উর্ফির এসব পোশাকের পিছনে কার হাত? কার হাত ধরে এতটা জনপ্রিয় ইনস্টা কুইন?

Last Updated:
এসব পোশাক কি নিজেই তৈরি করেন উর্ফি? এই প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খায়৷
1/6
উর্ফির পোশাক তাকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শীর্ষে৷ একের পর এক অদ্ভূত পোশাকে তিনি নজর কেড়েছেন৷ অনেক বলি তারকার থেকেও তিনি এখন মারাত্মক প্রচারে রয়েছেন৷ এহেন পোশাক তিনি নিজেই তৈরি করেন না৷ রয়েছে তাঁর গুরু বা শিক্ষক৷ যার হাত ধরেই নিত্য নতুন পোশাকে তিনি আসেন ভক্তদের সামনে৷ আজ শিক্ষক দিবসে দেখে নেওয়া যাক উর্ফির ড্রেস ডিজাইনারকে৷
উর্ফির পোশাক তাকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শীর্ষে৷ একের পর এক অদ্ভূত পোশাকে তিনি নজর কেড়েছেন৷ অনেক বলি তারকার থেকেও তিনি এখন মারাত্মক প্রচারে রয়েছেন৷ এহেন পোশাক তিনি নিজেই তৈরি করেন না৷ রয়েছে তাঁর গুরু বা শিক্ষক৷ যার হাত ধরেই নিত্য নতুন পোশাকে তিনি আসেন ভক্তদের সামনে৷ আজ শিক্ষক দিবসে দেখে নেওয়া যাক উর্ফির ড্রেস ডিজাইনারকে৷
advertisement
2/6
বিগ বস ওটিটি থেকে নিজের পরিচিতি বাড়িয়েছেন নায়িকা৷ যদিও সেভাবে অভিনয় জগতে তাঁকে দেখতে পাওয়া যায়নি৷ বিগ বসের ঘরে বেশি দিন টিকতে পারেননি উরফি৷ তারপর থেকে তাঁকে আর কোনও শোতেও দেখতে পাওয়া যায়নি৷
বিগ বস ওটিটি থেকে নিজের পরিচিতি বাড়িয়েছেন নায়িকা৷ যদিও সেভাবে অভিনয় জগতে তাঁকে দেখতে পাওয়া যায়নি৷ বিগ বসের ঘরে বেশি দিন টিকতে পারেননি উরফি৷ তারপর থেকে তাঁকে আর কোনও শোতেও দেখতে পাওয়া যায়নি৷
advertisement
3/6
নিজের অদ্ভূতুরে জামা-কাপড়ের জন্য নজর কেড়েছেন Urfi Javed৷ তাঁর ফ্যাশন নিয়ে তো কথা বলার নেই৷ কখন যে কী পরছেন তা বুঝে ওঠা দায়৷ কখনও পরছেন প্লাস্টিকের পোশাক তো কখনও কাঁচের পোশাক! তাঁকে নিয়ে আলোচনা বিস্তর৷ আর এই সব পোশাক পরে বিতর্ক তৈরি করে তিনি বাড়িয়ে ফলছেন তাঁর ভক্তের সংখ্যা৷ হু হু করে বেড়ে যাচ্ছে ইনস্টাগ্রামের তাঁর ফলোয়ার৷
নিজের অদ্ভূতুরে জামা-কাপড়ের জন্য নজর কেড়েছেন Urfi Javed৷ তাঁর ফ্যাশন নিয়ে তো কথা বলার নেই৷ কখন যে কী পরছেন তা বুঝে ওঠা দায়৷ কখনও পরছেন প্লাস্টিকের পোশাক তো কখনও কাঁচের পোশাক! তাঁকে নিয়ে আলোচনা বিস্তর৷ আর এই সব পোশাক পরে বিতর্ক তৈরি করে তিনি বাড়িয়ে ফলছেন তাঁর ভক্তের সংখ্যা৷ হু হু করে বেড়ে যাচ্ছে ইনস্টাগ্রামের তাঁর ফলোয়ার৷
advertisement
4/6
উর্ফির এসব পোশাকের পিছনে কার হাত? বহুদিন ধরেই তিনি জল্পনা তৈরি করেছেন৷ যারা তাঁরে সোশ্যাল মিডিয়ায় ফোলো করেন না করেন না, সকলেই এককথায় উর্ফিকে চেনেন৷ এবং তাঁর পোশাকের সঙ্গে পরিচিত৷ এসব পোশাক কি নিজেই তৈরি করেন উর্ফি? এই প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খায়৷
উর্ফির এসব পোশাকের পিছনে কার হাত? বহুদিন ধরেই তিনি জল্পনা তৈরি করেছেন৷ যারা তাঁরে সোশ্যাল মিডিয়ায় ফোলো করেন না করেন না, সকলেই এককথায় উর্ফিকে চেনেন৷ এবং তাঁর পোশাকের সঙ্গে পরিচিত৷ এসব পোশাক কি নিজেই তৈরি করেন উর্ফি? এই প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খায়৷
advertisement
5/6
উর্ফির এক বন্ধুই উর্ফির ড্রেস ডিজাইন করেন৷ যার নাম শ্বেতা শ্রীবাস্তব৷ যার সঙ্গে উর্ফির পরিচয় ১৫ বছরেরও বেশি সময়৷ তাই পোশাকের ক্ষেত্রে শ্বেতার কাছেই হাতেখড়ি৷ বহুদিন ধরেই একজন পোশাক ডিজাইনারের খোঁজ করছিলেন উর্ফি৷ তখনই তাঁর মাথায় আসে শ্বেতার কথা৷ তারপর থেকে আবার দু’জনে একসঙ্গে পথ চলা শুরু করেছেন৷ আর তাতেই কেল্লাফতে৷ একেবারে টিআরপির পারদ চড়েছে৷
উর্ফির এক বন্ধুই উর্ফির ড্রেস ডিজাইন করেন৷ যার নাম শ্বেতা শ্রীবাস্তব৷ যার সঙ্গে উর্ফির পরিচয় ১৫ বছরেরও বেশি সময়৷ তাই পোশাকের ক্ষেত্রে শ্বেতার কাছেই হাতেখড়ি৷ বহুদিন ধরেই একজন পোশাক ডিজাইনারের খোঁজ করছিলেন উর্ফি৷ তখনই তাঁর মাথায় আসে শ্বেতার কথা৷ তারপর থেকে আবার দু’জনে একসঙ্গে পথ চলা শুরু করেছেন৷ আর তাতেই কেল্লাফতে৷ একেবারে টিআরপির পারদ চড়েছে৷
advertisement
6/6
চন্দ্র নন্দিনী, বড়ে ভাইয়া কি দুলহানিয়া, সাত ফেরে কি হেরা ফেরি, ইয়ে রিস্তা কয়া কেহলাতা হেয়, কসউটি জিন্দেগি কে ২- সিরিয়ালে দেখা গিয়েছিল তাঁকে৷ তারপর তিনি বিগ বসের ঘরে আসেন৷
চন্দ্র নন্দিনী, বড়ে ভাইয়া কি দুলহানিয়া, সাত ফেরে কি হেরা ফেরি, ইয়ে রিস্তা কয়া কেহলাতা হেয়, কসউটি জিন্দেগি কে ২- সিরিয়ালে দেখা গিয়েছিল তাঁকে৷ তারপর তিনি বিগ বসের ঘরে আসেন৷
advertisement
advertisement
advertisement