

*অপেক্ষার অবসান। সাত পাকে বাঁধা পড়লেন টলিউড অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায় এবং তরুণ কুমারের নাতি অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রাম।


*তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল এই জুটির। সেই প্রেম পরিণতি পেল বুধবার সন্ধ্যায়। ধুমধাম করে বিয়ে হল উত্তর কলকাতার ব্যবসায়ী পরিবারের বড় মেয়ের। ছবি: ইনস্টাগ্রাম।


*আলিপুরের ওপেন থিয়েটার উত্তীর্ণতে বসছিল বিয়ের আসর। ১৭ জানুয়ারি গ্র্যান্ড রিসেপশন। সেটাও হবে উত্তীর্ণতেই। উপস্থিত থাকবেন টলিউডের একঝাঁক তারকা।ছবি: ইনস্টাগ্রাম।


*টুকটুকে লাল বেনারসী সঙ্গে সোনার ভারী গয়নায় এক্কেবারে ট্র্যাডিশনাল সেজেছিলেন টলি নায়িকা। সৌরভও ধুতি পাঞ্জাবিতে সাবেকি সাজে উপস্থিত হন বিয়ে করতে। মোটা ভারী গোলাপের মালা দিয়ে হয় মালাবদল। ছবি: ইনস্টাগ্রাম।


*সেলিব্রিটি কাপলের বিয়ে আর তারকারা উপস্থিত হবে না, তা কী করে হয়? বিয়েতে উপস্থিত ছিলেন ত্বরিতার ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী সন্দীপ্তা সেন, অভিনেতা রাহুল, ভাস্বর চট্টোপাধ্যায়-সহ আরও বহু পরিচিত মুখ। ছবি: ইনস্টাগ্রাম।


*কালো বেনারসী এবং কালো ধুতি পাঞ্জাবিতে সেজে ভাইয়ের বিয়েতে সর্বদা পাশে পাশে ছিলেন সদ্য বিবাহিত দম্পতি অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী দেবলীনা কুমার। ছবি: ইনস্টাগ্রাম।


*ত্বরিতা-সৌরভের বিয়েতে উপস্থিত ছিলেন টলি অভিনেত্রী জুহি সেনগুপ্ত। গায়ে হলুদ, মেহেন্দির অনুষ্ঠানেও জুহিকে দেখা গিয়েছে ত্বরিতার একদম পাশে। ছবি: ইনস্টাগ্রাম।