Ushasie Chakraborty: দীর্ঘদিন বাইরে থাকার পর ‘বাড়ি’ ফিরলেন জুন আন্টি
Bangla Digital Desk
1/ 5
তিনি না থাকলে জমে না ‘শ্রীময়ী’ ধারাবাহিক ৷ বহুবার এ কথা বলেছেন দর্শকরা ৷ এ বার তাঁদের জন্য সুখবর দিলেন স্বয়ং জুন আন্টি ৷ জানালেন, তিনি ফিরছেন ‘শ্রীময়ী’ ধারাবাহিকে ৷ সামাজিক মাধ্যমে এ খবর দিলেন ঊষসী চক্রবর্তী নিজেই ৷ সঙ্গে পোস্ট করলেন ধারাবাহিকের সেট থেকে তাঁর একাধিক ছবি ৷
2/ 5
ঊষসী লিখেছেন, শ্রীময়ীতে ফিরে আসাটা তাঁর কাছে অনেকটা যেন দীর্ঘ দিন বাইরে থেকে বাড়ি ফেরার মতো ৷ মজা করে বলেছেন তাঁর ফিরে আসার খবরে দর্শক-সহ বাড়ির অন্যদের ত্রাহি মধুসূদন অবস্থা হবে ৷ তবে ধারাবাহিক অনুযায়ী মাসির সেই অবস্থা হবে না, সেকথাও বলেছেন ৷
3/ 5
বাকিদের ভয় লাগলেও তাঁর নিজের যে বেশ ভালই লাগছে, তাও জানিয়েছেন জুন আন্টি ৷ প্রসঙ্গত ‘শ্রীময়ী’ ধারাবাহিকে সাফল্যের অন্যতম চাবিকাঠি খলনায়িকা জুন তথা ঊষসীর অভিনয় ৷
4/ 5
পর্দার বাইরে সামাজিক মাধ্যমেও জুন আন্টি তথা ঊষসী খুব জনপ্রিয় ৷ নিজেকে নিয়ে তৈরি হাজারো মিম-ও শেয়ার করেন তিনি ৷ এমনকি, যে নেটিজেন তাঁকে নিয়ে এই মিম তৈরি করেছেন বা শেয়ার করেছেন, তাঁকে ধন্যবাদও জানান ৷
5/ 5
দীর্ঘ দিন টিআরপি তালিকায় প্রথম সারিতে জায়গা পেয়েছে ‘শ্রীময়ী’ ৷ এখন প্রথম পাঁচে না থাকলেও তার জায়গা প্রথম দশে থাকেই ৷ শোনা যাচ্ছে, টিআরপি ঊর্ধ্বমুখী করতেই চিত্রনাট্যে ফের জুন আন্টির আগমনে ৷
Ushasie Chakraborty: দীর্ঘদিন বাইরে থাকার পর ‘বাড়ি’ ফিরলেন জুন আন্টি
তিনি না থাকলে জমে না ‘শ্রীময়ী’ ধারাবাহিক ৷ বহুবার এ কথা বলেছেন দর্শকরা ৷ এ বার তাঁদের জন্য সুখবর দিলেন স্বয়ং জুন আন্টি ৷ জানালেন, তিনি ফিরছেন ‘শ্রীময়ী’ ধারাবাহিকে ৷ সামাজিক মাধ্যমে এ খবর দিলেন ঊষসী চক্রবর্তী নিজেই ৷ সঙ্গে পোস্ট করলেন ধারাবাহিকের সেট থেকে তাঁর একাধিক ছবি ৷
Ushasie Chakraborty: দীর্ঘদিন বাইরে থাকার পর ‘বাড়ি’ ফিরলেন জুন আন্টি
ঊষসী লিখেছেন, শ্রীময়ীতে ফিরে আসাটা তাঁর কাছে অনেকটা যেন দীর্ঘ দিন বাইরে থেকে বাড়ি ফেরার মতো ৷ মজা করে বলেছেন তাঁর ফিরে আসার খবরে দর্শক-সহ বাড়ির অন্যদের ত্রাহি মধুসূদন অবস্থা হবে ৷ তবে ধারাবাহিক অনুযায়ী মাসির সেই অবস্থা হবে না, সেকথাও বলেছেন ৷
Ushasie Chakraborty: দীর্ঘদিন বাইরে থাকার পর ‘বাড়ি’ ফিরলেন জুন আন্টি
বাকিদের ভয় লাগলেও তাঁর নিজের যে বেশ ভালই লাগছে, তাও জানিয়েছেন জুন আন্টি ৷ প্রসঙ্গত ‘শ্রীময়ী’ ধারাবাহিকে সাফল্যের অন্যতম চাবিকাঠি খলনায়িকা জুন তথা ঊষসীর অভিনয় ৷
Ushasie Chakraborty: দীর্ঘদিন বাইরে থাকার পর ‘বাড়ি’ ফিরলেন জুন আন্টি
পর্দার বাইরে সামাজিক মাধ্যমেও জুন আন্টি তথা ঊষসী খুব জনপ্রিয় ৷ নিজেকে নিয়ে তৈরি হাজারো মিম-ও শেয়ার করেন তিনি ৷ এমনকি, যে নেটিজেন তাঁকে নিয়ে এই মিম তৈরি করেছেন বা শেয়ার করেছেন, তাঁকে ধন্যবাদও জানান ৷
Ushasie Chakraborty: দীর্ঘদিন বাইরে থাকার পর ‘বাড়ি’ ফিরলেন জুন আন্টি
দীর্ঘ দিন টিআরপি তালিকায় প্রথম সারিতে জায়গা পেয়েছে ‘শ্রীময়ী’ ৷ এখন প্রথম পাঁচে না থাকলেও তার জায়গা প্রথম দশে থাকেই ৷ শোনা যাচ্ছে, টিআরপি ঊর্ধ্বমুখী করতেই চিত্রনাট্যে ফের জুন আন্টির আগমনে ৷