

রাজনীতিতে পা দিয়ে ব্যাপক ট্রোলের মুখে পড়লেন নায়িকা৷ রূপোলি জগতের তারকাদের নিয়ে অনেক সময়ই মুখরোচক খবর করা হয়৷ সেই ট্রেডিশন বজায় থাকল রাজনীতিতে আসার পরও৷ উল্ডে আরও বাড়াল সমালোচনা৷ দুর্বৃত্তদের হাতে পাল্টে গেল তাঁর নাম সঙ্গে ধর্মও৷


লোকসভা নির্বাচনে মুম্বই উত্তর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী উর্মিলা মাতন্ডকর৷ জোরদার চলছে তাঁর প্রচার৷ আর এরমধ্যেই তাঁর পরিবার ও পরিচয় নিয়ে নানা তির্যক মন্তব্যের মুখে পড়তে হয়েছে তাঁকে৷ বিষয়টা এতদূর অবধি গড়িয়েছে যে উইকিপিডায়ায় উর্মিলার নাম বদলে দিয়েছে দুষ্কৃতীরা!


উর্মিলার স্বামী কাশ্মীরি মডেল ও ব্যবসায়ী ৷ নাম মোহসিন আখতর মির ৷ স্বামীর পরিচয় নিয়েই বারবার কটাক্ষের মুখের পড়তে হচ্ছে উর্মিলাকে৷ এমনকী উইকিপিডায়ায় উর্মিলার নাম বদলে কেউ বা কারা করে দিয়েছে মারিয়াম আখতার মির, বলা হয়েছে মোহসিনের সঙ্গে নিকাহ-র পর বদলেছে তাঁর নাম৷ উর্মিলার ধর্মও পাল্টে মুসলিম করে দেওয়া হয়েছে৷


[caption id="attachment_292703" align="alignnone" width="875"] এতে ভীষণ ভাবে চটেছেন উর্মিলার পরিবার৷ মহৎ উদ্দেশ্যেই নায়িকা রাজনীতিতে যোগ দিয়েছেন৷ দাবি পরিবারের৷ কেন তাঁর প্রতি এধরণের বিদ্বেষ ছড়াচ্ছেন বিরোধীরা প্রশ্ন তুলেছে উর্মিলার পরিবার৷ [/caption]


কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে উর্মিলার জনপ্রিয়তায় ভয় পেয়েছে বিজেপি৷ যেকারণে এই সব অপপ্রচার চালাচ্ছে তারা৷