Tunisha Sharma Suicide: ক্যাটরিনা-বিদ্যা বলনের সঙ্গে অভিনয়! মাত্র ২০ বছরেই আকাশছোঁয়া সাফল্য, তবুও আত্মহত্যা! বারেবারে সন্দেহ বাঁধছে দানা

Last Updated:
Tunisha Sharma Suicide: একাধিক ছবি ও ধারাবাহিকে অভিনয়কে মাত্র ২০ বছরেই জনপ্রিয় তুনিশা শর্মা
1/8
মোটে কুড়িটি বসন্ত দেখেছেন অর্থাৎ বয়স কুড়ি বছর তুনিশা শর্মার ৷ তিনি কেন আত্মহত্যা করলেন এই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷ ফাইল ছবি ৷
মোটে কুড়িটি বসন্ত দেখেছেন অর্থাৎ বয়স কুড়ি বছর তুনিশা শর্মার ৷ তিনি কেন আত্মহত্যা করলেন এই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷ ফাইল ছবি ৷
advertisement
2/8
আলিবাবা, দাস্তানে কাবুলের কেন্দ্রীয় চরিত্রে দেখতে পাওয়া গিয়েছে তুনিশা শর্মাকে ৷ তুনিশার জীবনে এমন কী হয়েছিল যে এই পদক্ষেপ নিতে হল তাঁকে ৷ ফাইল ছবি ৷
আলিবাবা, দাস্তানে কাবুলের কেন্দ্রীয় চরিত্রে দেখতে পাওয়া গিয়েছে তুনিশা শর্মাকে ৷ তুনিশার জীবনে এমন কী হয়েছিল যে এই পদক্ষেপ নিতে হল তাঁকে ৷ ফাইল ছবি ৷
advertisement
3/8
জানতে পারা গিয়েছে শ্যুটিং করছিলেন সেই সময়ে সেটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তুনিশা শর্মা ৷ ফাইল ছবি ৷
জানতে পারা গিয়েছে শ্যুটিং করছিলেন সেই সময়ে সেটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তুনিশা শর্মা ৷ ফাইল ছবি ৷
advertisement
4/8
সবার চোখে যখনই ঘটনাটি পড়ে দ্রুততার সঙ্গে হাসপাতালে নিয়ে গেলেও ফিরিয়ে আনা গেলনা তুনিশা শর্মাকে ৷ ফাইল ছবি ৷
সবার চোখে যখনই ঘটনাটি পড়ে দ্রুততার সঙ্গে হাসপাতালে নিয়ে গেলেও ফিরিয়ে আনা গেলনা তুনিশা শর্মাকে ৷ ফাইল ছবি ৷
advertisement
5/8
আলি বাবার আগে বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন তুনিশা ৷ চক্রবর্তী অশোক সম্রাট, গব্বর পুঁছওয়ালা, মহারাণা প্রতাপ, ইন্টারনেটওয়ালা লভ অউর ইশক,  সুভান আল্লাহ, এই শো-তে কাজ করে এক আলাদা পরিচয় পেয়েছিলেন তিনি ফাইল ছবি ৷
আলি বাবার আগে বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন তুনিশা ৷ চক্রবর্তী অশোক সম্রাট, গব্বর পুঁছওয়ালা, মহারাণা প্রতাপ, ইন্টারনেটওয়ালা লভ অউর ইশক, সুভান আল্লাহ, এই শো-তে কাজ করে এক আলাদা পরিচয় পেয়েছিলেন তিনি ফাইল ছবি ৷
advertisement
6/8
শুধুই ছোটপর্দাই নয়, ছায়াছবিতেও অভিনয় করেছেন কাহানি ২-এ বিদ্যা বলনের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তুনিশা শর্মা ৷ ফাইল ছবি ৷
শুধুই ছোটপর্দাই নয়, ছায়াছবিতেও অভিনয় করেছেন কাহানি ২-এ বিদ্যা বলনের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তুনিশা শর্মা ৷ ফাইল ছবি ৷
advertisement
7/8
ফিতুরে ক্যাটরিনা কাইফের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন তুনিশা ৷ মাত্র কুড়ি বছরেই অত্যন্ত জনপ্রিয় তুনিশা ৷ ফাইল ছবি ৷
ফিতুরে ক্যাটরিনা কাইফের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন তুনিশা ৷ মাত্র কুড়ি বছরেই অত্যন্ত জনপ্রিয় তুনিশা ৷ ফাইল ছবি ৷
advertisement
8/8
আলিবাবা, দাস্তানে কাবুলে মরিয়মের চরিত্রে অভিনয় করে অত্যন্ত জনপ্রিয় হয়েছিলেন তুনিসা শর্মা ৷ এই বয়সে এত সাফল্য পেয়েও জীবনের কাছে হেরে যাওয়া মোটেই অঙ্কটা দুইয়ে দুইয়ে চার হচ্ছেনা ৷ এত বড় পদক্ষেপের অন্তরালে কি অন্য কোনও গন্ধ লুকিয়ে আছে? ফাইল ছবি ৷
আলিবাবা, দাস্তানে কাবুলে মরিয়মের চরিত্রে অভিনয় করে অত্যন্ত জনপ্রিয় হয়েছিলেন তুনিসা শর্মা ৷ এই বয়সে এত সাফল্য পেয়েও জীবনের কাছে হেরে যাওয়া মোটেই অঙ্কটা দুইয়ে দুইয়ে চার হচ্ছেনা ৷ এত বড় পদক্ষেপের অন্তরালে কি অন্য কোনও গন্ধ লুকিয়ে আছে? ফাইল ছবি ৷
advertisement
advertisement
advertisement