advertisement

Anushka Sharma-Sakshi Dhoni: বিরাট বা ধোনির কারণে নয়! বহু আগে থেকেই জড়িয়ে আছে সাক্ষী-অনুষ্কার অতীত, কী ভাবে

Last Updated:
Anushka Sharma-Sakshi Dhoni: ক্রিকেটার স্বামীদের সুবাদে কিন্তু তাঁদের পরিচয় নয়। নিছক ম্যাচ দেখতে গিয়ে বা কোনও ক্রিকেটিয় পার্টিতেও নয়!
1/6
অনুষ্কা শর্মা এবং সাক্ষী ধোনি, দু'জনের মধ্যে মিল কোথায়? মিল বলতে প্রথমেই যা আসে মনে আসে তা হল, তাঁদের দু'জনের স্বামীই দেশের সফল ক্রিকেটার।
অনুষ্কা শর্মা এবং সাক্ষী ধোনি, দু'জনের মধ্যে মিল কোথায়? মিল বলতে প্রথমেই যা আসে মনে আসে তা হল, তাঁদের দু'জনের স্বামীই দেশের সফল ক্রিকেটার।
advertisement
2/6
অনুষ্কা এবং সাক্ষী, দু'জনেই দুই ফুটফুটে কন্যাসন্তানের মা। পরিবারের যাবতীয় দায়দায়িত্ব পালন করে তাঁরা পেশাগত ক্ষেত্রেও সফল।
অনুষ্কা এবং সাক্ষী, দু'জনেই দুই ফুটফুটে কন্যাসন্তানের মা। পরিবারের যাবতীয় দায়দায়িত্ব পালন করে তাঁরা পেশাগত ক্ষেত্রেও সফল।
advertisement
3/6
তবে জানেন কি, ক্রিকেটার স্বামীদের সুবাদে কিন্তু তাঁদের পরিচয় নয়। নিছক ম্যাচ দেখতে গিয়ে বা কোনও ক্রিকেটিয় পার্টিতেও নয়!
তবে জানেন কি, ক্রিকেটার স্বামীদের সুবাদে কিন্তু তাঁদের পরিচয় নয়। নিছক ম্যাচ দেখতে গিয়ে বা কোনও ক্রিকেটিয় পার্টিতেও নয়!
advertisement
4/6
বিরাট এবং ধোনির বন্ধুত্বের কথা কারও অজানা নয়। দুই ক্রিকেটারের মতো অনষ্কা এবং সাক্ষীও কিন্তু বহু দিনের বন্ধু।
বিরাট এবং ধোনির বন্ধুত্বের কথা কারও অজানা নয়। দুই ক্রিকেটারের মতো অনষ্কা এবং সাক্ষীও কিন্তু বহু দিনের বন্ধু।
advertisement
5/6
এক সময়ে স্বাক্ষী এবং অনুষ্কা সহপাঠী ছিলেন। ১৯৯৪ সালে অনুষ্কার বাবা কর্মসূত্রে আসামে ট্রান্সফার হন। সেখানে যে স্কুলে অনুষ্কা ভর্তি হয়েছিলেন, সেখানকারই ছাত্রী ছিলেন সাক্ষী।
এক সময়ে স্বাক্ষী এবং অনুষ্কা সহপাঠী ছিলেন। ১৯৯৪ সালে অনুষ্কার বাবা কর্মসূত্রে আসামে ট্রান্সফার হন। সেখানে যে স্কুলে অনুষ্কা ভর্তি হয়েছিলেন, সেখানকারই ছাত্রী ছিলেন সাক্ষী।
advertisement
6/6
একসঙ্গে পড়াশোনা করতে গিয়েই বন্ধুত্ব হয় দু'জনের। স্কুল শেষ হয়ে যাওয়ার পরেও সেই সখ্য অটুট থাকে।
একসঙ্গে পড়াশোনা করতে গিয়েই বন্ধুত্ব হয় দু'জনের। স্কুল শেষ হয়ে যাওয়ার পরেও সেই সখ্য অটুট থাকে।
advertisement
advertisement
advertisement