পারিশ্রমিকের নিরিখে রয়েছেন আলিয়া কিংবা দীপিকার পরেই; শাহরুখ খানের এই নায়িকা একটি ফিল্মের জন্য নেন কয়েক কোটি টাকা
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Nayanthara Highest Paid Actress in India After deepika Padukone-Alia Bhatt: আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন কিংবা করিনা কাপুর খান নন। যে অভিনেত্রীর কথা বলা হচ্ছে, তাঁর নাম ডায়না মারিয়ম কুরিয়ান। অনেকেই হয়তো এই নামে চিনতে পারবেন না। তবে সকলেই তাঁকে চেনেন নয়নতারা নামে।
তিনি আজ পা দিলেন ৩৯-এ। খুব কম বয়সেই ভারতীয় সিনেমা জগতে তো বটেই, এর পাশাপাশি বিদেশের মাটিতেও যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন তিনি। এখানেই শেষ নয়, যেসব অভিনেত্রীরা ভারতে সবথেকে বেশি পারিশ্রমিক নেন, তাঁদের তালিকায় একেবারে শীর্ষে থাকেন তিনি। না না আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন কিংবা করিনা কাপুর খান নন। যে অভিনেত্রীর কথা বলা হচ্ছে, তাঁর নাম ডায়না মারিয়ম কুরিয়ান। অনেকেই হয়তো এই নামে চিনতে পারবেন না। তবে সকলেই তাঁকে চেনেন নয়নতারা নামে।
advertisement
advertisement
অভিনেত্রীর মা-বাবা আসলে মালয়ালি নসরানি খ্রিস্টানধর্মাবলম্বী। অর্থাৎ তিনি জন্মেছিলেন খ্রিস্টান পরিবারে। তবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখার পরে ধীরে ধীরে হিন্দু ধর্মের প্রতি ঝোঁক বাড়ে তাঁর। ফলে ২০১১ সালের অগাস্ট মাসে আর্য সমাজ মন্দিরে গিয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেন অভিনেত্রী। ফলে তিনি ডায়না মারিয়ম কুরিয়ান থেকে হয়ে ওঠেন নয়নতারা। আর এই নতুন নামেই এখন ভক্তদের মনে রাজত্ব করছেন নয়নতারা।
advertisement
advertisement
advertisement
যদিও সামান্থা প্রভু এবং অনুষ্কা শেঠির মতো দক্ষিণী অভিনেত্রীরা ১০ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে অন্য দিকে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির জন্য ১২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন আলিয়া ভাট। আবার ‘পাঠান’ ছবির জন্য দীপিকা পাড়ুকোন নিয়েছেন প্রায় ১৫ কোটি টাকা। আসলে নয়নতারার ভক্ত সংখ্যা সুবিশাল। ফলে নিজের সেই ফ্যান বেসের জোরেই একটা গোটা ছবি হিট করিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন অভিনেত্রী।