Srabanti Chatterjee: নতুন প্রেমিকের সঙ্গে পাহাড়ের কোলে শ্রাবন্তী? ছবি পোস্ট করে আচমকাই এ কী বললেন নায়িকা!

Last Updated:
টি-টাউনে কান পাতলে শোনা যাচ্ছে, শ্রাবন্তীর সঙ্গে তাঁরই আবাসনে থাকা ব্যবসায়ী প্রেমিকের ঘনিষ্ঠতা রীতিমতো চর্চায়। দেখুন কী লিখেছেন নায়িকা...
1/8
*‘যদি কখনো হারিয়ে যাই পাহাড়ে খুঁজো আমায়’। পিছনে নীল পাহা়ড়ের ছবি দেওয়া ছবি পোস্ট করে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় জীবনে আসা নতুন প্রেমের কাছেই সম্ভবত এমন আবদার জানিয়েছেন। ছবিঃ ইনস্টাগ্রাম। 
*‘যদি কখনো হারিয়ে যাই পাহাড়ে খুঁজো আমায়’। পিছনে নীল পাহা়ড়ের ছবি দেওয়া ছবি পোস্ট করে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় জীবনে আসা নতুন প্রেমের কাছেই সম্ভবত এমন আবদার জানিয়েছেন। ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
2/8
*কানাঘুষো শোনা যাচ্ছিল তিনি নাকি ব্যবসায়ী প্রেমিককে সঙ্গে নিয়ে পাহাড়ে ঘুরে এলেন। জল্পনার মাঝেই এমন আবেগঘন ইনস্টাগ্রাম পোস্ট সামনে এসেছে, যা সেই জল্পনা আরও খানিকটা উস্কে দিয়েছে। ছবিঃ ইনস্টাগ্রাম। ছবিঃ ইনস্টাগ্রাম। 
*কানাঘুষো শোনা যাচ্ছিল তিনি নাকি ব্যবসায়ী প্রেমিককে সঙ্গে নিয়ে পাহাড়ে ঘুরে এলেন। জল্পনার মাঝেই এমন আবেগঘন ইনস্টাগ্রাম পোস্ট সামনে এসেছে, যা সেই জল্পনা আরও খানিকটা উস্কে দিয়েছে। ছবিঃ ইনস্টাগ্রাম। ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
3/8
*টি-টাউনে কান পাতলে শোনা যাচ্ছে, শ্রাবন্তীর সঙ্গে তাঁরই আবাসনে থাকা ব্যবসায়ীর ঘনিষ্ঠতা রীতিমতো চর্চায়। ছবিঃ ইনস্টাগ্রাম। 
*টি-টাউনে কান পাতলে শোনা যাচ্ছে, শ্রাবন্তীর সঙ্গে তাঁরই আবাসনে থাকা ব্যবসায়ীর ঘনিষ্ঠতা রীতিমতো চর্চায়। ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
4/8
*শ্রাবন্তীকে যাঁরা চেনেন, তাঁরা জানেন, নায়িকার প্রেমে পড়তে বেশি সময় লাগে না। খুব তারাতাড়ি মন দিয়ে ফেলেন। তবে রোশন সিংয়ের সঙ্গে আইনি বিচ্ছেদ না হওয়ায় এ বারে সম্ভবত ধীরে চলো নীতি তাঁর। ছবিঃ ইনস্টাগ্রাম। 
*শ্রাবন্তীকে যাঁরা চেনেন, তাঁরা জানেন, নায়িকার প্রেমে পড়তে বেশি সময় লাগে না। খুব তারাতাড়ি মন দিয়ে ফেলেন। তবে রোশন সিংয়ের সঙ্গে আইনি বিচ্ছেদ না হওয়ায় এ বারে সম্ভবত ধীরে চলো নীতি তাঁর। ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
5/8
*শ্রাবন্তী চট্টোপাধ্যায় টলিউডে বিতর্কের ওপর নাম। তিনি প্রেমে পড়েন। কিন্তু তাঁর সম্পর্ক ও বিয়ে নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। তাঁর তৃতীয় বিয়ে ভেঙে যাওয়ার পর থেকে সকলের চোখ যেন তাঁর ব্যক্তিগত জীবনের দিকে। ছবিঃ ইনস্টাগ্রাম। 
*শ্রাবন্তী চট্টোপাধ্যায় টলিউডে বিতর্কের ওপর নাম। তিনি প্রেমে পড়েন। কিন্তু তাঁর সম্পর্ক ও বিয়ে নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। তাঁর তৃতীয় বিয়ে ভেঙে যাওয়ার পর থেকে সকলের চোখ যেন তাঁর ব্যক্তিগত জীবনের দিকে। ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
6/8
*তাই স্বাভাবিকভাবেই এ দিন ছবি পোস্ট করার পর থেকে শ্রাবন্তীর প্রেমে পড়া, কে তাঁর সেই প্রেমিক বা কবেই বা তিনি বিয়ের পিঁড়িতে বসবেন -সহ নানা প্রশ্ন উঠতে শুরু করার কথা ছিল। ছবিঃ ইনস্টাগ্রাম। 
*তাই স্বাভাবিকভাবেই এ দিন ছবি পোস্ট করার পর থেকে শ্রাবন্তীর প্রেমে পড়া, কে তাঁর সেই প্রেমিক বা কবেই বা তিনি বিয়ের পিঁড়িতে বসবেন -সহ নানা প্রশ্ন উঠতে শুরু করার কথা ছিল। ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
7/8
*কিন্তু না, সে পথে আর যেতে চান না নায়িকা। তাঁকে নিয়ে কেউ নেতিবাচক মন্তব্য যাতে করতে না পারে, তাই তিনি কমেন্ট লেখায় সীমাবদ্ধতা এনেছেন। ছবিঃ ইনস্টাগ্রাম। 
*কিন্তু না, সে পথে আর যেতে চান না নায়িকা। তাঁকে নিয়ে কেউ নেতিবাচক মন্তব্য যাতে করতে না পারে, তাই তিনি কমেন্ট লেখায় সীমাবদ্ধতা এনেছেন। ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
8/8
*ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আমরা প্রত্যেকই এমন রাস্তায় হাঁটি, যে রাস্তা দিয়ে আমাদের হাঁটা অনুচিত’। অর্থাৎ এককথায় আফসোসই করেছেন অভিনেত্রী শ্রাবন্তী। জল্পনার মাঝেই পাহাড়ে হারানোর ইঙ্গিতে নেটিজেনরা অবশ্য অন্য গন্ধ পাচ্ছেন। ছবিঃ ইনস্টাগ্রাম।
*ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আমরা প্রত্যেকই এমন রাস্তায় হাঁটি, যে রাস্তা দিয়ে আমাদের হাঁটা অনুচিত’। অর্থাৎ এককথায় আফসোসই করেছেন অভিনেত্রী শ্রাবন্তী। জল্পনার মাঝেই পাহাড়ে হারানোর ইঙ্গিতে নেটিজেনরা অবশ্য অন্য গন্ধ পাচ্ছেন। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
advertisement
advertisement