Covid Vaccine: করোনার তৃতীয় ঢেউ আসছে, যাঁদের টিকাকরণ হয়েছে তাঁরা আদৌ সুরক্ষিত?
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
প্রশ্ন জাগছে, আদৌ কী করোনার ভ্যাকসিন এই নতুন স্ট্রেনের উপর কার্যকরী হবে? যাঁরা ইতিমধ্যেই টিকা নিয়ে নিয়েছেন, তাঁরা এখন কতটা সুরক্ষিত? কত দিন পর্যন্ত কর্যকরী থাকবে এই ভ্যাকসিন?
• খুব শীঘ্রই দেশে আচড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ । যা নিয়ে আশঙ্কিত বিশেষজ্ঞ মহল । কারণ আগাম পূর্বাভাসে বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ঢেউয়ে বেশি ক্ষতি হতে পারে শিশুদের । তাদের মধ্যেই সংক্রমণের হার বেশি দেখা যাবে । ইতিমধ্যেই মহারাষ্ট্রের একাধিক জেলা থেকে শিশুদের করোনা আক্রান্ত হওয়ার খবর আসছে । গত এক মাসে মহারাষ্ট্রের শুধুমাত্র একটি জেলাতেই প্রায় ৮ হাজার শিশুর আক্রান্ত হওয়ার খবর এসেছে ।
advertisement
advertisement
advertisement
• কেন্দ্র সরকারের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী, কোভিশিল্ডের দু’টো ডোজের মধ্যে ১২-১৬ সপ্তাহের ব্যবধান রাখতে হবে । কোভ্যাক্সিনের ক্ষেত্রে ৪-৬ সপ্তাহ এবং স্পুটনিক ভি-র ক্ষেত্রে ২১-৯০ দিনের মধ্যে নিতে হবে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ । World Health Organisation বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসক ডঃ ক্যাথেরিন ও’ব্রায়েন বলছেন, প্রথম ডোজের পর ২ সপ্তাহের মধ্যে দেহে শক্তিশালী প্রতিরোধ গড়ে ওঠে । সেই রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও বাড়িয়ে দেয় ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ ।
advertisement
• কতদিন স্থায়ী হবে এই টিকা? সত্যি বলতে এর উত্তর এখনও বিজ্ঞানীদের কাছেও খুব স্পষ্ট করে নেই । এই নিয়ে এখনও পরীক্ষা-নিরীক্ষা চলছে । যাঁরা ভ্যাকসিন ইতিমধ্যেই নিয়েছেন, তাঁদের শরীরের উপর পরীক্ষা চালানো হচ্ছে । তবে প্রাথমিক গবেষণার পর মনে করা হচ্ছে, ফাইজারের দু’টি ডোজ নেওয়ার পর থেকে তা ৬ মাস পর্যন্ত কার্যকরী থাকে । মডের্নাও ৬ মাস পর্যন্ত কর্মক্ষম থাকে । কোভিশিল্ড মোটামুটি ভাবে ১ বছর কার্যকরী থাকে ।
advertisement
• সম্প্রতি অনেক বিজ্ঞানীই বলছেন, দু’টি ডোজ ভ্যাকসিন নেওয়ার পরেও একটি বুস্টার ডোজ নিলে এই ভ্যাকসিন আরও বেশী কার্যকরী হবে । তবে এই বুস্টার ডোজ আদৌ প্রয়োজন কিনা সে বিষয়ে এখনও সম্পূর্ণ নিশ্চিত হতে পারেননি বিজ্ঞানীরা । বিষয়টির উপর এখনও গবেষণা চলছে । তবে AIIMS-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া বলছেন, ভাইরাসটি মারাত্মক চতুর এবং প্রায়ই নিজের জিনগত গঠন বদলে ফেলছে এটি । ফলে করোনা ভ্যাকসিন কতদিন পর্যন্ত এই রোগের উপর কার্যকর থাকবে তা এখনই বলা কঠিন ।