Vaani Kapoor-Ranbir Kapoor: বাণীর বুকে মাথা রেখে রণবীর, নায়িকার সঙ্গে হবু বাবার ফোটোশ্যুটে উত্তাল নেটপাড়া

Last Updated:
Vaani-Ranbir: কোথাও কেবল লাল একটি স্যুট, লাল প্যান্টে রণবীর এবং কালো নেটের পোশাকে বাণী। কোথাও রণবীরের পরনে কেবল সাদা গেঞ্জি, কালো প্যান্ট এবং বাণীর পরনে কালো শর্টস এবং রং বেরঙের টপ।
1/7
বাণী কপূর। মোহময়ী, সুন্দরী এই নায়িকা বারবার ভক্তদের মনে ঝড় তুলেছেন। তাঁর নাচ, তাঁর সোজগোজ, অভিনয়, সব মিলিয়ে তিনি এক এবং অদ্বিতীয়।
বাণী কপূর। মোহময়ী, সুন্দরী এই নায়িকা বারবার ভক্তদের মনে ঝড় তুলেছেন। তাঁর নাচ, তাঁর সোজগোজ, অভিনয়, সব মিলিয়ে তিনি এক এবং অদ্বিতীয়।
advertisement
2/7
বাণীর সঙ্গে একাধিক বার একাধিক নায়কের গুঞ্জন শোনা গিয়েছে। 'বেফিকরে'-তে অভিনয় করার সময়ে রণবীর সিংয়ের সঙ্গে তাঁর ঘন ঘন চুম্বনে নাকি নীরাপত্তাহীনতায় ভুগেছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। রীতেশ দেশমুখ নাকি একটি অনুষ্ঠানে এমন ভাবে বাণীর সঙ্গে গল্পে মত্ত হয়ে পড়েন, জেনেলিয়া ডি'সুজার মুখ গোমড়া হয়ে যায়।
বাণীর সঙ্গে একাধিক বার একাধিক নায়কের গুঞ্জন শোনা গিয়েছে। 'বেফিকরে'-তে অভিনয় করার সময়ে রণবীর সিংয়ের সঙ্গে তাঁর ঘন ঘন চুম্বনে নাকি নীরাপত্তাহীনতায় ভুগেছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। রীতেশ দেশমুখ নাকি একটি অনুষ্ঠানে এমন ভাবে বাণীর সঙ্গে গল্পে মত্ত হয়ে পড়েন, জেনেলিয়া ডি'সুজার মুখ গোমড়া হয়ে যায়।
advertisement
3/7
রীতেশ দেশমুখ নাকি একটি অনুষ্ঠানে এমন ভাবে বাণীর সঙ্গে গল্পে মত্ত হয়ে পড়েন, জেনেলিয়া ডি'সুজার মুখ গোমড়া হয়ে যায়।
রীতেশ দেশমুখ নাকি একটি অনুষ্ঠানে এমন ভাবে বাণীর সঙ্গে গল্পে মত্ত হয়ে পড়েন, জেনেলিয়া ডি'সুজার মুখ গোমড়া হয়ে যায়।
advertisement
4/7
সদ্য সোশ্যাল মিডিয়ায় এক নিমেষে ভাইরাল হয়েছে রণবীর কপূর এবং বাণীর ঘনিষ্ঠ কিছু ছবি। যা নিয়ে কথা চলছে চারদিকে। তাঁদের হট ছবি নিয়ে মাতামাতি শুরু হয়েছে।
সদ্য সোশ্যাল মিডিয়ায় এক নিমেষে ভাইরাল হয়েছে রণবীর কপূর এবং বাণীর ঘনিষ্ঠ কিছু ছবি। যা নিয়ে কথা চলছে চারদিকে। তাঁদের হট ছবি নিয়ে মাতামাতি শুরু হয়েছে।
advertisement
5/7
আগামী ২২ জুলাই বড় পর্দায় মুক্তি পাচ্ছে 'শামশেরা'। ছবিটি হিন্দি, তামিল ও তেলগু ভাষায় দেখা যাবে। সেই ছবিতেই অভিনয় করেছেন এই দুই তারকা। সম্প্রতি তারই ফোটোশ্যুট হয়েছে।
আগামী ২২ জুলাই বড় পর্দায় মুক্তি পাচ্ছে 'শামশেরা'। ছবিটি হিন্দি, তামিল ও তেলগু ভাষায় দেখা যাবে। সেই ছবিতেই অভিনয় করেছেন এই দুই তারকা। সম্প্রতি তারই ফোটোশ্যুট হয়েছে।
advertisement
6/7
ইনস্টাগ্রামে বাণী শেয়ার করেছেন সেই ছবিগুলি। ক্যাপশনে লিখেছেন, 'বাল্লি ও সোনা'। অর্থাৎ তাঁদের দু'জনের চরিত্রের নাম জানিয়েছেন নায়িকা।
ইনস্টাগ্রামে বাণী শেয়ার করেছেন সেই ছবিগুলি। ক্যাপশনে লিখেছেন, 'বাল্লি ও সোনা'। অর্থাৎ তাঁদের দু'জনের চরিত্রের নাম জানিয়েছেন নায়িকা।
advertisement
7/7
শামশেরা ছবির প্রচারে বাণী ও রণবীরের এমন ঘনিষ্ঠ ফটোশ্যুট নজর কাড়লেও অনেকে মস্করা করেছেন। রণবীরের পিছনে লাগতে সেখানে ভক্তরা অনেকেই লিখেছেন, 'দূরে সরে দাঁড়াও', 'আলিয়া আসছে কিন্তু'-- এমন নানা মন্তব্য। কোথাও কেবল লাল একটি স্যুট, লাল প্যান্টে রণবীর এবং কালো নেটের পোশাকে বাণী। কোথাও রণবীরের পরনে কেবল সাদা গেঞ্জি, কালো প্যান্ট এবং বাণীর পরনে কালো শর্টস এবং রং বেরঙের টপ।
শামশেরা ছবির প্রচারে বাণী ও রণবীরের এমন ঘনিষ্ঠ ফটোশ্যুট নজর কাড়লেও অনেকে মস্করা করেছেন। রণবীরের পিছনে লাগতে সেখানে ভক্তরা অনেকেই লিখেছেন, 'দূরে সরে দাঁড়াও', 'আলিয়া আসছে কিন্তু'-- এমন নানা মন্তব্য। কোথাও কেবল লাল একটি স্যুট, লাল প্যান্টে রণবীর এবং কালো নেটের পোশাকে বাণী। কোথাও রণবীরের পরনে কেবল সাদা গেঞ্জি, কালো প্যান্ট এবং বাণীর পরনে কালো শর্টস এবং রং বেরঙের টপ।
advertisement
advertisement
advertisement