কেন বারবার তৈরি হয় Cyclone, Tauktae-র পরপরই আসছে Yaas, কী কারণ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
দুমদাম মুড়ি মিছরির মতোই কি তৈরি হয়ে যায় সাইক্লোন, এই সাইক্লোন তৈরি হওয়া কি এতটাই সহজ!
২২ তারিখ আসছে দিন, আন্দামান সাগরে এবং বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে৷ আর ২৪ তারিখ নাগাদ সাইক্লোনিক স্টর্ম (cyclonic storm) পরিণত হয়েছে৷ সাইক্লোন Tauktae পশ্চিম উপকূলে তাণ্ডব চালানোর ১৫ দিনের মধ্যেই আবার ঝাঁপিয়ে পড়ছে, এটা মরশুমের দ্বিতীয় সাইক্লোন৷ আইএমডি Cyclone Yaas আছড়ে পড়বে৷ আন্দামান সাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর সেটি ওড়িশা ও পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসবে৷
advertisement
ক্রান্তীয় অঞ্চলে মহাসাগর বা সাগরের ওপর তৈরি হয় সাইক্লোন৷ কারণ এই এলাকায় সূর্যের কিরণ সবচেয়ে বেশি পড়ে. তারই জেরে স্থল ও জল গরম হয়ে যায়৷ স্থলভাগ গরম হয়, আর্দ্র ও উষ্ণ বায়ু মহাসাগরের ওপরের দিকে ওঠে৷ এরপরেই সেই খালি জায়গা ভর্তি করতে অন্য স্থানের ঠাণ্ডা হাওয়া সেখানে ছুটে আসে এরপর সেটাও গরম হয়ে একইভাবে উঠে যায় এই ভাবে এই বৃত্ত চলতে থাকে৷
advertisement
advertisement
advertisement
advertisement