আজ 'গুলজার দিবস' ! 'কিংবদন্তি'-র জীবনের মন ছুঁয়ে যাওয়া কিছু 'লমহা'
Last Updated:
advertisement
গুলজার সাহেব ‘পান্তা ভাতে’-তে সঞ্জীবকুমার ওরফে হরি–র সঙ্গে নিজের হৃদ্যতার কথা লিখতে গিয়ে লিখেছেন -- একবার এক পার্টিতে পৌঁছতে তাঁর দেরি হয়েছিল। সঞ্জীবকুমার-কে বলেছিলেন, শুটিং ছিল, তাই দেরি হল। গুলজারের ‘মৌসম’, ‘আঁধী’, ‘কোশিশ’, ‘নমকীন’ ছবির হিরো হরি বলেছিলেন, '' তা কী করে হয়! আমি অভিনয় করছি না মানে তোর সিনেমাও হচ্ছে না। আমি ছাড়া তোর আবার কীসের সিনেমা! '' গুলজার লেখাটা শেষ করছেন এই বলে— ''আমি কেমন মানুষ, যে হরি চলে যাওয়ার পরেও সিনেমা করতে পারলাম? '' Photo Source: Twitter
advertisement
advertisement
advertisement
বিমল রায় তঁকে চিরকাল ‘গোলজার’ বলে ডেকে গিয়েছেন, আর সত্যজিৎ রায় তাঁর নামের ইংরেজি ‘জেড’ অক্ষরটির উচ্চারণে ছিলেন নিখুঁত। একবার, নিউ থিয়েটার্সে শশী কাপুর ও আরও কয়েকজনের সঙ্গে কথা বলতে বলতে সত্যজিৎ রায় বলেছিলেন, ‘If we don't have money to spend on it, we have to spend our brain.’ এই মহার্ঘ শিক্ষা বাঙালি কতটা যত্ন করে মনে রেখেছে জানা নেই, কিন্তু মাথায় রেখেছেন গুলজার। Photo Source: Collected
advertisement