উর্মিলার স্বামী কাশ্মীরি মডেল ও ব্যবসায়ী ৷ নাম মোহসিন আখতর মির ৷ স্বামীর পরিচয় নিয়েই বারবার কটাক্ষের মুখের পড়তে হচ্ছে উর্মিলাকে৷ এমনকী উইকিপিডায়ায় উর্মিলার নাম বদলে কেউ বা কারা করে দিয়েছে মারিয়াম আখতার মির, বলা হয়েছে মোহসিনের সঙ্গে নিকাহ-র পর বদলেছে তাঁর নাম৷ উর্মিলার ধর্মও পাল্টে মুসলিম করে দেওয়া হয়েছে৷