Sourav Darshana First Wedding Photo: রুপো বসানো লাল শাড়িতে দর্শনা, ধরা দিলেন সৌরভের বাহুডোরে... বিয়ের রাতে নবদম্পতির প্রথম ছবি ফাঁস

Last Updated:
বাইপাসের ধারে একটি ব্যাঙ্কোয়েটে বসেছে তাঁদের বিয়ের আসর। টলিপাড়ার অনেক চেনা মুখই রয়েছেন আমন্ত্রিতদের তালিকায়।
1/6
অপেক্ষার অবসান। অবশেষে সামনে এল সৌরভ-দর্শনার বিয়ের এক্সক্লুসিভ ছবি।
অপেক্ষার অবসান। অবশেষে সামনে এল সৌরভ-দর্শনার বিয়ের এক্সক্লুসিভ ছবি।
advertisement
2/6
রুপোর কাজ করা লাল শাড়ি সঙ্গে গা ভর্তি সোনার গয়না পরেছিলেন দর্শনা। সৌরভ পরেছিলেন সাদা লাল শেরওয়ানি
রুপোর কাজ করা লাল শাড়ি সঙ্গে গা ভর্তি সোনার গয়না পরেছিলেন দর্শনা। সৌরভ পরেছিলেন সাদা লাল শেরওয়ানি
advertisement
3/6
সৌরভের বাহুডোরে দর্শনার ছবি সামনে আসতেই আনন্দে ফেটে পড়েছেন ভক্তেরা। মিষ্টি হাসিতে নায়ক-নায়িকাকে দেখে সত্য়িই মনে হচ্ছিল স্বপ্নের জগতে রয়েছেন তাঁরা
সৌরভের বাহুডোরে দর্শনার ছবি সামনে আসতেই আনন্দে ফেটে পড়েছেন ভক্তেরা। মিষ্টি হাসিতে নায়ক-নায়িকাকে দেখে সত্য়িই মনে হচ্ছিল স্বপ্নের জগতে রয়েছেন তাঁরা
advertisement
4/6
বাইপাসের ধারে একটি ব্যাঙ্কোয়েটে বসেছে তাঁদের বিয়ের আসর। টলিপাড়ার অনেক চেনা মুখই রয়েছেন আমন্ত্রিতদের তালিকায়। ইন্ডাস্ট্রির নতুন বর-কনেকে দেখে মুগ্ধ সবাই।
বাইপাসের ধারে একটি ব্যাঙ্কোয়েটে বসেছে তাঁদের বিয়ের আসর। টলিপাড়ার অনেক চেনা মুখই রয়েছেন আমন্ত্রিতদের তালিকায়। ইন্ডাস্ট্রির নতুন বর-কনেকে দেখে মুগ্ধ সবাই।
advertisement
5/6
টলিপাড়ায় আপাতত জোরকদমে চলছে বিয়ের মরশুম। সম্প্রতি গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন এবং সৌম্য় মুখোপাধ্য়ায়। তারপরেই আজ শুক্রবার গাঁটছড়া বাঁধছেন টলিপাড়ার আরও এক হেভিওয়েট অভিনেতা সৌরভ দাস এবং মডেল-অভিনেত্রী দর্শনা বণিক।
টলিপাড়ায় আপাতত জোরকদমে চলছে বিয়ের মরশুম। সম্প্রতি গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন এবং সৌম্য় মুখোপাধ্য়ায়। তারপরেই আজ শুক্রবার গাঁটছড়া বাঁধছেন টলিপাড়ার আরও এক হেভিওয়েট অভিনেতা সৌরভ দাস এবং মডেল-অভিনেত্রী দর্শনা বণিক।
advertisement
6/6
বাঙালি রীতি মেনেই বিয়ে করবেন সৌরভ-দর্শনা। আর তার মাঝেই আইবুড়ো ভাত থেকে শুরু করে সব বিয়ের জন্য বানানো বিশেষ গাছকৌট-কুলো সবই তারকা জুটি শেয়ার করে নিয়েছেন স্যোশাল মিডিয়ায়।
বাঙালি রীতি মেনেই বিয়ে করবেন সৌরভ-দর্শনা। আর তার মাঝেই আইবুড়ো ভাত থেকে শুরু করে সব বিয়ের জন্য বানানো বিশেষ গাছকৌট-কুলো সবই তারকা জুটি শেয়ার করে নিয়েছেন স্যোশাল মিডিয়ায়।
advertisement
advertisement
advertisement