এক নজরে দেখে নেওয়া যাক কে কে কী কী সম্মান পেলেন ৷ সেরা সঞ্চালক নন ফিকশন: সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), সেরা অভিনেত্রী মিঠাই (মিঠাই চরিত্রে অভিনয় করেছেন সৌমিতৃষ্ণা কুণ্ডু) ৷ সেরা মা: সুভদ্রা চক্রবর্তী, সেরা শিশু অভিনেতা: মেঘন চক্রবর্তী, সেরা অভিনেত্রী: সৌমিত্রা কুণ্ডু ও সোনামণি সাহা ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
সেরা অভিনেতা: আদৃত রায় ও প্রতীক সেন, সেরা অভিনেতা (খল চরিত্র): দেবজ্যোতি রায়চৌধুরী, সেরা অভিনেত্রী (খল চরিত্র): ঊষসী চক্রবর্তী, সেরা সহ অভিনেতা: বিশ্বজিৎ চক্রবর্তী ও টোটা রায়চৌধুরী, সেরা সহ অভিনেত্রী: আর্যা বন্দ্যোপাধ্যায় ও লাবণী সরকার, সেরা জুটি: সৃজলা গুহ, শন বন্দ্যোপাধ্যায়, তৃণা সাহা, কৌশিক রায় ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
আজীবন অবদানের স্বীকৃতি (Lifetime Achievement): শকুন্তলা বড়ুয়া, মরণোত্তর বিশেষ কৃতী সম্মান: সৌমিত্র চট্টোপাধ্যায়, অসাধারণ প্রত্যাবর্তনের জন্য বিশেষ ভাবে সম্মানিত হয়েছেন ঐন্দ্রিলা শর্মা, পাদ প্রদীপের আলোয় শান্তি গোপাল মুখোপাধ্যায়, বিশেষ পুরস্কার: সব্যসাচী চৌধুরী ও প্রীতি বিশ্বাস ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসেছিল চাঁদের হাট ৷ টলি তারকাদের জন্য এমন অনন্য সম্মান ভাললাগার এক আলাদা মাত্রা স্পর্শ করে ৷ এছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন-সহ প্রমুখরা ৷ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বাংলা টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসর বসেছিল ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