টোটা-শান্তনুর ধুন্ধুমার নাচের যুগলবন্দী, প্রতিম ডি গুপ্তার ছবিতে দারুণ চমক আসছে বছর শেষে

Last Updated:
এই প্রথমবার বাংলার অভিনেতা টোটা রায় চৌধুরী এবং মুম্বই এর শান্তনু মহেশ্বরী কে দেখা যাবে নাচের যুগলবন্দীতে।
1/5
অপেক্ষার পালা শেষ! প্রকাশ্যে এলো পরিচালক প্রতিম ডি. গুপ্ত বহুল প্রত্যাশিত ছবি চালচিত্র এর একটি বিশেষ প্রচারমূলক গান ‘জানি না মানে’ ।এই প্রথমবার বাংলার অভিনেতা টোটা রায় চৌধুরী এবং মুম্বাই এর শান্তনু মহেশ্বরী কে দেখা যাবে নাচের যুগলবন্দী তে।
অপেক্ষার পালা শেষ! প্রকাশ্যে এলো পরিচালক প্রতিম ডি. গুপ্ত বহুল প্রত্যাশিত ছবি চালচিত্র এর একটি বিশেষ প্রচারমূলক গান ‘জানি না মানে’ ।এই প্রথমবার বাংলার অভিনেতা টোটা রায় চৌধুরী এবং মুম্বই এর শান্তনু মহেশ্বরী কে দেখা যাবে নাচের যুগলবন্দীতে।
advertisement
2/5
দেবজ্যোতি মিশ্র এর সুরে , রিতম সেন, পরিচালক প্রতিম ডি. গুপ্তের লেখা এবং কিংবদন্তি উষা উত্থুপের গাওয়া ‘জানি না মানে’ শীর্ষক সেই গানের ভিডিয়োয় তাঁদের সঙ্গ দিয়েছেন অভিনেত্রী লহমা ভট্টাচার্য।
দেবজ্যোতি মিশ্র এর সুরে , রিতম সেন, পরিচালক প্রতিম ডি. গুপ্তের লেখা এবং কিংবদন্তি উষা উত্থুপের গাওয়া ‘জানি না মানে’ শীর্ষক সেই গানের ভিডিয়োয় তাঁদের সঙ্গ দিয়েছেন অভিনেত্রী লহমা ভট্টাচার্য।
advertisement
3/5
টোটা এবং শান্তনু ছাড়াও, চালচিত্র ছবিতে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, মোঃ জিয়াউল ফারুক অপূর্ব, রাইমা সেন, প্রিয়া ব্যানার্জী, স্বস্তিকা দত্ত, তনিকা বসু, অনিন্দিতা বোস এবং ইন্দ্রজিৎ বোস।
টোটা এবং শান্তনু ছাড়াও, চালচিত্র ছবিতে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, মোঃ জিয়াউল ফারুক অপূর্ব, রাইমা সেন, প্রিয়া ব্যানার্জী, স্বস্তিকা দত্ত, তনিকা বসু, অনিন্দিতা বোস এবং ইন্দ্রজিৎ বোস।
advertisement
4/5
বাংলা সিনেমা তে আইটেম সং এর উদ্ভাবনী প্রয়োগ নিয়ে পরিচালক প্রতিম ডি গুপ্ত জানালেন "এই সময়ে দাঁড়িয়ে বাংলা সিনেমার গানে  হয় পুরোনো গানের নকল, নাহয় বলিউডের বা দক্ষিণী ছবির অন্ধ প্রভাব দেখে যাচ্ছে। তখন আমাদের ছবির গান জানি যা মানে একটি নতুন, অনবদ্য ডান্স নাম্বার। উষা উথুপ , আমাদের সবার প্রিয় উষা দির গান আর শান্তনু টোটা নাচ, আমার আশা দর্শকদের খুবই পছন্দ হবে।"
বাংলা সিনেমা তে আইটেম সং এর উদ্ভাবনী প্রয়োগ নিয়ে পরিচালক প্রতিম ডি গুপ্ত জানালেন "এই সময়ে দাঁড়িয়ে বাংলা সিনেমার গানে হয় পুরোনো গানের নকল, নাহয় বলিউডের বা দক্ষিণী ছবির অন্ধ প্রভাব দেখে যাচ্ছে। তখন আমাদের ছবির গান জানি যা মানে একটি নতুন, অনবদ্য ডান্স নাম্বার। উষা উথুপ , আমাদের সবার প্রিয় উষা দির গান আর শান্তনু টোটা নাচ, আমার আশা দর্শকদের খুবই পছন্দ হবে।"
advertisement
5/5
ফ্রেন্ডস কমিউনিকেশনের এমডি ফিরদৌসুল হাসান জানালেন, "আমি আর টোটা এক কলেজে এক ক্লাসে পড়েছি। কলেজের দিন থেকেই টোটা তার ব্রেক ডান্সের জন্য খুব জনপ্রিয় ছিল. শান্তনু র কথা আমার নতুন করে বলার অপেক্ষা রাখে না. এইবার দর্শক রা জানাবেন তাঁদের কেমন লাগলো আমাদের ছবির গান।" চালচিত্র বড়পর্দায় মুক্তি পাচ্ছে ২০ ডিসেম্বর ২০২৪।
ফ্রেন্ডস কমিউনিকেশনের এমডি ফিরদৌসুল হাসান জানালেন, "আমি আর টোটা এক কলেজে এক ক্লাসে পড়েছি। কলেজের দিন থেকেই টোটা তার ব্রেক ডান্সের জন্য খুব জনপ্রিয় ছিল. শান্তনু র কথা আমার নতুন করে বলার অপেক্ষা রাখে না. এইবার দর্শক রা জানাবেন তাঁদের কেমন লাগলো আমাদের ছবির গান।" চালচিত্র বড়পর্দায় মুক্তি পাচ্ছে ২০ ডিসেম্বর ২০২৪।
advertisement
advertisement
advertisement