প্রায় ৩০০০ কোটি টাকার সম্পত্তি! স্ত্রী-সন্তান নেই, জানেন সলমনের এত টাকা কে পাবে!

Last Updated:
কেবল দেশে নয়, বিদেশেও বাড়ি রয়েছে তাঁর। মুম্বইতে খান পরিবারের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের মূল্যই বেশ কয়েক কোটি। পাশাপাশি ছবি, রিয়্যালিটি শো, বিজ্ঞাপন, ইত্যাদি থেকে বিপুল অঙ্কের রোজগার তাঁর।
1/10
ভাইজান। বলিউডের ভাই। বয়স প্রায় ৬০ ছুঁই ছুঁই। এখনও তেজি ঘোড়ার মতো দৌড়ে চলেছেন বক্স অফিসে। পঞ্চাশোর্ধ এই নায়কের ছবি দেখতে এখনও হলভর্তি করেন তাঁর লক্ষ লক্ষ ভক্ত। ফলে তাঁর লক্ষ্মীর ভাণ্ডার যে দিন দিন উপচে পড়ছে, তা বলাই বাহুল্য। বেড়ে চলেছে সম্পত্তির পরিমাণ।
ভাইজান। বলিউডের ভাই। বয়স প্রায় ৬০ ছুঁই ছুঁই। এখনও তেজি ঘোড়ার মতো দৌড়ে চলেছেন বক্স অফিসে। পঞ্চাশোর্ধ এই নায়কের ছবি দেখতে এখনও হলভর্তি করেন তাঁর লক্ষ লক্ষ ভক্ত। ফলে তাঁর লক্ষ্মীর ভাণ্ডার যে দিন দিন উপচে পড়ছে, তা বলাই বাহুল্য। বেড়ে চলেছে সম্পত্তির পরিমাণ।
advertisement
2/10
কেবল দেশে নয়, বিদেশেও বাড়ি রয়েছে তাঁর। মুম্বইতে খান পরিবারের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের মূল্যই বেশ কয়েক কোটি। পাশাপাশি ছবি, রিয়্যালিটি শো, বিজ্ঞাপন, ইত্যাদি থেকে বিপুল অঙ্কের রোজগার তাঁর। এসব থেকেই প্রায় বছরে ২৫০-৩০০ কোটি টাকা আসে তাঁর হাতে।
কেবল দেশে নয়, বিদেশেও বাড়ি রয়েছে তাঁর। মুম্বইতে খান পরিবারের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের মূল্যই বেশ কয়েক কোটি। পাশাপাশি ছবি, রিয়্যালিটি শো, বিজ্ঞাপন, ইত্যাদি থেকে বিপুল অঙ্কের রোজগার তাঁর। এসব থেকেই প্রায় বছরে ২৫০-৩০০ কোটি টাকা আসে তাঁর হাতে।
advertisement
3/10
সলমনের গাড়িবারান্দা ভর্তি দামি দামি গাড়ি। সাদা, লাল, কালো, নানা রঙের গাড়িতে চেপে বিভিন্ন অনুষ্ঠানে যাতায়াত করতে দেখা যায় তাঁেক। কোনওটা অডি, কোনওটা মার্সিডিস, কোনওটা আবার রোলস রয়েস বা ওয়েনথেল। যার মোট মূল্য প্রায় ৩০ কোটি।
সলমনের গাড়িবারান্দা ভর্তি দামি দামি গাড়ি। সাদা, লাল, কালো, নানা রঙের গাড়িতে চেপে বিভিন্ন অনুষ্ঠানে যাতায়াত করতে দেখা যায় তাঁেক। কোনওটা অডি, কোনওটা মার্সিডিস, কোনওটা আবার রোলস রয়েস বা ওয়েনথেল। যার মোট মূল্য প্রায় ৩০ কোটি।
advertisement
4/10
এ ছাড়া পানভেলে এতটি খামারবাড়ি আছে তাঁর। সেই খামারবাড়ির কিছু ঝলক তিনি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেন মাঝে মাঝে। বিস্তীর্ণ জমিতে চাষবাসও করেন ভাইজান। প্রায় ৮০ কোটি টাকার সম্পত্তি কেবল ওই খামারবাড়িতেই।
এ ছাড়া পানভেলে এতটি খামারবাড়ি আছে তাঁর। সেই খামারবাড়ির কিছু ঝলক তিনি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেন মাঝে মাঝে। বিস্তীর্ণ জমিতে চাষবাসও করেন ভাইজান। প্রায় ৮০ কোটি টাকার সম্পত্তি কেবল ওই খামারবাড়িতেই।
advertisement
5/10
নিজের ৫১তম জন্মদিনে নিজেকে একটি বাড়ি উপহারও দিয়েছিলেন সলমন। মুম্বইয়ের ধরাভির গরাইতে একটি বিচ হাউজ কিনেছেন তিনি। যেখানে জিম, স্যুইমিং পুল, সিনেমা হলও রয়েছে।
