দল বেঁধে 'হইহই' করে নীল-তৃণার হানিমুন! বন্ধুদের নিয়ে কোথায় ঘুরছেন নবদম্পতি? দেখুন ছবি...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
advertisement
advertisement
advertisement
advertisement
*কিন্তু বুধবার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে ওয়েস্টার্ন ড্রেসে দেখা যাচ্ছে দম্পতিকে। চোখে সানগ্লাস। সঙ্গে একঝাঁক বন্ধু। ছবি দেখে অনেকেই ভাবছেন কাছাকাছি টুক করে কোথাও 'শর্ট হানিমুন' করতে চলে গিয়েছেন তাঁরা। তবে জায়গাটা কথায় তার কোনও উল্লেখ ছবিতে নেই। বা ছবিটি আদৌ আজকের কিনা, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে (নিউজ ১৮ বাংলা ছবির উৎস যাচাই করেনি)। ছবির ক্যাপশনে নীলের অনুগামীদের তৈরি করা ইনস্টাগ্রাম প্রফাইনে লেখা 'গ্যাং'। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
*নীল-তৃণা দু'জনেই হুল্লোড় প্রিয়, এবং সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। তাঁদের দু'জনের সোশ্যাল মিডিয়ার চলাচল দেখলেই তা বোঝা যায়। সুতরাং কোথাও ঘুরতে গেলে যদি তাঁদের বন্ধুরা সঙ্গে জান, সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু নেই। ফলে মনে করা হচ্ছে বিয়ের পরেই বন্ধুদের নিয়ে কাছেপিছে ঘুরতে গিয়েছেন তাঁরা। তবে 'ত্রিনীল'-র হানিমুন কথায় হবে, তা এখনও অজানা। ছবি: ইনস্টাগ্রাম।