Nabonita Dey Life Story: ডিভোর্সের আগেই প্রথম স্বামীর মৃত্যু! রাজার আগমনে জীবনে সুখ, নবনীতার জীবন যেন সিনেমা!

Last Updated:
Nabonita Dey Life Story: রাজার আগে নবনীতার একটি বিয়ে হয়। কিন্তু প্রথম দাম্পত্য অত্যন্ত কঠিন ছিল। তাঁর অভিনয় বন্ধ করিয়ে দেন। তাঁর কাছে অক্সিজেন স্বরূপ ছিল অভিনয়, আর তাকেই বিদায় জানাতে হয়েছিল।
1/6
‘তোমাদের রাণী’ সিরিয়ালের পর তাঁর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শকেরা। যদিও তার আগে ‘খোকা বাবু’, ‘এই পথ যদি না শেষ হয়’, ‘মেয়েবেলা’, ‘রাঙা বউ’-এর মতো একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। তিনি অভিনেত্রী নবনীতা দে।
‘তোমাদের রাণী’ সিরিয়ালের পর তাঁর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শকেরা। যদিও তার আগে ‘খোকা বাবু’, ‘এই পথ যদি না শেষ হয়’, ‘মেয়েবেলা’, ‘রাঙা বউ’-এর মতো একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। তিনি অভিনেত্রী নবনীতা দে।
advertisement
2/6
সম্প্রতি ‘ঘরে ঘরে জি বাংলা’ অনুষ্ঠানে অপরাজিতা আঢ্যর সঙ্গে আড্ডায় মাততে দেখা যায় নবনীতাকে। কথা বললেন জীবনের ওঠাপড়া নিয়ে। আর তারই মধ্যে লুকিয়ে রয়েছে জীবনের অন্ধকার সময়ের স্মৃতিচারণও।
সম্প্রতি ‘ঘরে ঘরে জি বাংলা’ অনুষ্ঠানে অপরাজিতা আঢ্যর সঙ্গে আড্ডায় মাততে দেখা যায় নবনীতাকে। কথা বললেন জীবনের ওঠাপড়া নিয়ে। আর তারই মধ্যে লুকিয়ে রয়েছে জীবনের অন্ধকার সময়ের স্মৃতিচারণও।
advertisement
3/6
পাশে ছিলেন নবনীতার স্বামী রাজা চট্টোপাধ্যায়। তিনিও অভিনেতা। একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। স্বামীর হাত ধরেই জীবনযন্ত্রণার কথা বললেন নবনীতা। তবে একইসঙ্গে উত্তরণের মুহূর্তের কথা উচ্চারণ করলেন অভিনেত্রী।
পাশে ছিলেন নবনীতার স্বামী রাজা চট্টোপাধ্যায়। তিনিও অভিনেতা। একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। স্বামীর হাত ধরেই জীবনযন্ত্রণার কথা বললেন নবনীতা। তবে একইসঙ্গে উত্তরণের মুহূর্তের কথা উচ্চারণ করলেন অভিনেত্রী।
advertisement
4/6
রাজার আগে নবনীতার একটি বিয়ে হয়। কিন্তু প্রথম দাম্পত্য অত্যন্ত কঠিন ছিল। তাঁর অভিনয় বন্ধ করিয়ে দেন। তাঁর কাছে অক্সিজেন স্বরূপ ছিল অভিনয়, আর তাকেই বিদায় জানাতে হয়েছিল।
রাজার আগে নবনীতার একটি বিয়ে হয়। কিন্তু প্রথম দাম্পত্য অত্যন্ত কঠিন ছিল। তাঁর অভিনয় বন্ধ করিয়ে দেন। তাঁর কাছে অক্সিজেন স্বরূপ ছিল অভিনয়, আর তাকেই বিদায় জানাতে হয়েছিল।
advertisement
5/6
প্রোমোতে অভিনেত্রীকে বলতে শোনা গেল, ‘‘অভিনয়টা আমার অক্সিজেন নেওয়া জায়গা তখন, আমার আগের স্বামী যে আমার অক্সিজেনটা বন্ধ করিয়ে দেবে, সেটা আমি বুঝতে পারিনি।’’
প্রোমোতে অভিনেত্রীকে বলতে শোনা গেল, ‘‘অভিনয়টা আমার অক্সিজেন নেওয়া জায়গা তখন, আমার আগের স্বামী যে আমার অক্সিজেনটা বন্ধ করিয়ে দেবে, সেটা আমি বুঝতে পারিনি।’’
advertisement
6/6
‘‘এরপর আমি মেয়েকে নিয়ে বাবা-মায়ের কাছে আসি। কোর্ট-উকিল এইসব করতে করতে হঠাৎই সে মারা যায়। অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজ এরকম একটা হাত ধরে আমি ভাল আছি।’’ রাজার হাত ধরে হাসিমুখে সেকথা জানান নবনীতা।
‘‘এরপর আমি মেয়েকে নিয়ে বাবা-মায়ের কাছে আসি। কোর্ট-উকিল এইসব করতে করতে হঠাৎই সে মারা যায়। অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজ এরকম একটা হাত ধরে আমি ভাল আছি।’’ রাজার হাত ধরে হাসিমুখে সেকথা জানান নবনীতা।
advertisement
advertisement
advertisement