Kapoor Family Gossip: মা আসল ভিলেন! কেন অভিষেকের সঙ্গে বিয়ে ক্যানসেল করে তড়িঘড়ি সঞ্জয়ের সঙ্গে গাটছড়া বাঁধেন করিশ্মা? তথ্য ফাঁস হতেই খসে পড়ল না ববিতার মুখোশ
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
সঞ্জয়ের সঙ্গে যখন বিয়ে হয় করিশ্মার তখন থেকেই তাঁকে অপছন্দ ছিল করিশ্মার বাবা রণধীর কাপুরের৷ তিনি জামাইকে থার্ড ক্লাস ছেলে বলেন৷ এবং এও বলেন যে ছেলে হিসেবে খুবই খারাপ সঞ্জয়৷
প্রাক্তন স্বামীর মৃত্যুর পর থেকেই করিশ্মার বিয়ে নিয়ে নানা অজানা কথা ছড়িয়ে পড়ছে৷ ২০০৩ সালে করিশ্মা-সঞ্জয় কাপুরের বিয়ে হয়৷ সঞ্জয় বড় ব্যবসায়ী, দিল্লিবাসী৷ করিশ্মা হলেন কাপুর পরিবারের মেয়ে এবং সফল বলিউড নায়িকা৷ কিন্তু বলিউডে যতটা বিখ্যাত তিনি, বাস্তব জীবনে তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ি ভাগ্য খুবই খারাপ৷ এতটাই খারাপ যে বর বলেন পরপুরুষের শয্যাসঙ্গী হতে, শাশুড়ির হাতে থাপ্পড় খান নায়িকা৷
advertisement
advertisement
সঞ্জয়ের সঙ্গে যখন বিয়ে হয় করিশ্মার তখন থেকেই তাঁকে অপছন্দ ছিল করিশ্মার বাবা রণধীর কাপুরের৷ তিনি জামাইকে থার্ড ক্লাস ছেলে বলেন৷ এবং এও বলেন যে ছেলে হিসেবে খুবই খারাপ সঞ্জয়৷ বিয়ের পরও অন্য মেয়ের সঙ্গে রাত কাটান সঞ্জয় এমন অভিযোগ করেন করিশ্মার বাবার৷ আর টাকার লোভে সঞ্জয়কে বিয়ে করার যে কথা উঠেছিল তাও অস্বীকার করেন রণধীর৷ কারণ তিনি বলেন যে কাপুর পরিবারের অনেক পয়সা, কারও কাছে হাত পাততে হয় না তাঁদের৷
advertisement
advertisement
advertisement
সমস্যা তৈরি হয় তারপর থেকেই৷ এমন বলিউডের গুঞ্জন, মা ববিতাই চাননি মেয়ের বিয়ে অভিষেকের সঙ্গ হোক৷ কারণ করিশ্মা সেই সময় বলিউডের এক নম্বর নায়িকা হলেও, অভিষেক সেভাবে তখনও তাঁর কেরিয়ার সাজাতে পারেননি৷ এছাড়া বচ্চন পরিবারেও চলছিল নানা সমস্যা৷ দেনার দায় জর্জরিত ছিলেন তাঁরা৷ তাই করিশ্মার বিয়ে হয়নি অভিষেকের সঙ্গে৷
advertisement
তবে কোনও ভাবে মেয়ের মাথা নত করতে চাননি ববিতা৷ তাই তড়িঘড়ি দিল্লির ব্যবসায়ী সঞ্জয়ের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করে ফেলেন ববিতা৷ তিনি যাচাই করেননি যে জামাই কতটা মানুষ হিসেবে ভাল মানুষ৷ কতটা তাঁর মেয়েকে সামলে রাখতে পারবেন এই সঞ্জয়৷ এসব না বিবেচনা করেই করিশ্মার বিয়ে দেন মা৷ ফলে ব্যক্তিগত জীবনে নায়িকার নরকযন্ত্রণার কারণ তাঁর মা ববিতাই৷