাশি ভগবানের ছবি দেওয়া রাখীও ভাইদের পরানো উচিত না৷ কারণ কোনওভাবে রাখী মাটিতে পরে গেলে তা পায়ে লাগতে পারে৷ ফলে ভগবানের ছবিতে কারও পা লাগলে ভাইয়েরই অমঙ্গল হবে৷
advertisement
advertisement
advertisement