পারিশ্রমিকের নিরিখে রয়েছেন আলিয়া কিংবা দীপিকার পরেই; শাহরুখ খানের এই নায়িকা একটি ফিল্মের জন্য নেন কয়েক কোটি টাকা

Last Updated:
Nayanthara Highest Paid Actress in India After deepika Padukone-Alia Bhatt: আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন কিংবা করিনা কাপুর খান নন। যে অভিনেত্রীর কথা বলা হচ্ছে, তাঁর নাম ডায়না মারিয়ম কুরিয়ান। অনেকেই হয়তো এই নামে চিনতে পারবেন না। তবে সকলেই তাঁকে চেনেন নয়নতারা নামে।
1/6
তিনি আজ পা দিলেন ৩৯-এ। খুব কম বয়সেই ভারতীয় সিনেমা জগতে তো বটেই, এর পাশাপাশি বিদেশের মাটিতেও যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন তিনি। এখানেই শেষ নয়, যেসব অভিনেত্রীরা ভারতে সবথেকে বেশি পারিশ্রমিক নেন, তাঁদের তালিকায় একেবারে শীর্ষে থাকেন তিনি। না না আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন কিংবা করিনা কাপুর খান নন। যে অভিনেত্রীর কথা বলা হচ্ছে, তাঁর নাম ডায়না মারিয়ম কুরিয়ান। অনেকেই হয়তো এই নামে চিনতে পারবেন না। তবে সকলেই তাঁকে চেনেন নয়নতারা নামে।
তিনি আজ পা দিলেন ৩৯-এ। খুব কম বয়সেই ভারতীয় সিনেমা জগতে তো বটেই, এর পাশাপাশি বিদেশের মাটিতেও যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন তিনি। এখানেই শেষ নয়, যেসব অভিনেত্রীরা ভারতে সবথেকে বেশি পারিশ্রমিক নেন, তাঁদের তালিকায় একেবারে শীর্ষে থাকেন তিনি। না না আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন কিংবা করিনা কাপুর খান নন। যে অভিনেত্রীর কথা বলা হচ্ছে, তাঁর নাম ডায়না মারিয়ম কুরিয়ান। অনেকেই হয়তো এই নামে চিনতে পারবেন না। তবে সকলেই তাঁকে চেনেন নয়নতারা নামে।
advertisement
2/6
দুই সন্তানের জননী নয়নতারার সৌন্দর্যের কথা আর আলাদা করে বলে দিতে হয় না। দক্ষিণী ছবির দুনিয়ায় দাপটের সঙ্গে রাজত্ব করলেও বর্তমানে ধীরে ধীরে বলিউডেও জায়গা পাকা করছেন তিনি। সম্প্রতি শাহরুখ খানের ‘জওয়ান’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। যে ছবিটি ভারতেই শুধু ৬৩৭.৬৫ কোটি টাকার ব্যবসা করেছে।
দুই সন্তানের জননী নয়নতারার সৌন্দর্যের কথা আর আলাদা করে বলে দিতে হয় না। দক্ষিণী ছবির দুনিয়ায় দাপটের সঙ্গে রাজত্ব করলেও বর্তমানে ধীরে ধীরে বলিউডেও জায়গা পাকা করছেন তিনি। সম্প্রতি শাহরুখ খানের ‘জওয়ান’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। যে ছবিটি ভারতেই শুধু ৬৩৭.৬৫ কোটি টাকার ব্যবসা করেছে।
advertisement
3/6
অভিনেত্রীর মা-বাবা আসলে মালয়ালি নসরানি খ্রিস্টানধর্মাবলম্বী। অর্থাৎ তিনি জন্মেছিলেন খ্রিস্টান পরিবারে। তবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখার পরে ধীরে ধীরে হিন্দু ধর্মের প্রতি ঝোঁক বাড়ে তাঁর। ফলে ২০১১ সালের অগাস্ট মাসে আর্য সমাজ মন্দিরে গিয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেন অভিনেত্রী। ফলে তিনি ডায়না মারিয়ম কুরিয়ান থেকে হয়ে ওঠেন নয়নতারা। আর এই নতুন নামেই এখন ভক্তদের মনে রাজত্ব করছেন নয়নতারা।
