লাল শাড়ি-গা ভর্তি গয়না-সিঁথিতে চওড়া সিঁদুর, বিয়ের পর প্রথম পুজোয় জমে উঠল মানালি-অভিমন্যুর প্রেম, দেখুন ছবি...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
হিসেব মতো বিয়ের পরে অভিমুন্যুর সঙ্গে এটাই মানালির প্রথম পুজো। তাই সেখানে নব দম্পতির প্রেম জমে উঠবে না তা কেমন করে হয়! জমে উঠেছে তো বটেই। আর তা ধরা পড়েছে 'বউ কথা কও' ধারাবাহিকের মৌরির ইনস্টাগ্রাম পোস্টে।
advertisement
*হিসেব মতো বিয়ের পরে অভিমুন্যুর সঙ্গে এটাই মানালির প্রথম পুজো। তাই সেখানে নব দম্পতির প্রেম জমে উঠবে না তা কেমন করে হয়! জমে উঠেছে তো বটেই। আর তা ধরা পড়েছে 'বউ কথা কও' ধারাবাহিকের মৌরির ইনস্টাগ্রাম পোস্টে। যেখানে নিজের ও অভিমন্যুর পরিবারের সঙ্গে একাধিক ছবি তুলে পোস্ট করেছেন মানালি। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
advertisement
advertisement
*রেজিস্ট্রির দিন অভিমন্যুর মা ছিলেন না। সেদিনই তাঁরা জানিয়েছিলেন, বাড়ির সকলে ফিরলে তবেই সবে সামাজিক বিয়ের অনুষ্ঠান। তবে এই বিয়েতে শাশুড়ির দেওয়া গোলাপি রঙের শাড়ি পরেই বিয়ে করেন মানালি। বন্ধুবান্ধব ছাড়াও পরিবারের বাকি সদস্যরা মানালি আর অভিমন্যুর বিয়েতে উপস্থিত হয়েছিলেন। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
*মানালি রূপোলি পর্দার জনপ্রিয় মুখ। প্রথমে ‘কালি আমার মা’ নামের একটি ছবিতে অভিনয় করেন তিনি। তবে মানালি পরিচিতি পান ‘বউ কথা কও’-মেগা ধারাবাহিক থেকে । এরপর ‘ভুলে যেও না প্লিজ’, ‘নকশি কাঁথা’-র মতো ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেন মানালি। পাশাপাশি, রাজ চক্রবর্তীর প্রোডাকশন ‘নিমকি ফুলকি’, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘গোত্র’ ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement