এদিন সকালে ইনস্টাগ্রামে 'সুপারহিট' রাজ শুভশ্রীর রোম্যান্টিক একটি ছবি। সবে স্নান করে বেরিয়েছেন সুন্দরী। চুল খোপা করে বাঁধা। কপালে উড়ছে একগুচ্ছ অবাধ্য চুল। কানে ঝুমকো, লাল সালোয়ার কামিজে এক্কেবারে ট্র্যাডিশনাল শুভশ্রী। একটা হাত রাজের বুকে, একটা হাত কাঁধে, দুজনের চোখে চোখ... রাজকে কী বললেন শুভশ্রী ?