Prabhas: ৪২ বছর বয়স হল, অনুষ্কার জন্যই কি এখনও বিয়ে করেননি সুপারস্টার প্রভাস?
- Published by:Suman Majumder
Last Updated:
Prabhas Speaks on Marriage: ৪২ বছর বয়সেও প্রভাস (Prabhas) ব্যাচেলর। কেন? আসল কারণ জানালেন দক্ষিণের সুপারস্টার নিজেই।
দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাস আজকাল তাঁর আসন্ন ছবি 'রাধে শ্যাম' নিয়ে আলোচনায় রয়েছেন। করোনার কারণে এই ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছিল। ছবিটির দ্বিতীয় ট্রেলার মুক্তি পেয়েছে। অভিনেতা ট্রেলার লঞ্চ ইভেন্টে মিডিয়ার সঙ্গে কথাও বলেছেন। ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িত বিষয়েও কথা বলেছেন তিনি। ৪২ বছর বয়সেও ব্যাচেলর থাকার কারণ জানান।
advertisement
অনুষ্ঠানে প্রভাসকে জিজ্ঞাসা করা হয়েছিল, 'তিনি কি কখনও তাঁর বিয়ে সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছেন?' এর উত্তরে প্রভাস বলেন, 'প্রেম সম্পর্কে আমার ভবিষ্যদ্বাণী অনেকবারই ভুল হয়েছে। তাই বিয়েটা এখনো হয়নি। 'বাহুবলী'র এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই হাসতে শুরু করেন।
advertisement
প্রভাস আরও বলেন, 'ফিল্মের ব্যাপারে তিনি ভবিষ্যদ্বাণী করলেও বাস্তব জীবনে তিনি এই ধরনের কথায় একেবারেই বিশ্বাস করেন না।'
advertisement
দক্ষিণের অভিনেত্রী অনুষ্কা শেট্টির সঙ্গে প্রভাসের সম্পর্কের গুঞ্জন ছিল। শোনা যায়, অনুষ্কার বিয়েও নাকি আটকে দিয়েছিলেন প্রভাস।
advertisement
রাধে শ্যাম-এর পর সালার ও আদিপুরুষ সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন প্রভাস। তা হলে কি চলতি বছরও তাঁকে বিবাহ বন্ধনে আবদ্ধ দেখা যাবে না!
advertisement