

একাধারে তিনি ছিলেন কবি,অভিনেতা,শিল্পী, আবৃত্তিকার, পরিচালক......বলে শেষ করা যায়না। বাঙালির গর্ব, বাঙালির আইকন সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিকের ট্রেলার লঞ্চ হয়ে গেল শহরে। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবির নাম অভিযান।


নানা রং, নানা বৈচিত্র, ভাঙা গড়া, ওঠা পড়া। এমন এক ব্যক্তির জার্নি সেলুলয়েডে তুলে ধরা যে খুব সহজ নয়, তা ছবির রিসার্চ করতে গিয়ে ভালই বুঝেছিলেন পরমব্রত। তবুও এই মানুষটাই যেন কিভাবে খুব অল্প সময়ের মধ্যে ভীষণ নিজের হয়ে উঠেছিলেন পরিচালকের কাছে। দু'জনে একই ছবিতে কাজ করার সুবাদে অনেকটা সময় একসঙ্গে কাটান সৌমিত্র- পরমব্রত। নানা আলোচনায় দুজনেই বুঝেছিলেন তাঁদের মতেরর মিল অনেক । বন্ধুত্ব বাড়তে থাকে, আর তার মাঝেই সৌমিত্র বাবুর অনুমতি নিয়ে শুরু হয়ে যায় ছবি বানানোর পরিকল্পনা।


ছবির অনেকটা শ্যুটিং হয়ে গেলেও লকডাউনের কারণে ছবির বেশ অনেকটাই বাকি ছিল। সেটাও কাজ শুরু হওয়ার পরেই শ্যুট করে নিয়েছিলেন সৌমিত্র বাবু। 'অভিযান'এ সৌমিত্র বাবুর কম বয়সের রোলে দেখা যাবে যিশু সেনগুপ্তকে। তাঁর জীবনের গুরুত্ত্বপূর্ণ ঘটনাগুলি যা খানিকটা জানা আবার অনেকটা না জানা সুন্দরভাবে এই ছবিতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন পরিচালক।


ট্রেলার দেখে অন্তত সেই ধারণাই হয়।এই ছবিতে রিয়েল লাইফ চরিত্রগুলিকে সঠিক সিলেকশনে যেন আরও বেশি রিয়েল করে তুলেছেন পরম। ছবিতে পাওলি দাম রয়েছেন সুচিত্রা সেনের চরিত্রে, রুদ্রনীল ঘোষ রবি ঘোষের চরিত্রে, পদ্মনাভ দাসগুপ্ত রয়েছেন অনুপ কুমারের চরিত্রে, তুহিনা দাস রয়েছেন ওয়াহিদা রহমানের চরিত্রে, দুলাল লাহিড়ীকে দেখা যাবে ছবি বিশ্বাসের চরিত্রে, পরিচালক কিউ রয়েছেন সত্যজিৎ রায়ের চরিত্রে, দেবশঙ্কর হালদার, শিশির ভাদুড়ির চরিত্রে, অনিন্দিতা বসু অপর্ণা সেনের চরিত্রে,ত্রিধা চৌধুরী শর্মিলা ঠাকুরের চরিত্রে, বাসবদত্তাকে দেখা যাবে সৌমিত্র বাবুর স্ত্রী দীপা চট্টোপাধ্যায়ের চরিত্রে এবং সোহিনী সেনগুপ্তকে দেখা যাবে তাঁর কন্যা পৌলোমী বসুর চরিত্রে।