Moushumi Chatterjee I Mahesh Bhatt: যখনই কেরিয়ার মধ্যগগনে তখনই অন্তঃসত্ত্বা হয়ে যাও, মৌসুমীর প্রতি বিরক্ত ছিলেন মহেশ

Last Updated:
Moushumi Chatterjee I Mahesh Bhatt: সুজিত সরকারের ‘পিকু’ ছবিতে অভিনয় করে ফের দর্শকদের মনজয় করেছিলেন মৌসুমী। কিন্তু তার পরেই মেয়ের মৃত্যু। এর পর থেকে তাঁকে আর তেমন ভাবে পর্দায় দেখা যায়নি।
1/9
বাংলা থেকে হিন্দি ইন্ডাস্ট্রি কাঁপিয়েছেন ৭০ দশক জুড়ে। কেবল সৌন্দর্যে নন, অভিনয় দক্ষতায় মুগ্ধ করেছেন কত শত মানুষকে। ৭৫ বছরের সেই বর্ষীয়ান বাঙালিনী মৌসুমী চট্টোপাধ্যায় সম্প্রতি নিজের পেশা জীবন নিয়ে বিস্ফোরক কথা বলেন।
বাংলা থেকে হিন্দি ইন্ডাস্ট্রি কাঁপিয়েছেন ৭০ দশক জুড়ে। কেবল সৌন্দর্যে নন, অভিনয় দক্ষতায় মুগ্ধ করেছেন কত শত মানুষকে। ৭৫ বছরের সেই বর্ষীয়ান বাঙালিনী মৌসুমী চট্টোপাধ্যায় সম্প্রতি নিজের পেশা জীবন নিয়ে বিস্ফোরক কথা বলেন।
advertisement
2/9
‘বালিকা বধূ’র নায়িকা জানান, তিনি যত বেশি কাজ করতে পারতেন, তা করেননি যৌবনে। কারণ পেশা জীবনের থেকে নিজের ব্যক্তিজীবন থেকে অনেক বেশি গুরুত্ব দিয়েছিলেন মৌসুমী।
‘বালিকা বধূ’র নায়িকা জানান, তিনি যত বেশি কাজ করতে পারতেন, তা করেননি যৌবনে। কারণ পেশা জীবনের থেকে নিজের ব্যক্তিজীবন থেকে অনেক বেশি গুরুত্ব দিয়েছিলেন মৌসুমী।
advertisement
3/9
অভিনেত্রী হিসেবে নিজের ১০০ শতাংশ দেননি বলেই দাবি তাঁর। আর এই কারণে পরিচালক-প্রযোজক মহেশ ভাটের কাছ থেকে কথাও শুনতে হয়েছিল তাঁকে।
অভিনেত্রী হিসেবে নিজের ১০০ শতাংশ দেননি বলেই দাবি তাঁর। আর এই কারণে পরিচালক-প্রযোজক মহেশ ভাটের কাছ থেকে কথাও শুনতে হয়েছিল তাঁকে।
advertisement
4/9
মহেশ তাঁকে বলেছিলেন, ‘‘তোমার কেরিয়ার যখনই মধ্যগগনে পৌঁছায়, তখনই শুনি তুমি অন্তঃসত্ত্বা।’’ কারণ তাঁঁর মনে হয়েছিল, মৌসুমীর পেশায় এই ঘটনাগুলি অন্তরায়।
মহেশ তাঁকে বলেছিলেন, ‘‘তোমার কেরিয়ার যখনই মধ্যগগনে পৌঁছায়, তখনই শুনি তুমি অন্তঃসত্ত্বা।’’ কারণ তাঁঁর মনে হয়েছিল, মৌসুমীর পেশায় এই ঘটনাগুলি অন্তরায়।
advertisement
5/9
কিন্তু মহেশকে সংশোধন করে মৌসুমী বলেছিলেন, ‘‘এই ঘটনাগুলিই আমার জীবনে রং নিয়ে আসে।’’ কেবল মহেশ নয়, অভিনেতা মনোজ কুমারও অত্যন্ত বিরক্ত হয়েছিলেন তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন জেনে।
