Rajesh Khanna Bungalow: রাজেশ খান্নার বাংলো 'ভূতুড়ে', 'অভিশপ্ত'! সেখানে থাকলে কী পরিণতি হয়, শিউরে উঠবেন
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Rajesh Khanna Bungalow: রাজেশ খান্নার প্রাসাদোপম বাংলোর সঙ্গে জুড়ে আছে 'ভূতুড়ে', 'অভিশপ্ত'-র মতো তকমা। সেখানে থাকলেই নাকি জীবনে নেমে আসে অন্ধকার। কিন্তু কেন এরকম অভিযোগ সেই বাংলোকে নিয়ে? জেনে নেওয়া যাক।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সেই সময়ে রাজেশ খান্না দেশের 'প্রথম সুপারস্টার'-এর শিরোপা পান। তিনি সাতের দশকের শুরুতে একটানা ১৭টি হিট দেন এবং কিংবদন্তি হয়ে ওঠেন। তবে সাতের দশকের শেষের দিকে রাজেশ নাটকীয়ভাবে কাজ বন্ধ করে দেন। তাঁর জায়গা নেন অমিতাভ বচ্চন। রাজেশ আর্থিক এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই বিপর্যস্ত ছিলেন। তবে শেষ নিঃশ্বাস পর্যন্ত বাংলোতেই থাকতেন। ২০১৪ সালে একজন শিল্পপতি ৯০ কোটি টাকায় বাংলোটি কিনেছিলেন।