সকালে কাজে বেরচ্ছিলেন রাজ, ঠিক সেই সময়ে তাঁকে জড়িয়ে ধরে কী বললেন শুভশ্রী ?

Last Updated:
রোম্যান্টিক মুহুর্তে রাজকে কী বললেন শুভশ্রী ?
1/7
দেড়বছর প্রেমপর্ব সেরে, গতবছরই সাতপাকে বাঁধা পড়েছিলেন শুভশ্রী ও পরিচালক রাজ চক্রবর্তী। বিয়ের পর রাজ কাজে ফিরলেও, শুভশ্রী লম্বা বিরতিতে ছিলেন! অবশেষে, এব'বছরই রাজের ছবি পরিণীতা দিয়ে রূপোলী পর্দায় কামব্যাক করছেন সুন্দরী ৷
দেড়বছর প্রেমপর্ব সেরে, গতবছরই সাতপাকে বাঁধা পড়েছিলেন শুভশ্রী ও পরিচালক রাজ চক্রবর্তী। বিয়ের পর রাজ কাজে ফিরলেও, শুভশ্রী লম্বা বিরতিতে ছিলেন! অবশেষে, এব'বছরই রাজের ছবি পরিণীতা দিয়ে রূপোলী পর্দায় কামব্যাক করছেন সুন্দরী ৷
advertisement
2/7
সোশ্যাল মিডিয়ায় বরাবর অ্যাক্টিভ টলিকুইন শুভশ্রী! তিনি কী খাচ্ছেন, কী পরছেন, কোথায় যাচ্ছেন, তা নিয়ে বরাবরই ফ্যানেদের কৌতূহল তুঙ্গে! নায়িকাও নিয়মিত আপডেট দিতে থাকন সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় বরাবর অ্যাক্টিভ টলিকুইন শুভশ্রী! তিনি কী খাচ্ছেন, কী পরছেন, কোথায় যাচ্ছেন, তা নিয়ে বরাবরই ফ্যানেদের কৌতূহল তুঙ্গে! নায়িকাও নিয়মিত আপডেট দিতে থাকন সোশ্যাল মিডিয়ায়।
advertisement
3/7
কখনও নেট দুনিয়ায় তোলপাড় ফেলেছেন সাদা ক্রপ টপ আর ইটে রঙা লং প্যান্টস-এ!
কখনও নেট দুনিয়ায় তোলপাড় ফেলেছেন সাদা ক্রপ টপ আর ইটে রঙা লং প্যান্টস-এ!
advertisement
4/7
হালে নেট দুনিয়ায় আগুন জ্বালাল টপ-এর ফাঁক থেকে উঁকি মারা শুভশ্রীর অন্তর্বাসের ছবি।
হালে নেট দুনিয়ায় আগুন জ্বালাল টপ-এর ফাঁক থেকে উঁকি মারা শুভশ্রীর অন্তর্বাসের ছবি।
advertisement
5/7
 তবে, তন্বী তনয়ার ' সোলো' ছবির থেকে 'ডিম্যান্ড' বেশি শুভশ্রী-রাজ জুটির ছবির! আর মাঝেমধ্যেই ফ্যানেদের খুশ করতে কাপল ছবি পোস্ট করেন নায়িকা।
তবে, তন্বী তনয়ার ' সোলো' ছবির থেকে 'ডিম্যান্ড' বেশি শুভশ্রী-রাজ জুটির ছবির! আর মাঝেমধ্যেই ফ্যানেদের খুশ করতে কাপল ছবি পোস্ট করেন নায়িকা।
advertisement
6/7
এদিন সকালে ইনস্টাগ্রামে 'সুপারহিট' রাজ শুভশ্রীর রোম্যান্টিক একটি ছবি। সবে স্নান করে বেরিয়েছেন সুন্দরী। চুল খোপা করে বাঁধা। কপালে উড়ছে একগুচ্ছ অবাধ্য চুল। কানে ঝুমকো, লাল সালোয়ার কামিজে এক্কেবারে ট্র্যাডিশনাল শুভশ্রী। একটা হাত রাজের বুকে, একটা হাত কাঁধে, দুজনের চোখে চোখ... রাজকে কী বললেন শুভশ্রী ?
এদিন সকালে ইনস্টাগ্রামে 'সুপারহিট' রাজ শুভশ্রীর রোম্যান্টিক একটি ছবি। সবে স্নান করে বেরিয়েছেন সুন্দরী। চুল খোপা করে বাঁধা। কপালে উড়ছে একগুচ্ছ অবাধ্য চুল। কানে ঝুমকো, লাল সালোয়ার কামিজে এক্কেবারে ট্র্যাডিশনাল শুভশ্রী। একটা হাত রাজের বুকে, একটা হাত কাঁধে, দুজনের চোখে চোখ... রাজকে কী বললেন শুভশ্রী ?
advertisement
7/7
ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে শুভশ্রী ক্যাপশনে লিখেছেন ' মর্তে তুমিই আমার স্বর্গ'
ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে শুভশ্রী ক্যাপশনে লিখেছেন ' মর্তে তুমিই আমার স্বর্গ'
advertisement
advertisement
advertisement