Urmila Matondkar Divorce: ফের বলিউডে ভাঙছে বিয়ে! আট বছরের দাম্পত্যে ইতি! বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতে ঊর্মিলা মাতন্ডকর
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
Urmila Matondkar Divorce: দীর্ঘ আট বছরের বৈবাহিক সম্পর্ক অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকরের। স্বামী মহসিন আখতার মীরের সঙ্গে বয়সে বছর দশেকের ফারাক সত্ত্বেও সুখেই কাটছিল সংসার। কিন্তু এবার সেই সুখী দাম্পত্যেই ধরল চিড়!
advertisement
advertisement
নাম প্রকাশে অনিচ্ছুক আদালতের একটি সূত্রের দাবি, “সব দিক বিবেচনা করে মহসিনের সঙ্গে দাম্পত্যে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন ঊর্মিলা। ইতিমধ্যেই বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। যদিও তাঁদের পথ আলাদা হওয়ার কারণ স্পষ্ট নয়। তবে এই বিচ্ছেদ যে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে হচ্ছে না, সেটা স্পষ্ট।”
advertisement
advertisement
advertisement
advertisement