কিন্তু মহেশকে সংশোধন করে মৌসুমী বলেছিলেন, ‘‘এই ঘটনাগুলিই আমার জীবনে রং নিয়ে আসে।’’ কেবল মহেশ নয়, অভিনেতা মনোজ কুমারও অত্যন্ত বিরক্ত হয়েছিলেন তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন জেনে।
advertisement
6/9
মৌসুমীর জানিয়েছেন, নায়িকারা অন্তঃসত্ত্বা হলে এক ধরনের চাপ আসে ইন্ডাস্ট্রির তরফে, কিন্তু তিনি সেই চাপ কোনও দিনই নিজের জীবনে প্রভাব ফেলতে দেননি। তাঁর মতে, যা পাওয়ার ছিল, তিনি তা পেয়েছেন। এর বেশি তিনি কিছুই চাননি।
মৌসুমীর জানিয়েছেন, নায়িকারা অন্তঃসত্ত্বা হলে এক ধরনের চাপ আসে ইন্ডাস্ট্রির তরফে, কিন্তু তিনি সেই চাপ কোনও দিনই নিজের জীবনে প্রভাব ফেলতে দেননি। তাঁর মতে, যা পাওয়ার ছিল, তিনি তা পেয়েছেন। এর বেশি তিনি কিছুই চাননি।
advertisement
7/9
মৌসুমী দুই কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন। পায়েল চট্টোপাধ্যায় ও মেঘা চট্টোপাধ্যায়। কিন্তু ২০১৯ সালে পায়েলের মৃত্যু হয়। ছোট থেকে ডায়াবেটিসে ভুগতেন তিনি। ২০১৭ সাল থেকে কোমায় ছিলেন।
মৌসুমী দুই কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন। পায়েল চট্টোপাধ্যায় ও মেঘা চট্টোপাধ্যায়। কিন্তু ২০১৯ সালে পায়েলের মৃত্যু হয়। ছোট থেকে ডায়াবেটিসে ভুগতেন তিনি। ২০১৭ সাল থেকে কোমায় ছিলেন।
advertisement
8/9
সুজিত সরকারের ‘পিকু’ ছবিতে দীপিকা পাড়ুকোনের মাসির চরিত্রে অভিনয় করে ফের দর্শকদের মনজয় করেছিলেন মৌসুমী। কিন্তু তার পরেই মেয়ের মৃত্যু। এর পর থেকে তাঁকে আর তেমন ভাবে পর্দায় দেখা যায়নি।
সুজিত সরকারের ‘পিকু’ ছবিতে দীপিকা পাড়ুকোনের মাসির চরিত্রে অভিনয় করে ফের দর্শকদের মনজয় করেছিলেন মৌসুমী। কিন্তু তার পরেই মেয়ের মৃত্যু। এর পর থেকে তাঁকে আর তেমন ভাবে পর্দায় দেখা যায়নি।
advertisement
9/9
হেমন্ত কুমারের ছেলে জয়ন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিয়ে হয়। মৌসুমীর তখন খুবই কম বয়স। অন্তঃসত্ত্বাও হন তাড়াতাড়িই। নিজের বৈবাহিক জীবনকেই তার পর থেকে বেশি গুরুত্ব দিয়েছেন মৌসুমী।
হেমন্ত কুমারের ছেলে জয়ন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিয়ে হয়। মৌসুমীর তখন খুবই কম বয়স। অন্তঃসত্ত্বাও হন তাড়াতাড়িই। নিজের বৈবাহিক জীবনকেই তার পর থেকে বেশি গুরুত্ব দিয়েছেন মৌসুমী।
advertisement
advertisement
advertisement