Guess the Celebrity: বিবাহিত পুরুষের সঙ্গে গদগদ প্রেম, ৩ সন্তানের বাবাকে বিয়ে, এক ভুলেই চরম 'সর্বনাশ'! মা হতেও পারেননি এই নায়িকা, কে তিনি?

Last Updated:
Guess the Celebrity: বলিউড ইন্ডাস্ট্রিতে একাধিক তারকা রয়েছেন, যাদের জীবনটা পুরো চিত্রনাট্যের মতো৷ অভিনয়ে সকলকে মুগ্ধ করলেও বাস্তব জীবনে সুখ পাননি তিনি৷ জীবনের এক চরম ভুলেই সর্বনাশ হয়েছিল এই বলিউড নায়িকার৷
1/8
বলিউড ইন্ডাস্ট্রিতে একাধিক তারকা রয়েছেন, যাদের জীবনটা পুরো চিত্রনাট্যের মতো৷ অভিনয়ে সকলকে মুগ্ধ করলেও বাস্তব জীবনে সুখ পাননি তিনি৷ জীবনের এক চরম ভুলেই সর্বনাশ হয়েছিল এই বলিউড নায়িকার৷
বলিউড ইন্ডাস্ট্রিতে একাধিক তারকা রয়েছেন, যাদের জীবনটা পুরো চিত্রনাট্যের মতো৷ অভিনয়ে সকলকে মুগ্ধ করলেও বাস্তব জীবনে সুখ পাননি তিনি৷ জীবনের এক চরম ভুলেই সর্বনাশ হয়েছিল এই বলিউড নায়িকার৷
advertisement
2/8
তিনি শুধু অভিনেত্রী ছিলেন না, রাজনীতিতেও নিজের ছাপ রেখেছিলেন তিনি৷ একাধিক কারণের জন্য শিরোনামেও উঠে এসেছিলেন অভিনেত্রী৷ তিনি হলেন বলিউড অভিনেত্রী জয়া প্রদা৷
তিনি শুধু অভিনেত্রী ছিলেন না, রাজনীতিতেও নিজের ছাপ রেখেছিলেন তিনি৷ একাধিক কারণের জন্য শিরোনামেও উঠে এসেছিলেন অভিনেত্রী৷ তিনি হলেন বলিউড অভিনেত্রী জয়া প্রদা৷
advertisement
3/8
মাত্র ১৩ বছর বয়সে চলচ্চিত্রে পা রাখেন জয়া প্রদা৷ খুব অল্প বয়সেই নিজেকেই প্রতিষ্ঠিত করেছিলেন কর্মজগতে৷ অভিনেত্রীর বাবা কৃষ্ণা রাও তেলেগু চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ছিলেন৷
মাত্র ১৩ বছর বয়সে চলচ্চিত্রে পা রাখেন জয়া প্রদা৷ খুব অল্প বয়সেই নিজেকেই প্রতিষ্ঠিত করেছিলেন কর্মজগতে৷ অভিনেত্রীর বাবা কৃষ্ণা রাও তেলেগু চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ছিলেন৷
advertisement
4/8
চলচ্চিত্রে পা রেখেই নিজের আসল নামটি পরিবর্তন করে ফেলেছিলেন এই অভিনেত্রী৷ তাঁর আগের নাম ছিল ললিতা রানি৷ তাঁর পরেই নাম বদলে জয়া প্রদা রাখেন তিনি৷
চলচ্চিত্রে পা রেখেই নিজের আসল নামটি পরিবর্তন করে ফেলেছিলেন এই অভিনেত্রী৷ তাঁর আগের নাম ছিল ললিতা রানি৷ তাঁর পরেই নাম বদলে জয়া প্রদা রাখেন তিনি৷
advertisement
5/8
সত্তর থেকে আশির দশকে একাধিক বড় অভিনেতাদের সঙ্গে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন জয়া প্রদা৷ 'সরগাম', 'তোহফা', 'আওলাদ', 'আখরি রাস্তা' এবং 'সিন্দুর'-এর মতো বহু সুপারহিট ছবিও রয়েছে জয়ার ঝুলিতে৷ তবে ব্যক্তিগত জীবনে মোটেই সুখ পাননি অভিনেত্রী৷
সত্তর থেকে আশির দশকে একাধিক বড় অভিনেতাদের সঙ্গে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন জয়া প্রদা৷ 'সরগাম', 'তোহফা', 'আওলাদ', 'আখরি রাস্তা' এবং 'সিন্দুর'-এর মতো বহু সুপারহিট ছবিও রয়েছে জয়ার ঝুলিতে৷ তবে ব্যক্তিগত জীবনে মোটেই সুখ পাননি অভিনেত্রী৷
advertisement
6/8
কেরিয়ার যখন শীর্ষে তখন নামকরা চলচ্চিত্র প্রযোজক শ্রীকান্ত নাহাতার সঙ্গে প্রেম হয় জয়া প্রদার৷ তাঁদের সম্পর্কের কথা সকলের মুখে মুখে তখন৷ শ্রীকান্ত তখন বিবাহিত, শুধু তাই নয়, তিন সন্তানের বাবা৷
কেরিয়ার যখন শীর্ষে তখন নামকরা চলচ্চিত্র প্রযোজক শ্রীকান্ত নাহাতার সঙ্গে প্রেম হয় জয়া প্রদার৷ তাঁদের সম্পর্কের কথা সকলের মুখে মুখে তখন৷ শ্রীকান্ত তখন বিবাহিত, শুধু তাই নয়, তিন সন্তানের বাবা৷
advertisement
7/8
১৯৮৬ সালে শ্রীকান্ত নাহাতাকে বিয়েও করেছিলেন জয়া প্রদা৷ তবে বিয়ের পরই দ্বিতীয় স্ত্রীর তকমা পান অভিনেত্রী৷ অন্যদিকে জয়াকে বিয়ে করেও প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভাঙেনি শ্রীকান্ত৷ এমনকি মা হওয়ার সুখও জীবনে পাননি অভিনেত্রী৷
১৯৮৬ সালে শ্রীকান্ত নাহাতাকে বিয়েও করেছিলেন জয়া প্রদা৷ তবে বিয়ের পরই দ্বিতীয় স্ত্রীর তকমা পান অভিনেত্রী৷ অন্যদিকে জয়াকে বিয়ে করেও প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভাঙেনি শ্রীকান্ত৷ এমনকি মা হওয়ার সুখও জীবনে পাননি অভিনেত্রী৷
advertisement
8/8
তারপরই শুরু তিক্ত জীবন৷ তবে সেই সম্পর্ক ভেঙে যায়, স্বামীর থেকে বিচ্ছেদের পর একটি পুত্রসন্তানকে দত্তক নেন অভিনেত্রী৷ বর্তমানে তাঁকে নিয়ে জীবন কাটাচ্ছেন অভিনেত্রী জয়া প্রদা৷
তারপরই শুরু তিক্ত জীবন৷ তবে সেই সম্পর্ক ভেঙে যায়, স্বামীর থেকে বিচ্ছেদের পর একটি পুত্রসন্তানকে দত্তক নেন অভিনেত্রী৷ বর্তমানে তাঁকে নিয়ে জীবন কাটাচ্ছেন অভিনেত্রী জয়া প্রদা৷
advertisement
advertisement
advertisement