Cyclone Tauktae: কীভাবে নামকরণ হয়েছে টাউটে? পরের ঘূর্ণিঝড়গুলির নাম কী ? জেনে নিন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Cyclone Tauktae: নামের মানেই বা কী? জেনে নিন
আজ, সোমবার রাতেই গুজরাত উপকূলে আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড় Tauktae-এর। মায়ানমারের দেওয়া এই ঘূর্ণিঝড়ের নাম Tauktae (বাংলায় উচ্চারণ তুকতি আর ইংরেজিতে টাউটে ) দক্ষিণ-পূর্ব আরবসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। ঘূর্ণিঝড় এখন পরিণত হয়েছে চরম শক্তিশালী ঘূর্ণিঝড়ে। উত্তর, উত্তর পশ্চিম দিকে এটি অগ্রসর হচ্ছে। ১৭ মে সোমবার রাতেই এটি স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা। এখনও পর্যন্ত যা অভিমুখ আছে আজ বিকেলে গুজরাতের পোরবন্দর ও মাহবুবার(ভাবনগর) মাঝে এটি স্থলভাগে প্রবেশ করবে। তবে ঘূর্ণিঝড়ের এমন অদ্ভুতুরে নাম নিয়ে ইতিমধ্য়েই আলোচনা শুরু হয়েছে। কে রাখল এমন নাম? নামের মানেই বা কী?
advertisement
advertisement
আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, যে মহাসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়, তার অববাহিকার দেশগুলি ঘূর্ণিঝড়ের নামকরণ করে থাকে। সেইমতো, ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন/ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক (WMO/ESCAP) সংগঠনটি বঙ্গোপসাগর এবং আরব সাগরে উৎপন্ন হওয়া ঘূর্ণিঝড়ের নামকরণ করে।
advertisement
advertisement
উত্তর ভারত মহাসাগরের মধ্যে ৪৫ ডিগ্রি পূর্ব থেকে ১০০ ডিগ্রি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়গুলির নামকরণ করে ভারতীয় আবহাওয়া অধিদফতর বা আইএমডি। যে সমস্ত ঘূর্ণিঝড় কমপক্ষে তিন মিনিট বাতাসে স্থায়ী হয় এবং গতিবেগ সর্বনিম্ন ঘন্টা প্রতি ৬৩ কিলোমিটার হয় সেই ঝড়ই ২০২০-র নতুন তালিকার ১৩ দেশের দ্বারা নামাঙ্কিত হয়।
advertisement
advertisement
advertisement
advertisement