

টলিপাড়ায় যেন বিয়ের মরশুম। একের পর একে অভিনেতা বিয়ের পিঁড়িতে বসছেন। সম্প্রতি বিয়ে করেছেন, ইমন চক্রবর্তী-নীলাঞ্জন ঘোষ, নীল ভট্টাচার্য-তৃণা সাহা, ত্বরিতা চট্টোপাধ্য়ায়-জুপিটার মুখোপাধ্যায়, দেবলীনা কুমার-গৌরব চট্টোপাধ্য়ায়, ওম সাহানি-মিমি দত্ত। এবার সেই তালিকায় যুক্ত হল টেলি অভিনেতা সায়ন্তনী সেনগুপ্ত ও ইন্দ্রনীল মল্লিকের নাম।


ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ প্রেম দিবসেই গাঁটছড়া বাঁধলেন সায়ন্তনী ও ইন্দ্রনীল। বহুদিন ধরেই সম্পর্কে ছিলেন এই টেলি তারকা জুটি। অবশেষে সেই প্রেম পরিণতি পেল। নিজেদের সম্পর্ক নিয়ে কখনও কোনও গোপনীয়তা বজায় রাখেননি তাঁরা।


ঘনিষ্ঠদের নিয়েই বিয়ে করেছেন সায়ন্তনী ও ইন্দ্রনীল। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পক্ষের পরিবার, বন্ধুবান্ধব ও অভিনয় জগতের তারকারা অভিনয় জগতের মধ্যে থেকে এসেছিলেন উষসী রায়, গীত রায়, শ্রীতমা রায়চৌধুরী, শ্রুতি, রুকমা রায় সহ আরও অনেকে।


বিয়ের জন্য সায়ন্তনী বেছে নেন একটি সাবেকি জমকালো শাড়ি। সঙ্গে ছিল মানানসই গয়না। অন্যদিকে ইন্দ্রনীল পরেছিলেন সাদা পাঞ্জাবি।


বিয়ের আগে সায়ন্তনীর বান্ধবীরা অর্থাৎ গীত রায়, রুকমা রায়, শ্রীতমা রায়চৌধুরী সকলে মিলে আইবুড়ো ভাতের আয়োজন করেছিলেন। বান্ধবীরা ভূরিভোজ করিয়েছেন অভিনেত্রীকে। সঙ্গে ছিল স্পিনস্টার পার্টিও।