Afghanistan Crisis: ফিরছে ‘তালিবানি ফতোয়া’-র যুগ ! চরম আতঙ্কে দিন কাটছে আফগান মহিলাদের

Last Updated:
কাবুল দখল করার পর থেকে যদিও শান্তির বার্তাই দিচ্ছে তালিবান যোদ্ধারা ৷ কিন্তু তারা ক্ষমতায় আসার ফলে এখন কী কী ঘটতে পারে আফগান মহিলাদের সঙ্গে, তার একটা আভাস দেওয়া হল ৷
1/4
আফগানিস্তানে তালিবান যুগের ফের শুরু! তা ভাবলেই যে কারোরই মনটা খারাপ হয়ে উঠছে ৷ আফগানিস্তানের মানুষ, বিশেষ করে মহিলারা এখন সবচেয়ে বেশি আতঙ্কিত ৷ কারণ ২০ বছর আগের ভয়াবহ স্মৃতি তারা কেউই ভোলেননি ৷ ‘তালিবানি ফতোয়া’ যে কতটা ভয়ঙ্কর তা তাদের ভালোমতোই জানা ৷ যদিও কাবুল দখল করার পর থেকেই শান্তির বার্তাই দিচ্ছে তালিবান যোদ্ধারা ৷ কিন্তু তারা ক্ষমতায় আশায়, কী কী এখন ঘটতে পারে মহিলাদের সঙ্গে, তার একটা আভাস দেওয়া হল ৷ Photo Courtesy: Reuters
আফগানিস্তানে তালিবান যুগের ফের শুরু! তা ভাবলেই যে কারোরই মনটা খারাপ হয়ে উঠছে ৷ আফগানিস্তানের মানুষ, বিশেষ করে মহিলারা এখন সবচেয়ে বেশি আতঙ্কিত ৷ কারণ ২০ বছর আগের ভয়াবহ স্মৃতি তারা কেউই ভোলেননি ৷ ‘তালিবানি ফতোয়া’ যে কতটা ভয়ঙ্কর তা তাদের ভালোমতোই জানা ৷ যদিও কাবুল দখল করার পর থেকেই শান্তির বার্তাই দিচ্ছে তালিবান যোদ্ধারা ৷ কিন্তু তারা ক্ষমতায় আশায়, কী কী এখন ঘটতে পারে মহিলাদের সঙ্গে, তার একটা আভাস দেওয়া হল ৷ Photo Courtesy: Reuters
advertisement
2/4
 পরিবারের সদস্য এবং নিজের স্বামী ছাড়া আর কারোর সঙ্গে শহরের-গ্রামের রাস্তায় বের হতে পারবেন না মহিলারা ৷ রাস্তায় বেরোলে বোরখা পরাটা বাধ্যতামূলক ৷ Photo Courtesy: AFP
পরিবারের সদস্য এবং নিজের স্বামী ছাড়া আর কারোর সঙ্গে শহরের-গ্রামের রাস্তায় বের হতে পারবেন না মহিলারা ৷ রাস্তায় বেরোলে বোরখা পরাটা বাধ্যতামূলক ৷ Photo Courtesy: AFP
advertisement
3/4
মহিলারা উঁচু গলায় কথা বলতে পারবেন না ৷ রাস্তায় বেরোলে তাদের যেন কেউ দেখতে না পান ৷ এমনকী বাড়ির ভিতরেও থাকার সময়, তাদের যাতে কেউ দেখতে না পারে ৷ তার জন্য বাড়ির জানলা, দরজা বিশেষভাবে ঢেকে রাখতে হবে ৷ Photo: Twiter
মহিলারা উঁচু গলায় কথা বলতে পারবেন না ৷ রাস্তায় বেরোলে তাদের যেন কেউ দেখতে না পান ৷ এমনকী বাড়ির ভিতরেও থাকার সময়, তাদের যাতে কেউ দেখতে না পারে ৷ তার জন্য বাড়ির জানলা, দরজা বিশেষভাবে ঢেকে রাখতে হবে ৷ Photo: Twiter
advertisement
4/4
কোনও ক্যামেরার সামনে দাঁড়ানো যাবে না ৷ মহিলাদের ছবি কোথাও ব্যবহার করা যাবে না ৷ চাকরি করা বারণ ৷ এমনকী স্কুল-কলেজে পড়াশোনার অনুমতি পাওয়াও অসম্ভব বলেই মনে করা হচ্ছে ৷ Photo: Twitter
কোনও ক্যামেরার সামনে দাঁড়ানো যাবে না ৷ মহিলাদের ছবি কোথাও ব্যবহার করা যাবে না ৷ চাকরি করা বারণ ৷ এমনকী স্কুল-কলেজে পড়াশোনার অনুমতি পাওয়াও অসম্ভব বলেই মনে করা হচ্ছে ৷ Photo: Twitter
advertisement
advertisement
advertisement