নিজের ৫১তম জন্মদিনে নিজেকে একটি বাড়ি উপহারও দিয়েছিলেন সলমন। মুম্বইয়ের ধরাভির গরাইতে একটি বিচ হাউজ কিনেছেন তিনি। যেখানে জিম, স্যুইমিং পুল, সিনেমা হলও রয়েছে।
advertisement
6/10
কিন্তু সলমন খানের এই প্রায় ২৩০০ কোটি টাকার সম্পত্তির ভাগীদার কে? ভাইজানের পরে এ সবের মালিকানা কার হাতে যাবে? ভেবেছেন কোনও দিন? খান বংশ বৃদ্ধি হচ্ছে বটে, কিন্তু সলমন নিজে বিয়ে করেননি। তাই সরাসরি তাঁর পরিবার বৃদ্ধি হয়নি।
কিন্তু সলমন খানের এই প্রায় ২৩০০ কোটি টাকার সম্পত্তির ভাগীদার কে? ভাইজানের পরে এ সবের মালিকানা কার হাতে যাবে? ভেবেছেন কোনও দিন? খান বংশ বৃদ্ধি হচ্ছে বটে, কিন্তু সলমন নিজে বিয়ে করেননি। তাই সরাসরি তাঁর পরিবার বৃদ্ধি হয়নি।
advertisement
7/10
একবার এক সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন খোদ সলমন। তাঁর কথায়, ''আমি বিয়ে করি বা না করি, আমার এই সম্পত্তি পাবে ট্রাস্ট। বিয়ে করলে অর্ধেক সম্পত্তি ট্রাস্ট পাবে, না করলে পুরোটাই।''
একবার এক সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন খোদ সলমন। তাঁর কথায়, ''আমি বিয়ে করি বা না করি, আমার এই সম্পত্তি পাবে ট্রাস্ট। বিয়ে করলে অর্ধেক সম্পত্তি ট্রাস্ট পাবে, না করলে পুরোটাই।''
advertisement
8/10
'বিয়িং হিউমান ফাউন্ডেশন' বলে একটি সংস্থা খুলেছেন সলমন। যা দরিদ্রদের প্রয়োজন মেটানোর জন্য একাধিক অনুদান দেয় নানা ক্ষেত্রে। বিশেষ করে শিক্ষা এবং স্বাস্থ্যে এই সংস্থার অবদান অনেক। সেই সংস্থার হাতেই সলমনের সব সম্পত্তির মালিকানা থাকবে।
'বিয়িং হিউমান ফাউন্ডেশন' বলে একটি সংস্থা খুলেছেন সলমন। যা দরিদ্রদের প্রয়োজন মেটানোর জন্য একাধিক অনুদান দেয় নানা ক্ষেত্রে। বিশেষ করে শিক্ষা এবং স্বাস্থ্যে এই সংস্থার অবদান অনেক। সেই সংস্থার হাতেই সলমনের সব সম্পত্তির মালিকানা থাকবে।
advertisement
9/10
৫৬ বছরের সলমন আর বিয়ে করবেন কি? তেমন কোনও খবর তো বলিপাড়ায় নেই। নিজেকে এখনও ব্যাচেলর বলে মস্করা করেন ভাইজান। যদিও বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেমের সম্পর্কে জড়ালেও কোনও সম্পর্কই বিয়ে পর্যন্ত গড়ায়নি। তাই এ জন্মে সম্ভবত বিয়ের দিকে আর পা বাড়াবেন না সলমন।
৫৬ বছরের সলমন আর বিয়ে করবেন কি? তেমন কোনও খবর তো বলিপাড়ায় নেই। নিজেকে এখনও ব্যাচেলর বলে মস্করা করেন ভাইজান। যদিও বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেমের সম্পর্কে জড়ালেও কোনও সম্পর্কই বিয়ে পর্যন্ত গড়ায়নি। তাই এ জন্মে সম্ভবত বিয়ের দিকে আর পা বাড়াবেন না সলমন।
advertisement
10/10
সুতরাং খান পরিবারের কারও হাতে নয়, শেষ মেশ কোটি কোটি টাকার সম্পত্তি সলমনেরই স্থাপিত ট্রাস্টের হাতে চলে যাবে।
সুতরাং খান পরিবারের কারও হাতে নয়, শেষ মেশ কোটি কোটি টাকার সম্পত্তি সলমনেরই স্থাপিত ট্রাস্টের হাতে চলে যাবে।
advertisement
advertisement
advertisement