গুজব নয়, এবার রাণু সত্যিই পেলেন নতুন বাড়ি ! সলমন খান নয়, দিয়েছে অন্য কেউ--
Last Updated:
এবার গুজব নয়
advertisement
'ফুলো কা তারো কা', ' পানা কি তামান্না' বা 'জিন্দেগি অওর কুছ ভি নেহি'... দিন-রাত গান গাইতেন রানাঘাটের ভবঘুরে রাণু। সম্প্রতি কয়েকজন এই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। তারপরেই মুহূর্তে ভাইরাল রানাঘাটের 'লতা'। বদলে গেল ভবঘুরে রাণুর জীবন। এককথায়, রাণু পেলেন লটারি। রানাঘাটের স্টেশনের ভাইরাল রাণু এখন লাইমলাইটের কেন্দ্রবিন্দুতে।
advertisement
কোথাও গান শেখেননি রাণু। সব গান শুনে শুনে মুখস্থ, তাও হুবহু লতার গলা। মেয়েরা বিয়ের পর মাকে একা রেখে চলে গিয়েছিল। সেই রাণু মন্ডলের গাওয়া 'এক পেয়ার কা নাগমা' সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর খুলে গেল ভাগ্য। রাতারাতি সেলেব হয়ে গেলেন রানাঘাটের স্টেশনের রাণু। এরপরই মেজো মেয়ে সাথী রায় ফিরে আসে তাঁর কাছে। আমূল বদলে যায় রাণুর জীবন। তাঁকে নিয়ে যাওয়া হল বিউটি পার্লারে। চুল স্ট্রেট করা হল, কালো রঙ করা হল, পরানো হল দামি শাড়ি। এখানেই শেষ নয়, 'সারেগামা' কোম্পানি তাঁদের ক্যারাভা উপহার দিল রাণুকে।
advertisement
advertisement