Abar Kangchenjunga : চৈত্রের তীব্র গরমে আসছে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’র হিমেল বাতাস, ট্রেলারমুক্তিতে দেখুন তারকাদের

Last Updated:
অনেকগুলো বাধা অতিক্রম করে শেষমেষ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'আবার কাঞ্চনজঙ্ঘা'।(Abar Kangchenjunga)
1/8
লকডাউনের আগে থেকেই পরিচালক রাজর্ষি দে-এর 'আবার কাঞ্চনজঙ্ঘা' ছবির পরিকল্পনা পর্ব চলেছে । গত বছর বহু চেষ্টা করেও ছবির মুক্তি করানো সম্ভব হয়নি পরিচালক-প্রযোজকের পক্ষে। অনেকগুলো বাধা অতিক্রম করে শেষমেষ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'আবার কাঞ্চনজঙ্ঘা'।(Abar Kangchenjunga)
লকডাউনের আগে থেকেই পরিচালক রাজর্ষি দে-এর 'আবার কাঞ্চনজঙ্ঘা' ছবির পরিকল্পনা পর্ব চলেছে । গত বছর বহু চেষ্টা করেও ছবির মুক্তি করানো সম্ভব হয়নি পরিচালক-প্রযোজকের পক্ষে। অনেকগুলো বাধা অতিক্রম করে শেষমেষ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'আবার কাঞ্চনজঙ্ঘা'।(Abar Kangchenjunga)
advertisement
2/8
মাল্টিস্টারার বলতে যা বোঝায় এই ছবি এক্কেবারে তাই। ঝকঝকে জনপ্রিয় মুখ নিয়ে আদ্যোপান্ত পারিবারিক গল্প দর্শকদের উপহার দিতে চলেছেন রাজর্ষি দে। সম্প্রতি কলকাতায় ছিল ছবির ট্রেলার লঞ্চ । যেহেতু মাল্টিস্টারার ছবি সেই কারণেই ট্রেলার লঞ্চেও যেন চাঁদের হাট ।ছবির শিল্পী এবং কলাকুশলী ছাড়াও হাজির ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
মাল্টিস্টারার বলতে যা বোঝায় এই ছবি এক্কেবারে তাই। ঝকঝকে জনপ্রিয় মুখ নিয়ে আদ্যোপান্ত পারিবারিক গল্প দর্শকদের উপহার দিতে চলেছেন রাজর্ষি দে। সম্প্রতি কলকাতায় ছিল ছবির ট্রেলার লঞ্চ । যেহেতু মাল্টিস্টারার ছবি সেই কারণেই ট্রেলার লঞ্চেও যেন চাঁদের হাট ।ছবির শিল্পী এবং কলাকুশলী ছাড়াও হাজির ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
advertisement
3/8
ছবির ট্রেলার মুক্তির পর পরিচালক রাজর্ষি দে জানান "অনেক স্বপ্ন নিয়েই ছবি তৈরি ।এই রকম গল্প বাংলা সিনেমায় আগে কখনও দেখা যায়নি। মাল্টিস্টারার বলতে যা বোঝায় ঠিক তাই ।এতজন শিল্পীকে নিয়ে কাজ বোধহয় এই প্রথম। তবে ট্রেলার দেখে সকলেই উচ্ছ্বসিত। সবার চোখে জল, হাততালি।’’
ছবির ট্রেলার মুক্তির পর পরিচালক রাজর্ষি দে জানান "অনেক স্বপ্ন নিয়েই ছবি তৈরি ।এই রকম গল্প বাংলা সিনেমায় আগে কখনও দেখা যায়নি। মাল্টিস্টারার বলতে যা বোঝায় ঠিক তাই ।এতজন শিল্পীকে নিয়ে কাজ বোধহয় এই প্রথম। তবে ট্রেলার দেখে সকলেই উচ্ছ্বসিত। সবার চোখে জল, হাততালি।’’
advertisement
4/8
তাঁর আরও সংযোজন, ‘‘আশা করছি একইরকম ফিডব্যাক ছবি মুক্তির পরেও পাব ।এখন সবে ট্রেলার লঞ্চ হয়েছে ।দর্শকদের মধ্যে ট্রেলার নিয়ে যথেষ্ট উত্তেজনা রয়েছে । ম্যাজিক এবং মিরাকেল বলতে যা বোঝায় এই ছবির গল্পে এই দুটো জিনিসই দেখা যাবে।"
তাঁর আরও সংযোজন, ‘‘আশা করছি একইরকম ফিডব্যাক ছবি মুক্তির পরেও পাব ।এখন সবে ট্রেলার লঞ্চ হয়েছে ।দর্শকদের মধ্যে ট্রেলার নিয়ে যথেষ্ট উত্তেজনা রয়েছে । ম্যাজিক এবং মিরাকেল বলতে যা বোঝায় এই ছবির গল্পে এই দুটো জিনিসই দেখা যাবে।"
advertisement
5/8
বড় ও ছোট পর্দার জনপ্রিয় শিল্পীদেরই প্রধান চরিত্রে দেখা যাবে 'আবার কাঞ্চনজঙ্ঘা'- এ। ছবিতে কাজ করেছেন কৌশিক সেন ,শাশ্বত চট্টোপাধ্যায় ,দেবলীনা কুমার ,দেবশ্রী গঙ্গোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তীর মতো কুশীলব৷
বড় ও ছোট পর্দার জনপ্রিয় শিল্পীদেরই প্রধান চরিত্রে দেখা যাবে 'আবার কাঞ্চনজঙ্ঘা'- এ। ছবিতে কাজ করেছেন কৌশিক সেন ,শাশ্বত চট্টোপাধ্যায় ,দেবলীনা কুমার ,দেবশ্রী গঙ্গোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তীর মতো কুশীলব৷
advertisement
6/8
দেখা যাবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ,গৌরব চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, অর্পিতা চট্টোপাধ্যায়-সহ এক ঝাঁক তারকাকে ।
দেখা যাবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ,গৌরব চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, অর্পিতা চট্টোপাধ্যায়-সহ এক ঝাঁক তারকাকে ।
advertisement
7/8
সবথেকে ইন্টারেস্টিং বিষয় ,এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে গায়ক রূপঙ্কর বাগচীকে।
সবথেকে ইন্টারেস্টিং বিষয় ,এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে গায়ক রূপঙ্কর বাগচীকে।
advertisement
8/8
এই বছরের পয়লা এপ্রিল মুক্তি পাবে 'আবার কাঞ্চনজঙ্ঘা'।
এই বছরের পয়লা এপ্রিল মুক্তি পাবে 'আবার কাঞ্চনজঙ্ঘা'।
advertisement
advertisement
advertisement