অভিনেত্রীর মা-বাবা আসলে মালয়ালি নসরানি খ্রিস্টানধর্মাবলম্বী। অর্থাৎ তিনি জন্মেছিলেন খ্রিস্টান পরিবারে। তবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখার পরে ধীরে ধীরে হিন্দু ধর্মের প্রতি ঝোঁক বাড়ে তাঁর। ফলে ২০১১ সালের অগাস্ট মাসে আর্য সমাজ মন্দিরে গিয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেন অভিনেত্রী। ফলে তিনি ডায়না মারিয়ম কুরিয়ান থেকে হয়ে ওঠেন নয়নতারা। আর এই নতুন নামেই এখন ভক্তদের মনে রাজত্ব করছেন নয়নতারা।
advertisement
4/6
আবার হিন্দু রীতিনীতি মেনেই দক্ষিণী ছবির দুনিয়ার বড় পরিচালক বিঘ্নেশ শিবনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। ২০২২ সালের জুন মাসে বসেছিল তাঁদের বিয়ের আসর। আর ওই বছরের অক্টোবর মাসেই সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা-বাবা হয়েছেন এই তারকা জুটি। আর সেই ঘটনা নিয়ে বিতর্কও কিছু কম হয়নি।
আবার হিন্দু রীতিনীতি মেনেই দক্ষিণী ছবির দুনিয়ার বড় পরিচালক বিঘ্নেশ শিবনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। ২০২২ সালের জুন মাসে বসেছিল তাঁদের বিয়ের আসর। আর ওই বছরের অক্টোবর মাসেই সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা-বাবা হয়েছেন এই তারকা জুটি। আর সেই ঘটনা নিয়ে বিতর্কও কিছু কম হয়নি।
advertisement
5/6
শেষ বার অভিনেত্রীকে দেখা গিয়েছে শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ ছবিতে। আর এই ছবির জন্য নয়নতারা প্রায় ১১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। আর এই পারিশ্রমিকের জেরে তিনি দক্ষিণের সবথেকে দামী অভিনেত্রী হয়ে উঠেছেন।
শেষ বার অভিনেত্রীকে দেখা গিয়েছে শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ ছবিতে। আর এই ছবির জন্য নয়নতারা প্রায় ১১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। আর এই পারিশ্রমিকের জেরে তিনি দক্ষিণের সবথেকে দামী অভিনেত্রী হয়ে উঠেছেন।
advertisement
6/6
যদিও সামান্থা প্রভু এবং অনুষ্কা শেঠির মতো দক্ষিণী অভিনেত্রীরা ১০ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে অন্য দিকে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির জন্য ১২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন আলিয়া ভাট। আবার ‘পাঠান’ ছবির জন্য দীপিকা পাড়ুকোন নিয়েছেন প্রায় ১৫ কোটি টাকা। আসলে নয়নতারার ভক্ত সংখ্যা সুবিশাল। ফলে নিজের সেই ফ্যান বেসের জোরেই একটা গোটা ছবি হিট করিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন অভিনেত্রী।
যদিও সামান্থা প্রভু এবং অনুষ্কা শেঠির মতো দক্ষিণী অভিনেত্রীরা ১০ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে অন্য দিকে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির জন্য ১২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন আলিয়া ভাট। আবার ‘পাঠান’ ছবির জন্য দীপিকা পাড়ুকোন নিয়েছেন প্রায় ১৫ কোটি টাকা। আসলে নয়নতারার ভক্ত সংখ্যা সুবিশাল। ফলে নিজের সেই ফ্যান বেসের জোরেই একটা গোটা ছবি হিট করিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন অভিনেত্রী।
advertisement
advertisement
advertisement