মেয়ে সারার সঙ্গে যিশু সেনগুপ্ত।
অনস্ক্রিনেও তারা বাবা-মেয়ে। সারা-কে দেখা যাবে 'উমা'র চরিত্রে। প্রাণঘাতি রোগে ভুগছে উমা। তার শেষ ইচ্ছে, দুর্গা পুজো দেখে। কিন্তু জীবন তাকে অতটা সময় দেয়নি। ক্রমে মৃত্যুর কোলে ঢলে পড়ছে সে । এদিকে মেয়ের স্বপ্ন পূরণ করতে প্রাণপন চেষ্টা করে চলেছে তার অসহায় বাবা হিমাদ্রী (যিশু সেনগুপ্ত)। কিন্তু শেষ পর্যন্ত কী সফল হবে হিমাদ্রী?
Photo Courtesy:SVF