Casting Couch: 'আমি বিক্রির জন্য নই...', ২ লক্ষ টাকায় কিনে, বিয়ে করতে চেয়েছিলেন কাকা! ব্লকবাস্টার হিট সিনেমায় কাঁপিয়ে অভিনয়, অভিনেত্রীকে চিনতে পারছেন?
- Published by:Shubhagata Dey
Last Updated:
Casting Couch Bollywood Gossip: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। টেলিভিশনে বেশি কাজ করলেও অনেক ছবিতে ছোট ছোট চরিত্রেও দেখা গিয়েছে। ঐশ্বরিয়া রাইয়ের ব্লকবাস্টার ছবিতেও কাজ করেছেন। সম্প্রতি, তিনি কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন এক সময়ে, তা সামনে এনেছেন।
*অভিনয় জগতে খল চরিত্রে অভিনয় করে নিজের জায়গা করে নিয়েছিলেন খ্যাতিমান অভিনেত্রী জয়া ভট্টাচার্য। নিজের কাজের ভিত্তিতেই নিজের জায়গা করে নিয়েছেন। তাকে বেশিরভাগই নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছে। কিন্তু নেতিবাচক হওয়াটা তার জন্য খুব কঠিন ছিল। এমন চরিত্রের কারণে ৭ বছর বেকার থাকতে হয়েছে অভিনেত্রীকে।
advertisement
advertisement
*সম্প্রতি সিদ্ধার্থ কান্নানকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া ভট্টাচার্য জানান, মাত্র ১৭-১৮ বছর বয়সে তাঁর এক কাকা তাঁর বাড়িতে আসতেন। পরে জানতে পারেন তিনি খুবই খারাপ চরিত্রের মানুষ। সে জয়াকে প্রস্তাব দিয়েছিল 'তুমি আমার সঙ্গে মুম্বই এস, আমি তোমাকে মাধুরী দীক্ষিত বানিয়ে দেব।' কিন্তু আমি তখন তাকে জানিয়েছিলাম, আমি বিক্রির জন্য নই।'
advertisement
*জয়া আরও জানান, ৭ বছর ধরে কোনও কমিটমেন্ট ছাড়াই 'কিউকি সাস ভি কভি বহু থি'-তে কাজ করেছেন। ওই শো-এ আমিই ছিলাম সবচেয়ে কম পারিশ্রমিকের অভিনেত্রী। এপিসোড পিছু প্রত্যেকের পারিশ্রমিক যেখানে ২০০০ টাকা বাড়ানো হয়েছিল, সেখানে আমার বাড়ানো হয়েছিল মাত্র ১০০০ টাকা। তবু ভেবেছিলাম জিজ্ঞেস করব না। কিন্তু সেই সেটে আমি সম্মান পাইনি। কিন্তু আমার কমিটমেন্টের কারণে আমি আমার কাজ শেষ করেছি। এমনকি এই অনুষ্ঠান থেকে আমি কোনও পুরস্কারও পাইনি।
advertisement