Urvashi Rautela: এক মিনিটে ১ কোটি, ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক নেন এই অভিনেত্রী!
- Published by:Sayani Rana
Last Updated:
১ মিনিটে ১ কোটি! এই অভিনেত্রীর পারিশ্রমিক আকাশছোঁয়া। বলিউডের এই অভিনেত্রীর বয়স ২৯ বছর। অভিনয় জীবন হোক কিংবা ব্যক্তিগত জীবন, অ্যাওয়ার্ড শোয়ে তাঁর লুক হোক বা প্রেমের গুঞ্জন সবসময়ই মডেল অভিনেত্রী থাকেন শিরোনামে।
১ মিনিটে ১ কোটি! এই অভিনেত্রীর পারিশ্রমিক আকাশছোঁয়া। বলিউডের এই অভিনেত্রীর বয়স ২৯ বছর। অভিনয় জীবন হোক কিংবা ব্যক্তিগত জীবন, অ্যাওয়ার্ড শোয়ে তাঁর লুক হোক বা প্রেমের গুঞ্জন সবসময়ই মডেল অভিনেত্রী থাকেন শিরোনামে। অভিনয়ের দিক থেকে তিনি তেমন ছাপ ফেলতে না পারলেও মডেলিং দক্ষতার কারণে অনেক শো-এর বিচারক হয়েছেন। তাঁর নাচেও মুগ্ধ হয়েছে সিনে প্রেমীরা, সে ছবি ফ্লপ হোক বা হিট। আর এখন শোনা যাচ্ছে, তাঁর পারিশ্রমিক নাকি এতটাই বেড়েছে যা তাবড় তাবড় অভিনেত্রীদের ছাপিয়ে যায়। বর্তমানে তিনি ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল অভিনেত্রী। (ছবি সৌজন্যে - ইনস্টাগ্রাম)
advertisement
আপনি কি বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে? এখানে উর্বশী রাউতেলার কথা বলা হচ্ছে। তাঁর পারিশ্রমিক এখন আকাশ ছোঁয়া। এর আগে জানা গিয়েছিল যে উর্বশী রাউতেলা দক্ষিণ ভারতের মেগাস্টার চিরঞ্জীবী অভিনীত 'ভালতেয়ার ভিরাইয়া'-তে একটি আইটেম নম্বরের জন্য ২ কোটি টাকা চার্জ করেছিলেন। ছবিটি চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পেয়েছিল। শুধু তাই নয় বক্স অফিসেও ব্যবসায়িক ভাবে সফল হয়েছিল। তবে এখানেই থেমে নেই তিনি। তাঁর পরবর্তী ছবির জন্যও মোটা অঙ্কের টাকা চেয়েছেন উর্বশী। (ছবি সৌজন্যে - ইনস্টাগ্রাম)
advertisement
আবারও উর্বশীকে দক্ষিণী ছবি 'দ্য ওয়ারিয়র'-এ দেখা যাবে। তাঁকে বয়াপতি শ্রীনু-রামা পোথিনেনির আসন্ন ছবিতে আরও একটি ডান্স নম্বরে দেখতে পাওয়া যাবে। নির্মাতারা ইতিমধ্যেই ছবিটির ফার্স্ট লুক এবং মুক্তির তারিখ প্রকাশ করেছেন। পোস্টারে রাম পোথিনেনিকে কালো পোশাকে একটি মহিষকে টানতে দেখা গিয়েছে। চলতি বছরের ২০ অক্টোবর মুক্তি পাবে ছবিটি। (ছবি সৌজন্যে - ইনস্টাগ্রাম)
advertisement
সম্প্রতি একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, উর্বশী একটি ছবিতে তিন মিনিট কাজের জন্য ৩ কোটি টাকা দাবি করেছেন। তার মানে হল প্রতি মিনিটের জন্য ১ কোটি। যা তাঁকে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী বানিয়ে দেবে। কারণ কোনও অভিনেত্রী এখনও পর্যন্ত এত পারিশ্রমিক চাননি এই সময়ের জন্য। মাত্র এক মিনিট পারফরম্যান্সের জন্য ১ কোটি টাকা নিচ্ছেন তিনি। (ছবি সৌজন্যে - ইনস্টাগ্রাম)
advertisement
advertisement
advertisement