Yash-Nusrat: এই প্রথমবার সামনে এল যশ-নুসরতের ছেলের ছবি! কার মতো দেখতে হল ঈশানকে? দেখুন

Last Updated:
Tollywood News: ৫ মে ছিল কোয়েল মল্লিকের ছেলের জন্মদিন। আর কবীরের বার্থ ডে পার্টিতে ছিল ঈশানও। ক্যামেরায় পোজও দেয় সে।
1/6
টলিপাড়ার টক অফ দ্য টাউন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত কোনও না কোনও কারণে শিরোনামে উঠে আসেন। তাদের ব্যক্তিগত জীবন জানার জন্য সকলেই আগ্রহী৷
টলিপাড়ার টক অফ দ্য টাউন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত কোনও না কোনও কারণে শিরোনামে উঠে আসেন। তাদের ব্যক্তিগত জীবন জানার জন্য সকলেই আগ্রহী৷
advertisement
2/6
তবে তাঁদের সন্তান ঈশানের মুখ কেউ এখনও দেখেননি। ইউভান ও ঈশানের প্লে ডেটের ছবি দেখে মজা পেয়েছেন নেটিজেনরা। কলকাতার অভিজাত আবাসনের উঁচু তলা থেকে শহর দেখছেন দুই মা। তাঁদের কোলে দুই খুদে। কিন্তু সেখানেও মুখ দেখা যায়নি।
তবে তাঁদের সন্তান ঈশানের মুখ কেউ এখনও দেখেননি। ইউভান ও ঈশানের প্লে ডেটের ছবি দেখে মজা পেয়েছেন নেটিজেনরা। কলকাতার অভিজাত আবাসনের উঁচু তলা থেকে শহর দেখছেন দুই মা। তাঁদের কোলে দুই খুদে। কিন্তু সেখানেও মুখ দেখা যায়নি।
advertisement
3/6
যশ-নুসরতের ছেলে ঈশানকে দেখতে অপেক্ষার আর তর সইছিল না। সেই অপেক্ষা মিটল। কার মতো দেখতে হয়েছে খুদেকে?
যশ-নুসরতের ছেলে ঈশানকে দেখতে অপেক্ষার আর তর সইছিল না। সেই অপেক্ষা মিটল। কার মতো দেখতে হয়েছে খুদেকে?
advertisement
4/6
৫ মে ছিল কোয়েল মল্লিকের ছেলের জন্মদিন। আর কবীরের বার্থ ডে পার্টিতে ছিল ঈশানও। ক্যামেরায় পোজও দেয় সে।
৫ মে ছিল কোয়েল মল্লিকের ছেলের জন্মদিন। আর কবীরের বার্থ ডে পার্টিতে ছিল ঈশানও। ক্যামেরায় পোজও দেয় সে।
advertisement
5/6
একটি ফ্যানপেজের তরফ থেকে ছবিগুলি শেয়ার করা হয়। যাতে প্রতিক্রিয়া জানিয়ে আদরে ভরিয়ে দিয়েছেন
একটি ফ্যানপেজের তরফ থেকে ছবিগুলি শেয়ার করা হয়। যাতে প্রতিক্রিয়া জানিয়ে আদরে ভরিয়ে দিয়েছেন
advertisement
6/6
২০২১ সালে প্রকাশ্যে আসে নুসরত অন্তঃসত্ত্বা। তারপরেই জন্ম হয় ঈশানের। শুভশ্রীর ছেলে ইউভানকে সবাই দেখলেও ঈশান এতদিন অদেখা ছিল। তবে ছবিতে কিন্তু বোঝা যাচ্ছে না বাবা না মা, কার মতো দেখতে তাকে।
২০২১ সালে প্রকাশ্যে আসে নুসরত অন্তঃসত্ত্বা। তারপরেই জন্ম হয় ঈশানের। শুভশ্রীর ছেলে ইউভানকে সবাই দেখলেও ঈশান এতদিন অদেখা ছিল। তবে ছবিতে কিন্তু বোঝা যাচ্ছে না বাবা না মা, কার মতো দেখতে তাকে।
advertisement
advertisement
advertisement