Afghanistan Crisis: ফিরছে ‘তালিবানি ফতোয়া’-র যুগ ! চরম আতঙ্কে দিন কাটছে আফগান মহিলাদের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
কাবুল দখল করার পর থেকে যদিও শান্তির বার্তাই দিচ্ছে তালিবান যোদ্ধারা ৷ কিন্তু তারা ক্ষমতায় আসার ফলে এখন কী কী ঘটতে পারে আফগান মহিলাদের সঙ্গে, তার একটা আভাস দেওয়া হল ৷
আফগানিস্তানে তালিবান যুগের ফের শুরু! তা ভাবলেই যে কারোরই মনটা খারাপ হয়ে উঠছে ৷ আফগানিস্তানের মানুষ, বিশেষ করে মহিলারা এখন সবচেয়ে বেশি আতঙ্কিত ৷ কারণ ২০ বছর আগের ভয়াবহ স্মৃতি তারা কেউই ভোলেননি ৷ ‘তালিবানি ফতোয়া’ যে কতটা ভয়ঙ্কর তা তাদের ভালোমতোই জানা ৷ যদিও কাবুল দখল করার পর থেকেই শান্তির বার্তাই দিচ্ছে তালিবান যোদ্ধারা ৷ কিন্তু তারা ক্ষমতায় আশায়, কী কী এখন ঘটতে পারে মহিলাদের সঙ্গে, তার একটা আভাস দেওয়া হল ৷ Photo Courtesy: Reuters
advertisement
advertisement
advertisement