মাল্টিস্টারার বলতে যা বোঝায় এই ছবি এক্কেবারে তাই। ঝকঝকে জনপ্রিয় মুখ নিয়ে আদ্যোপান্ত পারিবারিক গল্প দর্শকদের উপহার দিতে চলেছেন রাজর্ষি দে। সম্প্রতি কলকাতায় ছিল ছবির ট্রেলার লঞ্চ । যেহেতু মাল্টিস্টারার ছবি সেই কারণেই ট্রেলার লঞ্চেও যেন চাঁদের হাট ।ছবির শিল্পী এবং কলাকুশলী ছাড়াও হাজির ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।