টোটা-শান্তনুর ধুন্ধুমার নাচের যুগলবন্দী, প্রতিম ডি গুপ্তার ছবিতে দারুণ চমক আসছে বছর শেষে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এই প্রথমবার বাংলার অভিনেতা টোটা রায় চৌধুরী এবং মুম্বই এর শান্তনু মহেশ্বরী কে দেখা যাবে নাচের যুগলবন্দীতে।
advertisement
advertisement
advertisement
বাংলা সিনেমা তে আইটেম সং এর উদ্ভাবনী প্রয়োগ নিয়ে পরিচালক প্রতিম ডি গুপ্ত জানালেন "এই সময়ে দাঁড়িয়ে বাংলা সিনেমার গানে হয় পুরোনো গানের নকল, নাহয় বলিউডের বা দক্ষিণী ছবির অন্ধ প্রভাব দেখে যাচ্ছে। তখন আমাদের ছবির গান জানি যা মানে একটি নতুন, অনবদ্য ডান্স নাম্বার। উষা উথুপ , আমাদের সবার প্রিয় উষা দির গান আর শান্তনু টোটা নাচ, আমার আশা দর্শকদের খুবই পছন্দ হবে।"
advertisement
ফ্রেন্ডস কমিউনিকেশনের এমডি ফিরদৌসুল হাসান জানালেন, "আমি আর টোটা এক কলেজে এক ক্লাসে পড়েছি। কলেজের দিন থেকেই টোটা তার ব্রেক ডান্সের জন্য খুব জনপ্রিয় ছিল. শান্তনু র কথা আমার নতুন করে বলার অপেক্ষা রাখে না. এইবার দর্শক রা জানাবেন তাঁদের কেমন লাগলো আমাদের ছবির গান।" চালচিত্র বড়পর্দায় মুক্তি পাচ্ছে ২০ ডিসেম্বর ২০২৪।