সে ছবির জন্য তিনি সেরা ডেবিউ অভিনেত্রীর পুরস্কারও পেয়েছিলেন। এর পর এক এক করে ছবির সুযোগ এসেছে তাঁর কাছে। হিন্দিতে 'বেফিকরে', 'ওয়ার', 'বেল বটম', 'চণ্ডীগড় করে আশিকী', 'শামসেরা'। দক্ষিণী ছবি 'আহা কল্যাণম'। হিন্দি ছবি 'ব্যান্ড বাজা বারাত'-এর রিমেক এই তামিল ছবিটি।